কঙ্গোর (Congo) গোমার একটি হ্রদে এক যাত্রীবাহী নৌকোর ডুবে (Boat Capsized) যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়া শেয়ার করে ভুয়ো দাবি করা হচ্ছে ঘটনাটি গোয়ার (Goa)।
বুম যাচাই করে দেখে ভিডিওতে দেখতে পাওয়া দুর্ঘটনাটি পূর্ব কঙ্গোর যেখানে ৩ অক্টোবর লেক কিভুতে ২৭৮ যাত্রী সহ একটি নৌকো ডুবে যায়। এখনো পর্যন্ত এই দুর্ঘটনায় ৭৮ মারা গেছে বলে জানা যায়।কঙ্গোর (Congo) গোমার একটি হ্রদে এক যাত্রীবাহী নৌকোর ডুবে (Boat Capsized) যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়া শেয়ার করে ভুয়ো দাবি করা হচ্ছে ঘটনাটি গোয়ার (Goa)।
৩৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় একটি ভিড় উপচে পড়া নৌকো ডুবে যাচ্ছে। ভিডিওটি ফেসবুকে শেয়ার করে তার ক্যাপশনে লেখা হচ্ছে, “গোয়া দুর্ঘটনায় কাল ২৩ জনের মৃতদেহ উদ্ধার ৪০ জনকে উদ্ধার করা হয়েছে এবং ৬৪ জন নিখোঁজ রয়েছে। ওভারলোডিংয়ে নৌকার মালিকের লোভ, যাত্রীদেরও অতিরিক্ত আস্থা। খুবই দুঃখজনক, দুঃখজনক।”
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে ও এখানে।
ফ্যাক্ট চেক
বুম গুগলে কীওয়ার্ড সার্চ করলে গোয়া পুলিশের এক্সে করা একটি পোস্ট খুঁজে পাই যেখানে পুলিশ জানাই, ভাইরাল হওয়া ভিডিওটি আফ্রিকার কঙ্গোর, গোয়ার নয়।
আমরা আরও দেখতে পাই ওই একই ভাইরাল ভিডিও অ্যাসোসিয়েটেড প্রেস (AP) ৪ অক্টোবর ইউটিউবে আপলোড করে তার শিরোনামে লিখে, “ভিডিওতে পূর্ব কঙ্গোতে নৌকা ডুবির মুহূর্তের দৃশ্য দেখা যাচ্ছে, অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে”
(ইংরেজিতে মূল ক্যাপশন, “Video shows moment boat sinks in eastern Congo, killing at least 78”)
অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, নৌকোটি ২৭৮ যাত্রী নিয়ে উত্তর কিভু প্রদেশের গোমার দিকে যাচ্ছিল। অন্তত ৭৮ জন যাত্রী মারা গেছে এবং নিখোঁজ অনেকে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন জানতে পারা যাই, যখন দুর্ঘটনাটি ঘটে তখন নৌকোটি গোমার কিটুকু বন্দরে নোঙ্গর করতে যাচ্ছিল। রয়টার্সও এই একই খবর প্রকাশ করে।