Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

আফগান জ্বালানি ট্যাঙ্কারে আগুন লাগার পুরনো ভিডিও ছড়াল চিনের রকেট বলে

বুম দেখে ভাইরাল ভিডিওটি ১৩ ফেব্রুয়ারি ২০২১ আফগান-ইরান সীমান্ত ইসলাম কালা-তে জ্বালানি ট্যাঙ্কারে আগুন ধরে যাওয়ার দৃশ্য।

By - BOOM FACT Check Team | 10 May 2021 8:07 PM IST

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে আফগানিস্তান ও ইরান সীমান্তে জ্বালানির ট্যাঙ্কারে (fuel tanker) আগুন ধরে (explosion) যাওয়ার ভিডিও চিনের রকেটের বিস্ফোরণ বলে সোশাল মিডিয়াতে মিথ্যে দাবি সহ ছড়ানো হচ্ছে। ফেসবুক পোস্টে আরও দাবি করা হয়েছে লিবিয়াতে নাকি নিয়ন্ত্রণ হারানো চিনের ওই রকেটটি ভূপতিত হয়েছে। 

২৯ এপ্রিল ২০২১ চিন লঙ মার্চ ৫-বি (Long March 5-B) নামের একটি রকেট উৎক্ষেপণ করে। ওই রকেটে বহন করা হচ্ছিল তিয়ানে স্পেস স্টেশনের (China's Tianhe space station) মূল অংশ। দশকের সবচেয়ে বড় ১৮-টন ওজনের রকেটটির ভগ্ন-স্তূপ মালদ্বীপের কাছে ভারত মহাসাগরে আছড়ে পড়ে রবিবার। উৎক্ষেপণের কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারানো রকেটের অংশ পুরনায় পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের ফলে এই বিপত্তি। বড়সর দূর্ঘটনার সম্ভাবনা ঘটতে পারতো এই ঘটনার ফলে। বিষয়টি নিয়ে চিনের সমালোচনায় মুখর হয়েছে বিভিন্ন দেশ—বিশেষ করে পশ্চিমা দেশের মহাকাশ গবেষণা সংস্থাগুলি।

ফেসবুকে ভাইরাল হওয়া ২৩ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায় মেঠো প্রান্তরে লেলিহান শিখার আগুন যেন সমতল থেকে আকাশ ছুঁয়েছে। 

ফেসবুক  পোস্টটিতে ক্যাপশন লেখা হয়েছে, "চিনের সেই নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়া রকেট লিবিয়ার একটি ফাঁকা জায়গায় পড়েছে। ফলে ভয়াবহ অগ্নিকান্ড।"

এরকম দুটি পোস্ট দেখা যাবে এখানে এখানে। নিচে ফেসবুক পোস্টের স্ক্রিনশট ও ভাইরাল হওয়া ভিডিওটি দেওয়া হল।



Full View

আরও পড়ুন: পশ্চিমবঙ্গের ভোট: ভোটারদের পছন্দ দাবি করে ভুয়ো গ্রাফিক্স ভাইরাল

তথ্য যাচাই

বুম যাচাই করে দেখে ভাইরাল হওয়া ভিডিওটি চিনের লঙ মার্চ ৫-বি রকেট জ্বলের যাওয়ার দৃশ্য নয়।

বুম ভিডিওটির কয়কটি মূল ফ্রেম ইনভিডের সাহায্যে রিভার্স সার্চ করে দেখে এটি আফগানিস্তান-ইরান সীমান্তে তেলের ট্যাঙ্কার বিস্ফোরণের ভিডিও।

১৩ ফেব্রুয়ারি ২০২১ আফগানিস্তান-ভিত্তিক সাংবাদিক বিলাল সারওয়ারি তাঁর টুইটার অ্যকাউন্টে এই ভিডিওটি পোস্ট করেন।

সিএনএন-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ১৩ ফেব্রুয়ারি ২০২১ আফগান-ইরান সীমান্তবর্তী এলাকা হেরাট প্রভিন্স-এর ইসলাম কালা অঞ্চলে জ্বালানিবাহী ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায়। সংলগ্ন প্রায় ৫০০ টি গাড়িতে আগুন ধরে যায় ঘটনার পরপরই। ওই ঘটনার জেরে জখম হয় অন্তত ১৭ জন। ইসলাম কালা ক্লিনিক ও হেরাট আঞ্চলিক হাসপাতালে ভর্তি করা হ. আহতদের।

বুম বাংলাদেশ এই ভিডিওটির প্রথম তথ্য-যাচাই করেছে।

আরও পড়ুন: না, ছবিতে সোনিয়া ও রাহুল গাঁধীর সঙ্গে উনি নবনীত কালরা নন

Tags:

Related Stories