Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

না, অভিষেক ব্যানার্জি বলেননি নীরজ চোপড়ার স্বর্ণপদকের চেয়ে বেশি সোনা আছে তার স্ত্রীর কাছে; মন্তব্য সম্পাদিত

বুম দেখে এবিপি আনন্দের সোশ্যাল মিডিয়া পোস্টকে সম্পাদিত করে এটি তৈরী করা হয়েছে

By -  Shrey Banerjee |

29 Aug 2023 8:43 PM IST

তৃণমূল কংগ্রেসের বিভিন্ন দুর্নীতিকাণ্ডে নাম জড়িয়েছে পার্টির সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের এবং তার প্রভাব সোশ্যাল মিডিয়াতেও প্রবল ভাবে দেখা যাচ্ছে।

এর মধ্যেই সম্প্রতি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট যেখানে অভিষেক বন্দোপাধ্যায়ের ছবি উপস্থিত রয়েছে এবং দাবি করা হচ্ছে তিনি নীরজ চোপড়ার বিশ্ব চ্যাম্পিয়নশিপে জ্যাভেলিন থ্রোয়ে স্বর্ণপদক পাওয়া নিয়ে একটি তীব্র মন্তব্য করেছেন। ছবিতে এবিপি আনন্দের লোগো এবং ওয়েবসাইটের নামও রয়েছে যা ইঙ্গিত করছে হয়তো এই মন্তব্য তিনি এবিপি সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

বুম দেখে এই ছবিটি সম্পাদিত করা হয়েছে এবিপি আনন্দের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের একটি ছবি ব্যবহার করে।

যে পোস্টটি চর্চায় এসেছে, সেখানে লেখা রয়েছে,"নীরজ চোপড়া আজ অব্দি যত সোনার মেডেল জিতেছে তারচেয়ে বেশি সোনা আমার বৌ ব্যাগে নিয়ে ঘোরে: অভিষেক"। পোস্টে উপস্থিত রয়েছে অভিষেক বন্দোপাধ্যায়ের ছবি এবং এবিপি আনন্দের ওয়েবসাইট এবং লোগো।

এই পোস্টের লিংক দেখা যাবে এখানে


পোস্টের আর্কাইভ এখানে দেখা যাবে।     

তথ্য যাচাই 

আমরা প্রথমেই এই ছবিটি রিভার্স সার্চ করি এবং এবিপি আনন্দ (অনলাইনের) একটি প্রতিবেদন খুঁজে পাই যার লিংক দেখা যাবে এখানে


এই প্রতিবেদনে আমরা দেখি অভিষেক বন্দোপাধ্যায়ের একই পোশাক পড়া একটি ছবি এবং সেখানে তার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের র‌্যাগিং ঘিরে রহস্য মৃত্যুকান্ড এবং বিশ্ববিদ্যালয়ের সুরক্ষার পরিকাঠামোর উন্নয়ন করা নিয়ে কথা বলার একটি বিস্তারিত রিপোর্ট উপস্থিত আছে।

এই সূত্র ধরে আমরা কিওয়ার্ড সার্চের মাধ্যমে ফেসবুকে এবিপি আনন্দের অফিসিয়াল প্রোফাইলে একটি পোস্ট খুঁজে পাই যার লিংক দেখা যাবে এখানে

Full View

এই ছবিতে অভিষেক বন্দোপাধ্যায়ের ছবি সহ লেখা রয়েছে,"র‌্যাগিংমুক্ত ক্যাম্পাস অঙ্গীকার, আমরা সিসিটিভি লাগাবই : অভিষেক"।

এছাড়াও ইনস্টাগ্রামেও এবিপি আনন্দের অফিসিয়াল প্রোফাইলে আসল ছবিটি উপস্থিত রয়েছে যার লিংক দেখা যাবে এখানে। এই ছবি সহ এবিপি আনন্দের সেই র‌্যাগিং সংক্রান্ত প্রতিবেদনের লিংক ক্যাপশনে উপস্থিত রয়েছে।

বুম এই দুটি ছবিকে তুলনা করে দেখে এই পোস্টের সাথে ভাইরাল ছবিটি মিলে যাচ্ছে।


এছাড়াও আমরা সম্পর্কিত কীওয়ার্ড সার্চ করে কোনও বিশ্বাসযোগ্য সংবাদ প্রতিবেদনে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দোপাধ্যায়ের এমন মন্তব্য খুঁজে পাইনি।

এর থেকে নিশ্চিত করা যায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিটি যেখানে নীরজ চোপড়াকে নিয়ে অভিষেক মন্তব্য করেছে, সেটি সম্পাদিত।


Tags:

Related Stories