সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখা যায় একটি বিভ্রান্তিকর ভিডিও যেখানে বলা হয় অযোধ্যায় বহু বাঁদর দেখা গেছে রাম মন্দিরের উদ্বোধনের আগে।
বুম যাচাই করে দেখে এই ভাইরাল ভিডিও আসলে থাইল্যান্ডের, অযোধ্যার রাম মন্দিরের নয়।
রাম মন্দিরের উদ্বোধন খুব শীঘ্রই হতে চলেছে অযোধ্যায় যেখানে রাম জন্মভূমি ট্রাস্টের তরফে আমন্ত্রণ জানানো হয় বহু প্রভাবশালী ব্যক্তিত্বদের যাদের মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ, রতন টাটা, মুকেশ আম্বানি, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, রণবীর কাপুর, আলিয়া ভট্ট-সহ অন্যান্যরা।
এর মধ্যেই উঠে এলো একটি ভিডিও যেখানে অসংখ্য বাঁদরকে একসাথে দেখা যায় একটি রাস্তায় এবং তাদের কারণে গাড়ি চলাচলে বাঁধা পড়তে দেখা যায়। দাবি করা হয় এটি সম্প্রতি অযোধ্যার দৃশ্য। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ভিডিওটি পোস্ট করে ক্যাপশন হিসেবে লেখেন,"রাম লালার ভব্য মূর্তি অযোধ্যায় পৌঁছানোর খবর ছড়িয়ে পড়তেই প্রভু শ্রী রামচন্দ্রের বানরসেনা বিপুল সংখ্যক। অযোধ্যায় যেতে দেখা যাচ্ছে।"
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন। এই ভিডিওর আর্কাইভ এখানে দেখা যাবে।
তথ্য যাচাই
বুম ভিডিওর অংশগুলি রিভার্স সার্চ করায় প্রথমেই মার্চ ২০২০ সালের একটি প্রতিবেদন খুঁজে পায় যেখানে এই ভিডিওর অংশগুলি উপস্থিত থাকতে দেখা যায়। তাদের প্রতিবেদনে বলা হয় ভিডিওটি থাইল্যান্ডের যখন করোনাভাইরাসের কারণে পর্যটকদের ভীড় কমে যাওয়ার কারণে এই বাঁদররা পর্যাপ্ত খাবার পায়না।
আমরা একই পদ্ধতিতে দ্য সান সংবাদমাধ্যমেরও ২০২০ সালের একটি প্রতিবেদন খুঁজে পাই যার থেকে আন্দাজ করা যায় সোশ্যাল মিডিয়ার ভিডিওটি সাম্প্রতিক নয়।
এই সূত্র ধরে আমরা একটি কিওয়ার্ড সার্চ করায় গার্ডিয়ান নিউজ সংবাদমাধ্যমের যাচাই করা ইউটিউব চ্যানেলে এই একই ভিডিও খুঁজে পাই যেটি প্রকাশিত হয় ১৩ মার্চ ২০২০ তারিখে। ভিডিওর শিরোনামে বলা হয় এটি থাইল্যান্ডের একটি দৃশ্য।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
আমরা দ্য গার্ডিয়ান সংবাদমাধ্যমের এই ভিডিওর দৃশ্যের সাথে সোশ্যাল মিডিয়ায় উপস্থিত ভিডিওর একটি তুলনা করি যা নিচে দেখা যাবে।
দুটি ভিডিও দেখে বোঝা যায় প্রেক্ষাপটে বাড়ি এবং গাড়িটি একই ধরণের। এছাড়াও নির্মাণ করা গেটটির আকারও একই রকম বলে দেখা যায়। এর থেকে আমরা নিশ্চিত হতে পারি দুটি ভিডিও একই এবং এটি কোনও সাম্প্রতিক ঘটনা নয় যা সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়।
আমরা নেশন থাইল্যান্ড নামক সংবাদমাধ্যমের ওয়েবসাইটে ২০২০ সালের মার্চ মাসের একটি প্রতিবেদন লক্ষ্য করি যেখানে এই ঘটনার একটি ছবি দেখা যায় এবং এখানে বলা হয় এটি থাইল্যান্ডের লোপবুড়ি এলাকার স্যান ফ্রা কান শ্রাইনের দৃশ্য।
এরপর আমরা গুগল ম্যাপে এই জায়গাটি সংক্রান্ত একটি কিওয়ার্ড সার্চ করি এবং স্ট্রিট ভিউতে লক্ষ্য করি জায়গাটির সাথে ভাইরাল ভিডিওর মিল রয়েছে।
গুগল ম্যাপের লিংক এখানে দেখা যাবে।