Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

পাকিস্তানকে নিয়ে ট্রাম্পের মস্করা বলে ভাইরাল পুরনো, অসম্পর্কিত ভিডিও

বুম দেখে ভাইরাল ভিডিও ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ট্রাম্পের দেওয়া একটি বক্তব্যের অংশ যেখানে তিনি মার্কো রুবিওকে নকল করছিলেন।

By - Srijanee Chakraborty | 30 April 2025 5:58 PM IST

সম্প্রতি ভুয়ো দাবিসহ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) জনসভার একটি পুরনো ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam terrorist attack) পর ভারতের সিন্ধু জল চুক্তি স্থগিত করার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে, ভিডিওটি শেয়ার করে ব্যবহারকারীরা দাবি করেন, ভিডিওয় ট্রাম্প পাকিস্তানে (Pakistan) জলের অভাব (water crisis) নিয়ে মজা করছেন। 

১৭ সেকেন্ডের ভাইরাল ক্লিপে ট্রাম্পকে প্রথমে হাঁপাতে হাঁপাতে ইংরেজিতে "আমার জল প্রয়োজন, আমাকে সাহায্য করো। আমার জল প্রয়োজন, সাহায্য করো!" বলতে শোনা যায়। ভিডিওর পরবর্তী অংশে তাকে হাতে একটি প্লাস্টিকের বোতল থেকে জল পান করার পাশাপাশি কিছুটা জলও ফেলতে দেখা যায়। 

বুম দেখে ভাইরাল দাবিটি ভুয়ো এবং ভারত বা পাকিস্তান কোনও দেশের সাথেই সম্পর্কিত নয়। ক্লিপে ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে আমেরিকার টেক্সাসের একটি জনসভায় ট্রাম্পের দেওয়া বক্তব্যের অংশ দেখা যায়। ওই সময় ট্রাম্প রিপাবলিকান পার্টির ফ্লোরিডার সেনেটর মার্কো রুবিওকে নকল করেছিলেন । 

২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে এক স্থানীয় ও ২৫ জন পর্যটকদের হত্যা করে জঙ্গিরা। এই হামলায় প্রাথমিক তদন্তে পাকিস্তানি জঙ্গি জড়িত ছিল জানা গেলে, ভারত ওই দেশের বিরুদ্ধে বিভিন্ন কূটনৈতিক পদক্ষেপ নেয়। পাকিস্তানে চেনাব নদীর জল যাওয়া বন্ধ করার পরিপ্রেক্ষিতে সমাজমাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়। 

এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "ভারত পাকিস্তানে জল দেয়া বন্ধ করে দেয়ার পর পাকিস্তান কে নিয়ে মজা করল ডোনাল্ড ট্রাম্প।"


পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে। 

তথ্য যাচাই

পাকিস্তান নয়, মার্কো রুবিওকে নকল করছিলেন ট্রাম্প

বুম ভাইরাল ভিডিওর রিভার্স ইমেজ সার্চ করে ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত সংবাদমাধ্যমের রিপোর্টে একই ভিডিও দেখতে পায়। প্রতিবেদনগুলি থেকে জানা যায় ট্রাম্প সেসময় তার রাষ্ট্রপতি পদের প্রতিদ্বন্দ্বী মার্কো রুবিওকে নকল করছিলেন ভিডিওতে। 

সিএনএনের ইউটিউব চ্যানেলে ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারির রিপোর্টে ভাইরাল ভিডিওয় ট্রাম্পের ভাষণের একটি দীর্ঘতর সংস্করণ দেখা যায়।

Full View

ট্রাম্প বলেন, "যখন প্রেসিডেন্ট ওবামার বক্তৃতার প্রত্যুত্তর মার্কোকে করতে দেওয়া হয়েছিল, আপনাদের সেই সর্বনাশটা মনে আছে? আর তিনি এরকম করছিলেন...।" এরপর, ট্রাম্প হাঁপিয়ে যাওয়ার অভিনয় করে বলেন, "আমার জল প্রয়োজন, আমাকে সাহায্য করো। আমার জল প্রয়োজন, সাহায্য করো!"— যেমন ভাইরাল ভিডিওয় দেখা যায়। এর সঙ্গে ট্রাম্প যোগ করেছিলেন, "এবং এটি লাইভ টেলিভিশনে হচ্ছে" যা ভাইরাল ক্লিপ থেকে সম্পাদনা করে বাদ দেওয়া হয়েছে। তারপরই তিনি একটি জলের বোতল থেকে আশেপাশে কিছুটা জল ফেলে, অল্প জল পান করে বলেন, "এটি রুবিও।" 

ভাইরাল ক্লিপ থেকে ট্রাম্পের মার্কো রুবিওর নাম উল্লেখ করা জায়গাগুলি সম্পাদনা করে বাদ দিয়ে ভুয়ো দাবিটি করা হয়েছে। 

ট্রাম্প কোন ঘটনার নকল করছিলেন?

২০১৩ সালের ফেরব্রুয়ারিতে, তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার স্টেট অফ দ্য ইউনিয়ন বা রাষ্ট্রের অবস্থা সম্পর্কিত ভাষণের প্রত্যুত্তর রিপাব্লিকান পার্টির তরফ থেকে করেছিলেন মার্কো রুবিও। বক্তব্যের মাঝখানে গরমে নাজেহাল রুবিও ক্যামেরা থেকে প্রায় সরে গিয়ে একটি জলের বোতল নিয়ে জল পান করে আবার তার বক্তব্যে ফিরে যান। রুবিওর ভাষণের মাঝখানে জল খাওয়া নিয়ে সেসময় প্রচুর চর্চাও হয়। 

২০১৬ সালে ট্রাম্প তার ভাষণে তৎকালীন প্রতিদ্বন্দ্বী রুবিওর এই কাণ্ডকেই নকল করেছিলেন।

Tags:

Related Stories