উত্তরপ্রদেশের শাহজাহানপুরের (Shahjahanpur) সদর বাজার (Sadar Bazar) থানা এলাকায় এক ব্যক্তিকে লাঠি দিয়ে পেটানোর (thrashed) ভিডিও সোশাল মিডিয়ায় ভুয়ো দাবি সহ ছড়ানো হচ্ছে। ভিডিওটি ফেসবুকে পোস্ট করে দাবি করা হচ্ছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) রেওয়া পঞ্চায়েত সচিব (panchayat secretary) তোলা (bribes) না দেওয়ায় বিজেপি নেতারা তাঁকে মারধর করে।
বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিওটি মধ্যপ্রদেশের রেওয়া পঞ্চায়েত সচিবকে মারধর করার ঘটনা নয়। উত্তরপ্রদেশের শাহজাহানপুরে প্রতীক তিওয়ারির থেকে ধার নেওয়ার পর চম্পট দেওয়ায় নিখোঁজ ব্যক্তির পরিচিতকে বেধড়ক মারধর করে সে।
ফেসবুকে পোস্ট করা ১ মিনিট ৪৫ সেকেন্ডের ভিডিওটিতে ঘরের ভেতর এক গেরুয়া উত্তরীয় পরা ব্যক্তি এক ব্যক্তিকে লাঠি দিয়ে মরধর করছে দেখা যায়। হিন্দিতে কথা-বার্তা বলতে শোনা যায় ওই ভিডিওতে। ঘরটির দেওয়ালে বিজেপির দলীয় প্রতীক কমলা পদ্মফুল রয়েছে।
ভিডিওটি পোস্ট করে ফেসবুকে ক্যাপশন লেখা হয়, "মধ্যপ্রদেশের রেওয়াতে পঞ্চায়েত সচিব তোলা না দেওয়াতে বিজেপির সতেজ নেতা বিজেপির পার্টি অফিসে ডেকে এনে বেধারক মার ও হেনস্থা করে এই হলো দেশের বিজেপির সবকা সাথ সবকা বিকাশের নমুনা, তোলাবাজ বিজেপি হাটাও দেশ বাঁচাও,"
ভিডিওটি দেখুন এখানে।
আরও পড়ুন: সরকার কি সব রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণ করছে? একটি তথ্য যাচাই
তথ্য যাচাই
বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিওটি মধ্যপ্রদেশের রেওয়া পঞ্চায়েত সচিবকে বিজেপি নেতার মারধর করার ভিডিও নয়।
বুম ভিডিওটির মূল ফ্রেমগুলি গুগলে রিভার্স ইমেজ সার্চ করে দেখে এই একই ভিডিও এপ্রিল ২০২২ সমাজবাদী পার্টির (Samajwadi Party) টুইটার হ্যান্ডেল থেকে টুইট করা হয়ছে। ওই টুইটে দাবি করা হয়, ঘটনাটি উত্তর প্রদেশের (Uttar Pradesh) শাহজানপুরের (Shahjahanpur)। মারধর করা ব্যক্তিকে বিজেপি নেতা বলে উল্লেখ করা হয়। টুইটে ট্যাগ করা হয় সাহাজাহানপুুরের পুলিশ সুপারকে।
বুম দেখে সেসময় উত্তরপ্রদেশের শাহজাহানপুর পুলিশের টুইটার হ্যান্ডেল থেকে ভাইরাল হওয়া ভিডিও সম্পর্কে ১৬ এপ্রিল, ২০২২ নগর পুলিশের সুপার একটি বাইট পোস্ট করা হয়। এসপি সিটি জানান যে মারধর করা ব্যক্তির নাম প্রতীক তিওয়ারি এবং মার খাওয়া ব্যক্তির নাম রাজু ভরদ্বাজ। সদর বাজার থানার অধীন এই ঘটনা ঘটে বলে উল্লেখ করা হয় টুইটে।
थाना सदर बाजार क्षेत्र मे "व्यक्ति द्वारा डण्डे से अन्य व्यक्ति की पिटाई किये जाने का वीडियो वायरल होने तथा कार्यवाही" के सम्बन्ध मे श्री संजय कुमार, अपर पुलिस अधीक्षक नगर @SPcitysha की बाइट।#UPPolice @Uppolice pic.twitter.com/MKytYegSNr
— SHAHJAHANPUR POLICE (@shahjahanpurpol) April 16, 2022
হিন্দি গণমাধ্যম অমর উজালাতে ১৬ এপ্রিল প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রাজু ভরদ্বাজের বাড়ি হুসেইপুরাতে। ১৩ মার্চ ২০২২ সাউথ সিটি কলোনীর বাসিন্দা প্রতীক রাজুকে ডেকে পাঠায় অগ্নিবেশ গুপ্তর বাড়িতে। পরে প্রতীকের সহযোগীরা রাজুকে মারধর করে। প্রতীক সহ ৫ জনের বিরুদ্ধে কেস নথিভুক্ত করে সদর বাজারের পুলিশ।
প্রতীকের টাকা নিয়ে চপ্পট দেওয়া এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসাবদের জন্য রাজুকে ডেকে পাঠিয়ে মারধর করে দলবল সহ প্রতীক। কয়েকজনকে গ্রেফাতার করা হয়েছে বলে শাহাজাহানপুরের পুলিশ টুইটে জানায়।
তবে হামলাকারিদের সঙ্গে বিজেপির (BJP) নেতার কোনও যোগ আছে কিনা তা বুমের পক্ষে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে কুউন্ট হিন্দি ও নিউজ ১৮ হিন্দির প্রতিবেদন পড়ুন এখানে ও এখানে।
বুম হিন্দি একই ভিডিও ২০২২ সালের এপ্রিল মাসে তথ্য-যাচাই করেছে।
আরও পড়ুন: খেলা হবে দিবস: বিভ্রান্তি সহ ছড়াল ফুটবল খেলায় বিপত্তির পুরনো ভিডিও