পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কনভয়ে হামলার পুরনো ভিডিও সম্প্রতি বিভ্রান্তিকর এক দাবিসহ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ব্যবহারকারীদের একাংশ ভিডিওটি শেয়ার করে দাবি করেছেন, ভিডিওয় বন্যা (flood) বিধ্বস্ত উত্তরবঙ্গে (North Bengal) গিয়ে বিজেপি (BJP) নেতাকে জনরোষের মুখে পড়তে দেখা যায়।
বুম দেখে, পুরনো এই ভিডিওতে এবছরের অগাস্টে কোচবিহারে শুভেন্দু অধিকারীর কনভয়ের উপর হওয়া হামলার দৃশ্য দেখা যায়।
৫ অক্টোবরের ভারী বৃষ্টি থেকে সৃষ্ট হড়পা বানে উত্তরবঙ্গের ডুয়ার্স সহ বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত, বন্য প্রাণী ও মানুষ উভয়েরই জীবন সংকটে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪০। বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে নাগরাকাটায় হামলার মুখে পড়েন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শংকর ঘোষ। বিজেপির অভিযোগ, ঘটনায় তৃণমূল জড়িত, তবে শাসক দলের পক্ষ থেকে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
ভাইরাল দাবি
একদল মানুষের তৃণমূলের কংগ্রেসের দলীয় পতাকা ও কালো পতাকা নিয়ে একটি কনভয়ের উপর হামলার ভিডিও সাম্প্রতিক হিসাবে শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে লেখেন, "উত্তরবঙ্গের মানুষ শুভেন্দুকে ঝাঁটা দিয়ে ওয়েলকাম করছে । উত্তরবঙ্গে এই কঠিন পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী নায়ক হতে চেয়ে ছিল, কিন্তু পাবলিক ভিলেন বানিয়ে দিল।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
১. ভিডিওটি পুরনো: আমরা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করে বন্যার পর উত্তরবঙ্গে গিয়ে তার উপর এমন কোনও হামলা সংক্রান্ত বিশ্বাসযোগ্য প্রতিবেদন পাইনি। তবে, ২০২৫ সালের ৫ অগাস্টে কোচবিহারে তার কনভয়ে হামলা নিয়ে একাধিক প্রতিবেদন পাই। এবিপি আনন্দ ও নিউজ ১৮ বাংলার নিউজ বুলেটিনে ভাইরাল ভিডিওর অনুরূপ দৃশ্য দেখা যায়।
এছাড়াও, আমরা লক্ষ্য করি ভাইরাল ভিডিওয় 'কোচবিহার' লেখা রয়েছে এবং 'উত্তরের সংবাদ ২৪x৭' লেখা একটি জলছাপও দৃশ্যমান। এই সূত্রগুলি ধরে, আমরা ফেসবুকে উত্তরের সংবাদ ২৪x৭ নামক একটি স্থানীয় সংবাদমাধ্যমের পেজে ৫ অগাস্ট, ২০২৫-এর পোস্টে ভাইরাল ভিডিওর একটি দীর্ঘতর সংস্করণ খুঁজে পাই। ওই পোস্টে ক্যাপশনে লেখা হয়, "কোচবিহারে শুভেন্দু অধিকারীর কনভয়ে হা*মলা, ভা*ঙলো গাড়ির কাঁচ।"
২. ঘটনা সংক্রান্ত প্রতিবেদন:
ইটিভি ভারতের ৫ অগাস্ট, ২০২৫-এর প্রতিবেদন থেকে জানা যায়, কলকাতা হাইকোর্টের নির্দেশে তৎকালীন বিজেপি বিধায়কদের উপর হামলার ব্যাপারে কোচবিহারের পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে খাগরাবাড়িতে হামলার মুখে পড়ে শুভেন্দু অধিকারীর কনভয়। কালো পতাকা নিয়ে একদল তৃণমূল কর্মী-সমর্থক 'জয় বাংলা' স্লোগান দিয়ে হামলা চালায়, ভাঙে কয়েকটি গাড়ির কাঁচ। গোটা ঘটনায় সেসময় প্রতিবাদে সরব হয় রাজ্য বিজেপি নেতৃত্ব।