Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

আমেরিকার হাতে বন্দি মাদুরো: ভাইরাল একাধিক AI নির্মিত ছবি, ভিডিও

বুম বন্দি অবস্থায় মাদুরোর ভাইরাল ছবি ও ভিডিও এআই যাচাইকারী টুলে পরীক্ষা করে নিশ্চিত হয় সেগুলি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।

By -  Srijanee Chakraborty |

5 Jan 2026 6:26 PM IST

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভেনেজুয়েলার (Venezuela) প্রেসিডেন্ট (President) নিকোলাস মাদুরোর (Nicholas Maduro) মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) হাতে বন্দি (captured) হওয়ার দৃশ্য দাবি করে ভাইরাল হয়েছে একাধিক এআই নির্মিত (AI generated) ছবি ও ভিডিও। 

বুম দেখে ভাইরাল এই ভিডিও ও ছবিগুলিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে বন্দি করার আসল দৃশ্য দেখা যায় না। একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাইকারী টুলে পরীক্ষা করে আমরা নিশ্চিত হয়েছি এগুলি এআই দিয়ে তৈরি। 

গত ৩ জানুয়ারি, ভেনেজুয়েলার কারাকাসে সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে আসে মার্কিন সেনাবাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, আপাতত ভেনেজুয়েলা পরিচালনা করবে আমেরিকা। 

ভাইরাল দাবি 

ছবি ১

দুজন মার্কিন সেনার মাঝে চোখ বাধা অবস্থায় মাদুরোর বসে থাকার ভাইরাল ছবিটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে লেখেন, "মার্কিন আধিপত্যবাদ: গণতন্ত্রের শত্রু ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গ্রেফতার মার্কিন সেনার হাতে। কারণটা খুব সহজেই অনুমেয়। তেল ও খনিজ সম্পদে ভরপুর ভেনিজুয়েলার উপর একছত্র নিয়ন্ত্রণ কায়েম করা। সেখানে এবার হয়তো একটা পুতুল সরকার তৈরি হবে। আফগানিস্তান থেকে সিরিয়া, লেবানন থেকে ভেনিজুয়েলা সবত্র মার্কিন আগ্রাসন ও তাদের দাদাগিরি। গণতন্ত্র রক্ষার দোহাই দিয়ে গোটা বিশ্বের উপর কর্তৃত্ব স্থাপন করা এদের একমাত্র লক্ষ্য। তাই এই আগ্রসনের বিরুদ্ধে আওয়াজ উঠানো জরুরী। মনে রাখবেন সাম্রাজ্য বাদের বিরুদ্ধে আওয়াজ উঠানো মানেই আপনি বামপন্থী হয়ে যাবেন না।"

পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে। 

ছবি ২ 

ফেসবুকে ব্যবহারকারীরা মাদুরোর গ্রেফতারির দৃশ্য হিসাবে আরও একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "২০০৩ সালে" ইরাকে সাদ্দাম হোসেনের মত ২০২৬ সালে" ভেনেজুয়েলা মাদোরো কে মিথ্যা অপবাদ দিয়ে" একটা স্বাধীন রাষ্ট্রে আগ্রাসন চালাচ্ছে" নিকৃষ্ট রাষ্ট্র"!"

পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে। 

ভিডিও 

বন্দি হওয়ার পর আমেরিকার পতাকা লাগানো একটি বিমানের সিঁড়ি থেকে নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের নেমে আসার দৃশ্য দাবিতে ছড়ানো ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে লেখেন, "অবশেষে বেনিজুয়েলার প্রেসিডেন্ট কে গ্রেফতার করে নিয়ে গেল আমেরিকাতে #ভেনিজুয়েলার #fy #আমেরিকা #গ্রেফতার #মাদুর।"

পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে

অনুসন্ধানে আমরা কী পেলাম: ভাইরাল ভিডিও ও ছবিগুলি এআই নির্মিত 

ছবি ১

আমরা অনুসন্ধানের মাধ্যমে ছবিটি কোনও বিশ্বাসযোগ্য সংবাদ প্রতিবেদনে বা মাদুরোর গ্রেফতার নিয়ে আমেরিকার তরফ থেকে প্রকাশিত অফিসিয়াল ছবিগুলির মধ্যে পায়নি। এর থেকে ইঙ্গিত নিয়ে আমরা ছবিটি এআই যাচাইকারী টুল Undetectable AI ও হাইভ মডারেশনে পরীক্ষা করি। উভয় টুলই ছবিটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বলে শনাক্ত করেছে।


ছবি ২

ভাইরাল ছবিতে আমরা দুই দৃশ্যমান মার্কিন সেনার ইউনিফর্মে পার্থক্য লক্ষ্য করি যেমন একজন সেনার ইউনিফর্মে মার্কিন পতাকা ও অন্যজনের ইউনিফর্মে DEA লেখা দেখা যায়। আমরা ছবিটি গুগলের এআই যাচাইকারী টুলে পরীক্ষা করি। পরীক্ষার ফল থেকে জানা যায় ছবিটি গুগল এআই দিয়ে তৈরি। 


ভিডিও 

আমরা অনুসন্ধানের মাধ্যমে এমন কোনও বিশ্বাসযোগ্য প্রতিবেদন পায়নি যা মাদুরো ও তার স্ত্রীর ভাইরাল ভিডিওর সঙ্গে মেলে। এছাড়াও, ভিডিওটিতে দৃশ্যমান মানুষগুলির চলাফেরার মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায় যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিওতে দেখা যায়। এর থেকে ইঙ্গিত নিয়ে আমরা ভিডিওটি নিউ ইয়র্কের বাফেলো ইউনিভার্সিটির মিডিয়া ফরেনসিক্স ল্যাবের তৈরি এআই যাচাইকারী টুল ডিপফেক-ও-মিডিয়ায় পরীক্ষা করি। ডিপফেক-ও-মিটার ভিডিওটি এআই দিয়ে তৈরি হিসাবে শনাক্ত করে। 


আরও নিশ্চিত হতে, আমরা ভিডিওটি হাইভ মডারেশনেও পরীক্ষা করি এবং এআই যাচাইকারী টুলটি জানায় পরীক্ষায় ভিডিওটির ৯৭% কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা পাওয়া গেছে।




Tags:

Related Stories