Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

অমর্ত্য সেনের মৃত্যু নিয়ে সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় ছড়াল ভুয়ো খবর

বুম কথা বলে অমর্ত্য সেনের মেয়ের সাথে এবং তিনি এই দাবিটি সম্পূর্ণ মিথ্যে বলে জানান

By -  Shrey Banerjee |

10 Oct 2023 7:55 PM IST

নোবেল স্মারক পুরস্কারপ্রাপ্ত (Nobel Prize) ভারতীয় এবং বাঙালি অর্থনীতিবিদ (Economist) অমর্ত্য সেনের মৃত্যু (Amartya Sen's Death) নিয়ে ভুয়ো খবর ছড়াল সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায়

বুম কথা বলে অমর্ত্য সেনের মেয়ে নন্দনা সেনের সাথে, যিনি আমাদের বলেন এই খবরটি সম্পূর্ণ মিথ্যে এবং তার বাবা সুস্থ আছেন।

অমর্ত্য সেন ১৯৯৮ সালে অর্থনীতির পারদর্শীতার জন্য নোবেল পুরস্কার বিজয়ী হন। তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে শিক্ষা অর্জন করেছেন এবং শিক্ষকতাও করেছেন। তাঁর মৃত্যু নিয়েই এবার উঠে এলো সোশ্যাল মিডিয়ায় এবং সংবাদমাধ্যমে ভুয়ো দাবি।

অমর্ত্য সেনের মৃত্যুকে ঘিরে একটি এক্স-এর টুইট ছড়িয়ে পরে হোয়াটস্যাপেও যার লিংক এখানে দেখা যাবে। 


এই পোস্টের আর্কাইভ এখানে দেখা যাবে।

বাংলা সংবাদমাধ্যম এশিয়ানেট বাংলায় তাঁর মৃত্যু নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত করে যার শিরোনামে লেখা, "নোবেল পুরস্কারপ্রাপ্ত অমর্ত্য সেন প্রয়াত, ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ।" এই প্রতিবেদনের লিংক এখানে দেখা যাবে।


এই প্রতিবেদনের একটি আর্কাইভ দেখতে এখানে ক্লিক করুন।

অমর্ত্য সেনের মৃত্যুর প্রতিবেদন প্রকাশিত হয় ইংরেজি সংবাদমাধ্যমগুলিতেও, যার মধ্যে রয়েছে দ্য টাইমস অফ ইন্ডিয়া, ফ্রি প্রেস জার্নাল, জি নিউজ, ডেক্কান ক্রনিকেল এবং সিয়াসত নিউজ। এছাড়া, সংবাদসংস্থা পিটিআই কেও এই বিষয় টুইট করতে দেখা যায়।


 এই টুইটের আর্কাইভ এখানে দেখা যাবে।

কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্ক্সবাদী) নেতা এবং আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য্যও অমর্ত্য সেনের মৃত্যুসংবাদ নিয়ে ফেসবুকে পোস্ট করেন। তিনি লেখেন,"অমর্ত্য সেনের প্রয়ান সংবাদে মর্মাহত | বিশ্বজয়ী বাঙালী বুদ্ধিজীবী দের অন্যতম অধ্যাপক সেন,মানবাধিকার রক্ষার সতর্ক প্রহরী | তাঁর মৃত্যুতে এক অপূরণীয় শূন্যস্থান তৈরী হল। ভারত যথার্থই তাঁর রত্ন হারাল।"


এই পোস্টের লিংক এখানে দেখা যাবে এবং তার আর্কাইভ এখানে দেখা যাবে।

অবশ্য তারপরে তিনি এই মৃত্যুসংবাদের পোস্ট কে সংশোধন করে লেখেন,"অমর্ত্য সেন কে নিয়ে গুজবের শিকার হওয়ার জন্য দু:খিত।"




তথ্য যাচাই 

আমরা প্রথমেই অমর্ত্য সেনের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্ঠা করি। বুমকে তার মেয়ে নন্দনা দেব সেন জানায়,"আমি এই বিষয় সোশ্যাল মিডিয়ায় আগেই পোস্ট করেছি। এই খবরটি সম্পূর্ণ মিথ্যে। আমার বাবা সুস্থ আছেন।"

এই সূত্র ধরে আমরা নন্দনা দেব সেনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে এই সংক্রান্ত পোস্ট খুঁজে পাই। তিনি ইনস্টাগ্রামে তার বাবা অমর্ত্য সেনের সাথে একটি ছবি পোস্ট করে ইংরেজিতে লেখেন,"বন্ধুরা, আপনাদের উদ্বেগের জন্য ধন্যবাদ কিন্তু এটা ভুয়ো খবর: বাবা পুরোপুরি ভালো আছেন। আমরা সম্প্রতি কেমব্রিজে একসাথে একটি দুর্দান্ত সপ্তাহ কাটিয়েছি। গত রাতে যখন আমরা ট্রেন স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম তখন তার আলিঙ্গন বরাবরের মতোই শক্তিশালী! তিনি হার্ভার্ডে সপ্তাহে দুটি কোর্স পড়াচ্ছেন, তার বই নিয়ে কাজ করছেন - আগের মতোই ব্যস্ত!"

এই পোস্টের লিংক এখানে দেখা যাবে।  

তিনি এক্সেও একই ধরণের একটি পোস্ট করেন তার বাবার সুস্থতার বিষয় সকলকে জানানোর জন্য।




Tags:

Related Stories