সোশাল মিডিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা (artificial intelligence) ব্যবহার করে তৈরি একগুচ্ছ তুষারপাতের ছবি ছড়িয়ে দাবি করা হচ্ছে কলকাতায় তুষারপাতের (Snowfall Kolkata) এই ছবিগুলি তৈরি করেছেন অংশুমান চৌধুরি নামে জনৈক ব্যক্তি। ছবিগুলি সোশাল মিডিয়ায় পোস্ট করে কৌতুকে মেতেছেন শীত উপভোগী নেট নাগরিকরা।
বুম দিল্লিবাসী অংশুমান চৌধুরির সঙ্গে কথা বলে জেনেছে কলকাতায় তুষারপাতের সব ছবি তাঁর তৈরি নয়। ডিজিট্যাল মার্কেটিং পেশাদার সৌভিক ঘোষ তৈরি করেছেন বাকি ভাইরাল ছবিগুলি।
গত কয়েকদিন ধরে কলকাতা ও সংলগ্ন দক্ষিণ বঙ্গের জেলা গুলিতে উত্তুরে হাওয়ার দাপটে উষ্ণতার পারদ হটাৎ নেমে যাওয়ায় রাজ্যবাসীরা কনকনে ঠান্ডা উপভোগ করছেন। সেই প্রেক্ষিতেই ছবিগুলি সোশাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একগুচ্ছ ছবির কোনওটিতে দেখা যায় হাওড়া ব্রিজের তলায় গঙ্গার জল জমে বরফ। ভিক্টোরিয়ার গায়েও তুষারপাত। আবার অন্য একটি ছবিতে দেখা যায়—হলুদ ট্যাক্সির বনেট থেকে ছাদ সবই বরফমগ্ন।
ফেসবুকে ছবিগুলি পোস্ট করে ক্যাপশন লেখা হয়েছে, "কলকাতায় তুষারপাত Source @angshuman Chowdhury"।
কেউ আবার শুধু ক্যাপশন লিখেছেন, "কলকাতায় তুষারপাত"
তথ্য যাচাই
অংশুমানের ছবি
বুম গুগলে কিওয়ার্ড সার্চ দেখে ভাইরাল তুষারপাতের ছবি বিষয়ে বিভিন্ন
গণমাধ্যমের একগুচ্ছ প্রতিবেদন খুঁজে পায়। ছবিগুলি টুইটারে ৪ জানুয়ারি ২০২৩ পোস্ট করেন অংশুমান চৌধুরী (@angshuman_ch)।
টুইটার প্রোফাইলের পরিচিতি অনুযায়ী অংশুমান দিল্লিতে অবস্থিত নীতি গবেষণা কেন্দ্রের গবেষক।
অংশুমান তাঁর টুইটে চারটি ছবি পোস্ট করেন, দুটি দিল্লির ও দুটি কলকাতার। সবগুলি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করা সফটওয়্যারে তৈরি। তুষারপাত হলে দিল্লি ও কলকাতা শহর কেমন দেখতে হবে সে দশ্য তৈরি করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ কৌশলে।
পরে আরেকটি টুইটে অংশুমান লেখেন "
@midjourney_ai" ব্যবহার করে এই ছবিগুলি তিনি তৈরি করেছেন।
বুম বাংলার তরফে অংশুমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমার সাধারণত বরফ ভালো লাগে। সব সময় বিস্ময়ে ভেবেছি দিল্লিকে কেমন দেখতে হবে যদি বরফ পড়ত! তাছাড়া বেশ ঠান্ডা থাকায় আমি অবচেতনভাবেই এই ছবিগুলি করতে তাগিদ অনুভব করি।"
"আমি শুধু চারটে ছবিই করেছি। যেগুলি আমি টুইট করেছি। কলকাতার বাকি ভাইরাল ছবির ব্যাপারে আমার কোনও ধারণা নেই," বুমকে বলেন অংশুমান।
সৌভিকের ছবি
বুম ফেসবুকে আরও কয়েকটি পোস্টে দেখে ভাইরাল হওয়া ছবির কৃতিত্ব হিসাবে @kolkatar_galpo- ব্যবহারকারীর নাম উল্লেখ করা হয়েছে।
বুম ৪ জানুয়ারি ২০২৩ "
@kolkatar_galpo"-ইনস্টাগ্রাম পেজে তুষারমগ্ন কলকাতার বাকি ভাইরাল ছবি গুলি দেখতে পায়। ছবিগুলি সৌভিক ঘোষ (@shouvik_ghosh__) কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যার ব্যবহার করে তৈরি করেছেন। ৫ টি ছবি সৌভিক তাঁর "কলকাতার গল্প" ইনস্টাগ্রাম পেজে বুধবার পোস্ট করেন।
বুম বাংলা সৌভিকের সঙ্গে যোগাযোগ করলে তিনি আমাদের জানান, "
@openaidalle-সফটওয়্যার ব্যবহার করে তৈরি করা হয়েছে ছবিগুলি।"
"কলকাতায় খুব ঠান্ডা পড়েছে। এআই ওয়েবসাইট ঘাঁটতে ঘাঁটতে তাই মনে হয় যদি কলকাতাতে এরকম বরফ পড়ে কেমন দেখতে লাগবে! এই ভাবেই বানিয়ে ফেলি," বুমকে বলেন সৌভিক।
সৌভিক থাকেন বারাসাতে। তাঁর নিজস্ব ডিজিট্যাল মার্কেটিং এজেন্সি রয়েছে।