Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

ইজরায়েলের বিমান হামলা বলে টিভি ৯ বাংলা দেখাল আতশবাজি প্রদর্শনের দৃশ্য

বুম দেখে আলজেরিয়ার আলজিয়ার্স নামক এক জায়গার এই দৃশ্যের সাথে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির সম্পর্ক নেই।

By -  Sujith | By -  Anmol Alphonso |

11 Oct 2023 1:36 PM GMT

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এবং সংবাদমাধ্যমে এক ভিডিও দেখিয়ে দাবি করা হয় তাতে গাজা উপত্যকায় (Gaza Strip) ইজরায়েলের (Israel) সেনাবাহিনীর বিমান হামলার দৃশ্য দেখা যাচ্ছে। 

বুম যাচাই করে দেখে ভিডিওটি ইজরায়েল ও প্যালেস্তাইনের মধ্যে হওয়া সংঘর্ষের দৃশ্য নয়। এটি আলজেরিয়ার আলজিয়ার্স নামক এক জায়গার দৃশ্য এবং সাম্প্রতিক ঘটনার সাথে এর যোগাযোগ নেই। 

৭ অক্টোবর, ২০২৩ তারিখে প্যালেস্টাইনের হামাস জঙ্গিরা ইজ়রায়েলের সীমানা প্রাঙ্গণে হামলা চালিয়ে অসংখ্য ইজরায়েলের সেনাদের মেরে ফেলে ও বেশকিছু সাধারণ মানুষকে বন্দি করে নেয়। প্রতিবেদন অনুযায়ী ইজ়রায়েলে এখনও অবধি ১২০০ জন ও প্যালেস্তাইনে ১০৫৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে ও প্রতিনিয়ত এই সংখ্যাটি বেড়ে চলেছে।

এই ঘটনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ছড়িয়ে দাবি করা হয় তা আসলে ইজরায়েলের গাজা উপত্যকায় বিমান হামলা চালানোর এক দৃশ্য। একজন এক্স ব্যবহারকারী ভিডিওটি টুইট করে লেখেন, "এটা দিওয়ালির আতশবাজি নয়, এটা ইজ়রায়েলের হামাসকে একটা জবাব।"


টুইটটি এখানে দেখা যাবে।

সংবাদমাধ্যম টিভি৯ বাংলাও ওই ভিডিও ইজ়রায়েল ও প্যালেস্তাইনের সাম্প্রতিক যুদ্ধকালীন পরিস্থিতির এক দৃশ্য হিসেবে সম্প্রচার করে। তাদের সেই প্রতিবেদন এখানে দেখা যাবে। 

Full View


 

তথ্য যাচাই

বুম দেখে ভাইরাল এই ভিডিও আলজেরিয়ার আলজিয়ার্স নামক শহরের এক দৃশ্য যেখানে ফুটবল ভক্তরা খেলায় জয়ী হওয়ার পর উচ্ছাস প্রকাশ করছে। এর সাথে সাম্প্রতিক ইজ়রায়েলের এবং প্যালেস্তাইন যুদ্ধপরিস্থিতির যোগ নেই।

এধরণের কিছু এক্স পোস্টে আমরা বেশ কয়েকটি উত্তর লক্ষ্য করি যেখানে বলা হয় এটি আসলে আলজেরিয়ার ফুটবল ভক্তদের উচ্ছাসে আতশবাজি জ্বালানোর ভিডিও। আমরা আলজিয়ার্স এলাকার এমসি আলজার এবং সিআর বেলোইজড্যাড নামক দুটি ফুটবল ক্লাবের ফুটবল ভক্তদের আতশবাজি জ্বালানোর কিছু চিত্র ও ভিডিও খুঁজে পাই। 

এই ধরণের আরও কিছু চিত্র নিচে দেখা যাবে।

বুম দেখে প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের সাথে ইজ়রায়েলের সংঘর্ষের বেশ কয়েকদিন আগে ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে রামি রামোস নামক একজন ব্যবহারকারী এই ভিডিও পোস্ট করেছিলেন।


এই ভিডিওর এক আর্কাইভ এখানে দেখা যাবে।

গুগল ম্যাপের সাহায্যে আমরা এই ভিডিওটি আলজিয়ার্স নামক শহরে ভৌগোলিকভাবে চিহ্নিত করতে পারি যা আলজেরিয়ায় অবস্থিত। আমরা দেখি আলজিয়ার্স এলাকার সিদি মহামেদ পৌরসভাতে তোলা হয়। গুগল ম্যাপে সেই জায়গা দেখতে এখানে ক্লিক করুন।

ভিডিওতে উপস্থিত ভবনগুলির কাঠামোর তুলনা নিচে দেখা যাবে।






এই ভিডিওটি কখন ও কবে তোলা হয়েছে সেটা বুম স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। তবে আমরা এটা নিশ্চিত করতে পেরেছি যে ভিডিওটি ইজ়রায়েলের গাজা উপত্যকায় বিমান হামলার নয় এবং এটা আলজেরিয়ায় তোলা হয়। 


Related Stories