সোশাল মিডিয়ায় মিশরের কায়রো বিমানবন্দরের টার্মিনালে উন্মুক্ত রাস্তার উপর ভাসমান পাথরের (Floating Stone) ভাস্কর্যের দৃশ্যের ভিডিও ভুয়ো দাবি সহ ছড়ানো হচ্ছে। ভিডিওটি ছড়িয়ে মিথ্যে দাবি করা হচ্ছে, পাথর দুটি ইসলাম ধর্মের পয়গম্বর (Prophet) হজরত মহম্মদ ১৪০০ বছর আগে বেঁধেছিলেন।
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ১২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় রাস্তার উপর একটি পাথর দড়ি বাঁধা অপর পাথরকে আলগা ভাবে ঝুলিয়ে রেখেছে।
ভিডিওটি ফেসবুকে শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, "ঝুলন্ত পাথর দুইটি ১৪০০ বছর আগে প্রিয় নবী হযরত মুহাম্মাদ {সাঃ} বেঁধে রেখেছিলেন!"
ভিডিওটি দেখা যাবে এখানে।
বুম দেখে একই ক্যাপশন সহ ভিডিওটি ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।
তথ্য যাচাই
বুম রিভার্স সার্চ করে ছবিটি স্টক ছবির ওয়েবসাইট অ্যালিমিতে রয়েছে। মিশরের কায়রো বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে ২০০৮ সালের শাবান আব্বাসের (Shaaban Abbas) তৈরি। ২৭ জুলাই ২০০৯ ছবিটি তোলেন বি ও'কানে।
মিশরীয় গণমাধ্যম আহরাম অনলাইনে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী খ্যাতনামা ভাস্কর্য শিল্পী শাবান আব্বাস প্রয়াত হন ২০১০ সালের নভেম্বর মাসে। ক্রিস্ট্যাল ক্রনিক্যাল নামের ম্যাগাজিনের ২০১৭ সালের মার্চ সংখ্যায় শাবান আব্বাসের প্রয়ানের খবরটি প্রকাশিত হয়।
পাথরের মত দেখতে হলেও আদতে ওই পাথর দুটি ফাইবারের। আর দড়ি বাঁধা দেখালেও ভেতরে রয়েছে লোহার তারের কাঠামো।
এক ব্যক্তি এই ভুয়ো গুজব খণ্ডন করে ইউটিউবে বিষয়টি নিয়ে ২০২১ সালে ভিডিও আপলোড করেছেন।
পাথরের ভাস্কর্যের অন্যদিক থেকে তোলা ছবিটি দেখা যাবে এখানে ও এখানে। এএফপি একই ভুয়ো খবর ২০১৯ সালের অগস্ট মাসে তথ্য-যাচাই করেছে।
আরও পড়ুন: হিজাব বিতর্ক: কর্নাটকের পুরনো ভিডিওকে পশ্চিমবঙ্গে পুলিশ পদক্ষেপ বলা হল