আন্তর্জাতিক ফুটবল (Football) তারকা খেলোয়াড় লিওনেল মেসির (Lionel Messi) ইংরেজি ভাষায় সাংবাদিক বৈঠকে কথা বলার এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দাবি করা হয়, ভাইরাল এই ভিডিওতে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনীয় এই তারকাকে ইংরেজিতে কথা বলতে শোনা যায়।
বুম যাচাই করে দেখে ভিডিওটি সম্পাদিত। আসল ভিডিওতে মেসিকে স্প্যানিশ ভাষায় সাংবাদিক বৈঠক করতে লক্ষ্য করা যায়।
দীর্ঘ সময় পরে গত বছর লিওনেল মেসির নেতৃত্বে বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা। কিছু মাস আগেই বিশ্বখ্যাত এই ফুটবলার তার ছোটবেলার ক্লাব বার্সেলোনা ছেড়ে ইন্টার মায়ামিতে যোগদান করেন। ওই ক্লাবের হয়েই করা সাংবাদিক সম্মেলনের এক অংশ সম্প্রতি মেসি ইংরেজিতে কথা বলেছেন দাবি করে ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে।
এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি পোস্ট করে লেখেন,"আমি তো অবাক,,,১৭ বছর পরে লিওর মুখে ইংরেজি শুনলাম,,,লিও মেসি যখন ইংরেজিতে কথা বলেন, আপনিও শোনোন,,,Leo Messi #pn1743#ভালবাসি_লিও_মেসি"।
ওই পোস্টের আর্কাইভ এখানে দেখা যাবে।
তথ্য যাচাই
বুম প্রথমে ভাইরাল ভিডিওটির কিছু অংশকে ভেঙে তার ফ্রেমগুলি রিভার্স সার্চ করায় ১৮ অগস্ট, ২ ০২৩ তারিখে আপলোড করা এক ইউটিউব ভিডিও খুঁজে পায়। ওই ভিডিওতে মেসিকে ভাইরাল ভিডিওর অনুরূপ একই পোশাক পড়তে ও তার পিছনে একই ব্যানারের ছবি দেখতে পাওয়া যায়।
ওই ভিডিওর শিরোনাম ও বিবরণ থেকে জানা যায় তা হল এক সাংবাদিক বৈঠকের ভিডিও। কিন্তু এই ভিডিওতে তাকে স্প্যানিশ ভাষায় কথা বলতে দেখা যায় ও সাংবাদিকদের ইংরেজি প্রশ্নের উত্তরও স্প্যানিশ ভাষায় দিতে তাকে লক্ষ্য করা যায়। ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে।
এই সূত্র ধরে আমরা এরপর সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করে ইন্টার মায়ামি ফুটবল ক্লাবের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ওই সাংবাদিক বৈঠকের অংশটি খুঁজে পাই। দেখা যায়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওর সাথে তার মিল রয়েছে।
ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে।
সিবিএস মায়ামি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর ১৮ অগস্ট, ২০২৩ তারিখে মেসি প্রথম সেখানে সাংবাদিক সম্মেলন করেন।
এরপর আমরা স্পোর্টসকীড়া নামক সংবাদমাধ্যমের ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে প্রকাশিত এক প্রতিবেদন খুঁজে পাই যেখানে এই ভিডিও কৃত্তিম বুদ্ধিমত্তা তথা এআইয়ের সাহায্যে তৈরী বলে রিপোর্ট করা হয়।
ওই প্রতিবেদন থেকে জানা যায় এআই ব্যবহার করে ভিডিওটি তৈরী করেছেন জাভি ফার্নান্দেজ নামক এক ইন্টারনেট ব্যবহারকারী।
এই সূত্র ধরে আমরা জাভি ফার্নান্দেজের এক্স (আগে টুইটার হিসেবে পরিচিত) প্রোফাইলটি খুঁজে পাই। তিনি সেখানে ১১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে করা এক পোস্টে এআই প্রয়োগ করে ভিডিওটি তৈরি করেছেন বলে উল্লেখ করেন।
স্প্যানিশ ভাষায় ওই ভিডিওর সাথে ক্যাপশনের সারমর্ম হল কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্যে ইংরেজিও বলা সম্ভব।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।