Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

উত্তরাখণ্ডের সুড়ঙ্গ দুর্ঘটনার উদ্ধারকারীদের AI-এর তৈরী ছবি ছড়াল

বুম দেখে এই ছবি আসল উদ্ধারকারীদের নয়, কৃত্তিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে তৈরী করা হয়

By -  Shrey Banerjee |

29 Nov 2023 10:31 AM GMT

সম্প্রতি উত্তরকাশিতে (Uttarkashi) সুড়ঙ্গে ফেঁসে থাকা শ্রমিকদের (Workers) সফল উদ্ধারকাজের (Rescue Work) পরে উদ্ধারকারীদের এক ছবি ছড়ায় সোশ্যাল মিডিয়ায় এবং সংবাদমাধ্যমে। দাবি করা হয় ছবিতে যে দলকে দেখা যাচ্ছে তারা ৪১ জন শ্রমিককে সফল ভাবে সুড়ঙ্গ থেকে উদ্ধার করেছেন।

বুম দেখে এই ছবি কৃত্তিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে তৈরী করা হয় এবং এর সাথে বাস্তব চিত্রের কোনও সম্পর্ক নেই। দেখা যায় এই ছবি এক্সক্লুসিভ মাইন্ডস নামক এক্স (প্রাক্তনে টুইটার) প্রোফাইলে পোস্ট করা হয় এবং তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় এবং সংবাদমাধ্যমে ভাইরাল হতে দেখা যায়।

উত্তরকাশির সুড়ঙ্গে ৪১ জন শ্রমিক আটকে ছিলেন বেশ কিছুদিন ধরে এবং তাদের জন্য উদ্ধারকারীরা বিভিন্ন কৌশল ব্যবহার করছিল।  শেষ অব্দি উদ্ধারপ্রক্রিয়া সফল হয় এবং শ্রমিকদের সুড়ঙ্গ থেকে উদ্ধার করা যায়। 

এই বিষয় বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় এবং সংবাদমাধ্যমে দেখা যায় যার মধ্যে একটি ছবি ব্যাপক ভাবে ভাইরাল হয়। এই ছবি একজন ব্যবহারকারী পোস্ট করে লেখেন,"বিজয়ী ভবঃ গত ১৭ দিন ধরে উত্তরকাশী টানেল ধসে আটকে পড়া উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে সুস্থ ভাবে উদ্ধার করে আনা হল ৪১ জন শ্রমিককেই। এই উদ্ধার কার্যের সঙ্গে যুক্ত সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা।"


এই ছবি দেখতে এখানে ক্লিক করুন। এই পোস্টের আর্কাইভ এখানে দেখা যাবে।

এই ছবি বেশ কিছু সংবাদমাধ্যমেও দেখা যায় যেমন দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস এবং তার কৃতিত্ব দেয় পিটিআই সংবাদমাধ্যমকে।



এই ছবি শেয়ার করেন বিজেপি নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর, অন্যান্য কিছু উদ্ধারকাজের দৃশ্যের সাথে।



এই টুইট এখানে দেখা যাবে এবং তার আর্কাইভ দেখতে এখানে ক্লিক করুন।


তথ্য যাচাই 

বুম দেখে এই ছবিতে বেশ কিছু বেমানান তথ্য রয়েছে যেমন, চোখের আকার, হাতের আঙুলে অসঙ্গতি রয়েছে যার থেকে আন্দাজ করা যায় এই ছবিটি সম্ভবত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রয়োগ করে তৈরী করা হয়। ছবির অসঙ্গতিগুলি নীচে দেখা যাবে:


ডিজিটাল ট্রেন্ডসের একটি প্রতিবেদন অনুযায়ী, কৃত্তিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে যে ছবি তৈরী করা হয়, সেখানে চোখ, আঙ্গুল, এবং মুখের কিছু অসঙ্গতি দেখা যায় যা এই ভাইরাল ছবির ক্ষেত্রে দেখা যায়। এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির এক অপূর্ণতা বলা যেতে পারে।

আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পদ্ধতি যাচাইয়ের কিছু ওয়েবসাইট যেমন হাইভ মডারেটর এবং এআই ওর নটে এই ছবিটি আপলোড করি। এই দুটি ওয়েবসাইটের প্রযুক্তির সাহায্যে যাচাই করে জানানো হয় ছবিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পদ্ধতিতেই তৈরী।




এছাড়াও আমরা এক্সক্লুসিভ মাইন্ডস নামক এক্স প্রোফাইলের পোস্টে এই ছবি দেখতে পাই এবং সেখানে তারা উল্লেখ করেছেন এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রয়োগ করে তৈরী করা হয়।


এই পোস্ট দেখতে এখানে ক্লিক করুন। 

আমরা লক্ষ্য করি পিটিআই নিজেদের এক প্রতিবেদনে ছবিটি ব্যবহার করে এবং তারপর থেকেই অন্যান্য সংবাদমাধ্যমরা তাদের কৃতিত্ব দিয়ে ছবিটি নিজেদের প্রতিবেদনে প্রকাশিত করে।


বুম যোগাযোগ করে পিটিআইয়ের এক সূত্রের সাথে যিনি আমাদের জানান ছবিটি প্রতিবেদনে ব্যবহার করা একটা অসাবধানতাবসত ভুল এবং তারা এই ছবিটি রাজ্যবর্ধন রাঠোরের প্রোফাইলের পোস্ট থেকেই সংগ্রহ করে। এই সূত্রের নাম প্রকাশ করা যাবেনা কারণ তাদের জনসমক্ষে কথা বলার নির্দেশ নেই।

উত্তরাখণ্ডের সুড়ঙ্গের উদ্ধারকাজের আসল কিছু ছবি এবং ভিডিও নিচে দেখা যাবে: 





 

 



Related Stories