সোশ্যাল মিডিয়ায় একটি রাজনৈতিক পোস্টার (Political Poster) ছড়িয়ে পড়তে দেখা যায় যেখানে রাজনৈতিক ব্যক্তিদের (Politicians) ছবিগুলি কুরুচিপূর্ণ ভাবে সম্পাদনা করে বিজ্ঞপ্তি (Billboard) হিসেবে প্রকাশ করা হয়।
বুম দেখে এই পোস্টারটি কোনও রাজনৈতিক পার্টির তৈরী নয়, এটি ৩ নভেম্বর, ২০২৩ তারিখে মুক্তি পাওয়া কীড়া কোলা নামক এক তেলুগু ছবির দৃশ্য।
যে ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেখানে দুটি মানুষের মুখ দেখা যায় কিন্তু সেটি কুরুচিপূর্ণ ভাবে সম্পাদনা করে প্রকাশিত করা হয়। পোস্টারে নিচের দিকে তেলুগু ভাষায় কয়েকটি শব্দ লেখা থাকে যার থেকে আন্দাজ করা যায় এটি সম্ভবত দক্ষিণ ভারতের কোনও রাজনৈতিক পোস্টার।
এই পোস্টারটি নিয়ে ব্যাঙ্গ এবং রসিকতা করতে দেখা যায় অনেককেই এবং একটি ফেসবুক পেজ ছবিটি শেয়ার করে লেখে,"পোস্টার দেখে আমি শিহরিত।"
এই পোস্ট দেখা যাবে এখানে। এই পোস্টের আর্কাইভ এখানে দেখা যাবে।
তথ্য যাচাই
আমরা প্রথমেই এই পোস্টারের লেখাগুলির একটি অনুবাদ করি এবং আন্দাজ করতে পারি এটি দক্ষিণ ভারত সংক্রান্ত কোনও পোস্টার কারণ যে ভাষায় পোস্টারের তলায় লেখাগুলি উপস্থিত রয়েছে, সেগুলি তেলুগুতে লেখা হয়।
এরপর আমরা রিভার্স ইমেজ সার্চ করায় ইউটিউবের একটি ভিডিও খুঁজে পাই যেখানে কীড়া কোলা নামক এক তেলুগু ছবির উল্লেখ দেখা যায়। এই ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ কিওয়ার্ড থেকে আমরা বুঝতে পারি ভিডিওতে কীড়া কোলা নামক ছবির প্রেক্ষাপটের বিষয় বলা হয়। এই ভিডিওতে ১৪'তম সেকেন্ডে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া পোস্টারটি দেখা যায় যার থেকে আন্দাজ করা যায় এটি কোনও ছবির দৃশ্য।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
এরপর ইউটিউবে একটি কিওয়ার্ড সার্চ করায় আমরা সারেগামা তেলুগু চ্যানেলে কীড়া কোলা নামক ছবির ট্রেলার খুঁজে পাই যেটি আপলোড করা হয় ১৮ অক্টোবর ২০২৩ তারিখে। এই ভিডিওর ১ মিনিট ৩০ সেকেন্ডে ভাইরাল পোস্টারটি দেখা যায় এবং দৃশ্যগুলি থেকে বোঝা যায় ছবিতেও এই পোস্টারটি ব্যাঙ্গ করার জন্যই তৈরী করা হয়।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
আইএমডিবি ওয়েবসাইট থেকে জানা যায় কীড়া কোলা হল এক অ্যাকশন, ক্রাইম এবং কমেডি ধারার তেলুগু ছবি যার পরিচালনা করেন থরুন ভাস্কর ধাস্যাম। এই ছবিতে অভিনয় করেন ব্রহ্মানন্দ, হরি কান্থ, রঘু রাম ছাড়াও অন্যান্যরা। ছবিটি মুক্তি পায় ৩ নভেম্বর ২০২৩ তারিখে।
এই ছবি সংক্রান্ত দ্য হিন্দুর সংবাদমাধ্যমের এক প্রতিক্রিয়ায় বলা হয় এটি দর্শকদের আঁকড়ে ধরে রাখার মতন এক হাস্যময় ছবি এবং এতে বহু দার্শনিক চিন্তাও উপস্থিত থাকতে দেখা যায়।