Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

পশ্চিমবঙ্গে নতুন বন্দে ভারত এক্সপ্রেস চালুর দাবিতে ছড়াল ভুয়ো বিজ্ঞপ্তি

বুমকে পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেলের আধিকারিকরা নিশ্চিত করে জানান এমন কোনও বিজ্ঞপ্তি ভারতীয় রেলের তরফে প্রকাশ করা হয়নি।

By -  Shrey Banerjee |

8 Dec 2023 2:19 PM GMT

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক দাবিতে বলা হয় বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) এর নতুন এক রুট (New Route) শুরু হবে আসানসোল (Asansol-Puri) থেকে পুরী অবধি।

বুম যাচাই করে দেখে এই দাবি সঠিক নয়। আমরা কথা বলি পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেলের জনসংযোগ বিভাগের আধিকারিকদের সাথে যারা সরাসরি জানান এই তথ্য সম্পূর্ণ ভুয়ো।

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চলা শুরু হয়ে গেছে। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন গতিবেগ, আরামদায়ক বসার জায়গা ইত্যাদির জন্য যাত্রীদের কাছে ভারতীয় রেলের অন্যতম বিলাসবহুল ট্রেন হয়ে উঠেছে।

এরই মধ্যে একজন ব্যবহারকারী বিজ্ঞপ্তিটি পোস্ট করে লেখেন,"বাঁকুড়া দিয়ে যাবে নতুন বন্দে ভারত। আসানসোল পুরী বন্দে ভারত। সম্ভাব্য সময়সূচি।" ওই বিজ্ঞপ্তিতে দেখা যায় ওই এক্সপ্রেস ট্রেনের সময়তালিকার উল্লেখ করে দাবি করা হয় ট্রেনটি ছাড়বে আসানসোল থেকে এবং আদ্রা, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, বালেশ্বর, কটক, ভুবনেশ্বর হয়ে গন্তব্য পুরীতে পৌঁছবে।


এই পোস্টের আর্কাইভ এখানে দেখা যাবে।


তথ্য যাচাই

বুম প্রথমেই লক্ষ্য করে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ৪ টি রুট রয়েছে এবং কোনও নতুন রুটের কথা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়নি। এছাড়াও, বন্দে ভারত এক্সপ্রেসের নতুন রুটের ঘোষণা হলে তা নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত খবর দেখা যায় যা এই ক্ষেত্রে দেখা যায়নি যার থেকে আন্দাজ করা যায় সম্ভবতঃ এই বিষয়টি সঠিক নয়।

আমরা এরপর যোগাযোগ করি পূর্ব রেলের জনসংযোগ বিভাগের আধিকারিকের সাথে যিনি আমাদের বলেন এই উল্লেখ করা রুটের বিষয় প্রধানতঃ এখতিয়ার দক্ষিণ পূর্ব রেলের। পূর্ব রেলের তরফে এমন কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তিনি আরও বলেন যে পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ছড়ায়, সেটি সম্পূর্ণ ভুয়ো।

এরপর আমরা পূর্ব রেলের ফেসবুক পেজে একটি জরুরি সূচনাও লক্ষ্য করি যেখানে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার বিজ্ঞপ্তিটি উপস্থিত রয়েছে এবং তারা সেটিকে ভুয়ো বলে জানায়।


এই পোস্টের লিংক এখানে দেখা যাবে। 

যেহেতু পোস্টে উল্লিখিত ট্রেনের স্টপেজগুলির মধ্যে কিছু দক্ষিণ পূর্ব রেলের এখতিয়ারে পড়ে, আমরা কথা বলি তাদের জনসংযোগ বিভাগ দপ্তরের প্রধান পরিদর্শকের সাথে যিনি আমাদের বলেন এমন কোনও তথ্য তাদের কাছে এসে পৌঁছয়নি এবং এটি জানা গেলে সবার আগে সংবাদমাধ্যমেই তা জানান হত।

অর্থাৎ, রেলের আধিকারিকদের বিবৃতি থেকে স্পষ্ট বোঝা যায় সোশ্যাল মিডিয়ায় উঠে আসা দাবিগুলি সঠিক নয় এবং সাম্প্রতিককালে আসানসোল-পুরী রুটে কোনও বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের বিষয় সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়নি।


Related Stories