শ্রীলঙ্কায় (Sri Lanka) শতকরা ১০০ ভাগ নাগরিক শিক্ষিত (Literacy Rate) বিভ্রান্তিকর দাবি করা হয়েছে ভাইরাল একটি সোশাল মিডিয়া পোস্ট। স্বাক্ষতার হারের (Literacy Rate) সঙ্গে বিভ্রান্তিকরভাবে বাংলাদেশের জ্বালানির মূল্যবৃদ্ধির (Fuel Price Hike) তুলনা করা হচ্ছে।
একই দাবি সহ এরকম তিনটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
আরও পড়ুন: বিভ্রান্তি সহ ছড়াল ২০২১ সালে সিপিআইএম কার্যালয়ে জাতীয় পতাকা তোলার ছবি
তথ্য যাচাই
বুম শ্রীলঙ্কায় (Sri Lanka) শিক্ষার হার (Literacy Rate) যাচাই করার জন্য দেশটির উচ্চ শিক্ষা মন্ত্রকের ওয়েবসাইটে যায়। ওই ওয়েবসাইটের তথ্য অনুযায়ী 'শ্রীলঙ্কায় সাক্ষরতার হার ৯২ শতাংশ' যা দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে সর্বোচ্চ। ওয়েবপেজটি আর্কাইভ করা আছে এখানে।
বিশ্বব্যাঙ্কের ওয়েবসাইটেও ২০২০ সালের জুন মাসের তথ্য অনুযায়ী শ্রীলঙ্কায় সাক্ষরতা হার ৯২ শতাংশ। শ্রীলঙ্কার গণমাধ্যম ডেইলি এফটি ওয়েবসাইটে ২৭ জুন, ২০২২ প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২০ সালে ৯২.৯% সাক্ষরতার হার ছুঁয়েছিল শ্রীলঙ্কা যা দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।
ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ে প্রকাশিত তথ্য অনুযায়ী ফিনল্যান্ডে সাক্ষরতার হার ১০০ শতাংশ।
আরও পড়ুন: ভারতে সংরক্ষণ তুলে দেওয়ার দাবিতে অম্বেডকরের নামে ছড়ানো উদ্ধৃতিটি ভুয়ো