সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক পোস্টে দাবি করা হয় তফসিলি উপজাতি হওয়ার কারণে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (Droupadi Murmu) অযোধ্যার রাম মন্দির উদ্বোধনে নিমন্ত্রণ করা হয়নি।
বুম যাচাই করে দেখে ভাইরাল এই দাবিটি ভুয়ো। আমরা দেখি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের আগে মন্দির কমিটির তরফে আনুষ্ঠানিক ভাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
গত ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে উদ্বোধন হয় অযোধ্যার রাম মন্দির। দীর্ঘ আইনি লড়াই করে ২০১৯ সালে সুপ্রিম কোর্টের রায়ের পর শুরু হয় রাম মন্দির নির্মাণের কাজ। তবে রাম মন্দির উদ্বোধনের পরেও সেই উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে নানা বিতর্কের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে হিংসাত্বক ঘটনাও ঘটতে দেখা গেছে।
রাষ্ট্রপতি মুর্মুকে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি দাবি করে এক ফেসবুক ব্যবহারকারী লেখেন, "আসলে বিজেপি যে দলিত বিরোধী। তা আবার একবার প্রমাণ হল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তপশিলি উপজাতি। তাই রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পেলেন না।"
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন। এই পোস্টের আর্কাইভ এখানে দেখা যাবে।
তথ্য যাচাই
বুম যাচাই করে দেখে রাষ্ট্রপতি মুর্মুকে অযোধ্যার রাম মন্দির কমিটির তরফে গত ২২ জানুয়ারি হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নিমন্ত্রণ করা হয়েছিল।
আমরা এবিষয়ে সম্পর্কিত কীওয়ার্ড সার্চ করে সংবাদসংস্থা এএনআইয়ের একটি পোস্ট খুঁজে পাই যেখানে রাষ্ট্রপতি মুর্মুকে মন্দির কমিটির তরফে আমন্ত্রণ করার বিষয়ে রিপোর্ট করা হয়।
১২ জানুয়ারি, ২০২৪ তারিখে করা সংবাদসংস্থা এএনআইয়ের সেই রিপোর্টে বলা হয়, "রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আজ অযোধ্যা রাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র, বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক কার্যকরী সভাপতি অলোক কুমার এবং আরএসএস নেতা রাম লাল রাম মন্দির 'প্রাণ প্রতিষ্ঠা' অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন।"
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সেই রিপোর্টে রাম মন্দির কমিটির সেই আমন্ত্রপত্র গ্রহণ করতে দেখা যায়। পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
আমরা দেখতে পাই বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকেও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানানোর বিষয়টি ১২ জানুয়ারি পোস্ট করা হয়েছিল।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
এছাড়াও আমরা লক্ষ্য করি রাষ্ট্রপতি মুর্মু ২১ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের আগে এবিষয়ে প্রধানমন্ত্রী মোদীকে একটি খোলা চিঠি লেখেন। ওই চিঠিতে তিনি প্রধানমন্ত্রীকে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার জন্য নিজের শুভেচ্ছাবার্তা পাঠান এবং বলেন যে এই ঘটনা ভারতের পুনরুত্থানে একটি নতুন চক্রের সূচনা করবে।
সেই পোস্ট এখানে দেখা যাবে।