Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

শুভাংশু শুক্লর মহাকাশ থেকে প্রত্যাবর্তনের মুহূর্ত হিসাবে ছড়াল AI ছবি

বুম দেখে ছবিতে শুভাংশু শুক্লর পৃথিবীতে অবতরণের আসল দৃশ্য দেখা যায় না, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।

By - Srijanee Chakraborty | 18 July 2025 5:52 PM IST

ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লর (Subhangshu Shukla) মহাকাশ (space) থেকে ফিরে পৃথিবীতে অবতরণের (return to earth) দৃশ্য বলে ভুয়ো দাবি করে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) দিয়ে তৈরি ছবি শেয়ার করেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা সম্প্রতি যেখানে তাকে একটি মহাকাশযান থেকে নামতে দেখা যায়। 

বুম দেখে ছবিটি আসল নয়। আমরা দেখি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি এই ছবির দৃশ্যের সঙ্গে ১৫ জুলাই, ২০২৫-এ শুভাংশু শুক্লর প্রত্যাবর্তনের দৃশ্য মেলে না। 

এক্সিওম ৪ মিশনের অংশ হিসাবে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রর উদ্দেশ্যে ২৯ জুন, ২০২৫-এ স্পেস এক্সের মহাকাশযান ড্রাগনে করে পারি দেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্ল, ক্রু-কমান্ডার পেগি হুইটসন সহ মিশন বিশেষজ্ঞ স্লাওস উজানস্কি-উইজ়নিউস্কি এবং টিবর কাপুর দল। ১৮ দিন মহাকাশে কাটিয়ে ভারতীয় সময় দুপুর ৩টে নাগাদ ক্যালিফোর্নিয়ার উপকূলের কাছে ১৫ জুলাই, ২০২৫ পৃথিবীতে অবতরণ করেন তারা। 

ভাইরাল দাবি 

ছবিতে মহাকাশচারীদের পোশাকে থাকা শুভাংশু শুক্লকে মহাকাশ যান থেকে নামতে তার দুটি হাত ধরে সাহায্য করতে দেখা যায় দুজনকে। মহাকাশযানটিকে একটি মরুভূমির মতো জায়গার উপর দাঁড় করানো হয়েছে দেখা যায়। একটি ফেসবুক পেজ ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখেন "মহাকাশ থেকে ফিরে ছেলের গর্বের মুহূর্ত — আবেগে ভাসলেন শুভাংশু শুক্লার পরিবার**আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র (ISS) থেকে সফলভাবে পৃথিবীতে ফিরে এসেছেন ভারতীয় মহাকাশচারী ও গ্রুপ ক্যাপ্টেন **শুভাংশু শুক্লা**... ছেলেকে দীর্ঘ সময় পরে সুস্থ ও নিরাপদ অবস্থায় ফিরে পেয়ে বাবা-মা ও পরিবারের সদস্যরা চোখের জল ধরে রাখতে পারেননি।"

অনুসন্ধানে আমরা কি পেয়াম

১. শুভাংশু শুক্লর মহাকাশযান থেকে পৃথিবীতে অবতরণের দৃশ্যের সাথে গরমিল: আমরা কিওয়ার্ড সার্চের মাধ্যমে মহাকাশচারী শুভাংশু শুক্লর পৃথিবীতে প্রত্যাবর্তন সংক্রান্ত একাধিক প্রতিবেদন পাই। প্রতিবেদনগুলি অনুসারে, গত ১৫ জুলাই স্থানীয় সময় রাত ২:৩০-এ, ক্যালিফোর্নিয়ার সান দিয়োগো উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে এক্সিওম ৪-এর সদস্যদের নিয়ে স্প্ল্যাশডাউন করে স্পেস এক্স মহাকাশযান ড্রাগন। 

দ্য হিন্দুর ইউটিউব চ্যানেলে শুভাংশু শুক্লর পৃথিবীতে অবতরণের পুরো দৃশ্য সরাসরি সম্প্রচারে দেখা যায় সমুদ্রের উপর স্প্ল্যাশডাউন করার পর সেটি জাহাজে তোলার হয় এবং তারপর, এক্সিওম ৪-এর সদস্যরা বেরিয়ে আসেন। পুরো ঘটনাটি রাতের বেলা হয়। কিন্তু, ভাইরাল ছবিতে মহাকাশযান ড্রাগনকে সমুদ্রে বা কোনও জাহাজের উপর দেখা যায়না এবং ছবিটি দিনের বেলার যা আসল ঘটনার সঙ্গে মেলে না। এছাড়াও, ভাইরাল ছবিতে শুভাংশু শুক্লর পোশাকও ভিডিওর থেকে আলাদা।

২. কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাইকারী ওয়েবসাইটে পরীক্ষা: আমাদের পর্যবেক্ষণ থেকে ইঙ্গিত নিয়ে, ভাইরাল ছবিটিকে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাইকারী ওয়েবসাইট হাইভ মডারেশন ও ওয়াজ ইট এআই-এ পরীক্ষা করি। দুটি ওয়েবসাইটই ছবিটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বলে চিহ্নিত করে।  নীচে ফলাফলগুলি দেখা যাবে।



Tags:

Related Stories