সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে (Bangladesh) সেনাবাহিনীর কয়েকজন দুষ্কৃতীকে আটক করার ভিডিও শেয়ার করে ব্যবহারকারীরা দাবি করেছে,ন পশ্চিমবঙ্গের (West Bengal) মুর্শিদাবাদের (Murshidabad) মহম্মদপুর এলাকা থেকে ভারতীয় সেনার (Indian army) সন্ত্রাসবাদীদের (terrorists) গ্রেফতার করার দৃশ্য দেখা যায়।
বুম দেখে ভাইরাল ভিডিওটি আসলে ২০২৪ সালের অক্টোবর মাসের বাংলাদেশে তোলা এবং এর সঙ্গে মুর্শিদাবাদের সাম্প্রতিক হিংসার কোনও যোগ নেই। ঢাকার মহম্মদপুর-আদাবর এলাকায় বাংলাদেশ পুলিশ ও সেনার চালানো যৌথ অভিযানের ভিডিও এটি।
ভারতীয় সংসদে এবছর পাশ করা ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদ জানানোর সময় এপ্রিল মাসের ১১ ও ১২ তারিখ মুর্শিদাবাদের বেশ কিছু অঞ্চলে হিংসার ঘটনা ঘটে, প্রাণ হারায় তিন জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই জেলায় সেনা মোতায়েন করা হয়েছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতেই ৩:৪৯ সেকেন্ডের ভিডিওটি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি মুর্শিদাবাদের মহম্মদপুর এলাকার বলে দাবি করে, এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে লেখেন, "সেনাদের ভয়ে কাঁপছে সন্ত্রাসীরা, মহম্মদপুর, মুর্শিদাবাদ। খুব অবাক হতে হচ্ছে, পশ্চিমবঙ্গে হিন্দু সংগঠনের অভাব নেই, কোথায় তারা। কোথায় রাজনৈতিক সংগঠন। যদি এই মানুষ গুলো একত্রিত হয়ে চড়াও হয় তাহলে যে সমস্ত সন্ত্রাসীদের দেখা যাচ্ছে তারা পালাবার পথ খুঁজে পাবে না। হ্যাঁ এমন অনেক তথ্য সন্ত্রাসীদের কাথে গেছে, এই কাজ গুলো দোগলাদের ছাড়া সম্ভব না। সর্ব প্রথম অঞ্চলে অঞ্চলে দোগলাদের ধরে ধরে কেলানো উচিত। ইতিহাস সাক্ষী আছে বিশেষত পশ্চিমবঙ্গে দোগলাদের কারনে কত যন্ত্রণার কারন তৈরী হয়েছে।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম লক্ষ্য করে ভাইরাল ভিডিওয় দৃশ্যমান সেনাবাহিনীর গাড়ির নম্বর বাংলায় লেখা যা সাধারণত বাংলাদেশে দেখা যায়।
এরপর, আমরা লক্ষ্য করি ভাইরাল ভিডিওতে বাংলাদেশী সংবাদমাধ্যম বাংলা ভিশনের লোগো দেখা যায়। আমরা বাংলা ভিশনের ফেসবুক পেজে ২৯ অক্টোবর, ২০২৪ তারিখের পোস্টে ভাইরাল ভিডিওটি দেখতে পাই।
পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, ভিডিওটি বাংলাদেশের রাজধানী ঢাকার মহম্মদপুর এলাকায় সেনাবাহিনীর চালানো সাঁড়াশি অভিযানের।
আমরা এই ভাইরাল ভিডিওর স্ক্রিনশটসহ দ্য ডেইলি ক্যাম্পাসের ২০২৪ সালের ২৯ অক্টোবরে প্রকাশিত সেনাবাহিনী ও পুলিশের অভিযান সংক্রান্ত একটি প্রতিবেদন পাই।
প্রতিবেদন অনুসারে, ঢাকার মহম্মদপুরের জেনেভা ক্যাম্পে ২৮ অক্টোবর, ২০২৪ তারিখ রাতের বেলায় যৌথ অভিযানটি চালানো হয়। ওই অভিযানে, ২০ রাউন্ড গুলিসহ দুটি বিদেশি রিভলভার এবং আরও কিছু অস্ত্রসহ মোট সাতজনকে আটক করা হয়।