মার্কিন যুক্তরাষ্ট্র (United States of America) থেকে গুয়াতেমালার (Guatemala) অবৈধ অভিবাসীদের (illegal immigrants) ফেরত পাঠানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ব্যবহারকারীরা ভুয়ো দাবি করছেন সেখানে আমেরিকা থেকে ফেরানো ভারতীয় (Indians) নাগরিকদের দেখা যাচ্ছে।
বুম দেখে ভাইরাল ক্লিপের ব্যক্তিরা টেক্সাস থেকে অমৃতসরে আসা ভারতীয় অভিবাসী নয়। ভিডিওতে গুয়াতেমালার নাগরিক যারা অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন তাদের দেখা যায়।
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত ভারতীয়দের প্রথম দলটিকে বুধবার অমৃতসরে আনা হয় হাতকড়া এবং শিকল দিয়ে। মার্কিন সামরিক বিমান সি-১৭ করে ১০৪ জন ভারতীয় বুধবার দুপুর ২টোয় অমৃতসরের শ্রী গুরু রামদাস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সকলকেই হাতকড়া পরিয়ে মার্কিন সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঠানো হয়েছিল। এর মধ্যে ছিলেন, গুজরাটের ৩৩ জন, হরিয়ানার ৩৪ জন, পঞ্জাবের ৩০ জন, মহারাষ্ট্রের তিনজন, উত্তরপ্রদেশের দুজন ও চণ্ডীগড়ের দুজন। এই ভারতীয়দের মধ্যে ৮ থেকে ১০ বছর বয়সী শিশুরাও ছিল।
এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখে, "ভারতীয়দের শিকল পরিয়ে দেশে পাঠালো... আমেরিকা। বিজেপি সরকার চুপ!!!"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম ভাইরাল ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে মিলিটারি টাইমস অনলাইনের আপলোড করা একটি ইউটিউব শর্টসে ভাইরাল দৃশ্য দেখতে পায়। ২৯ জানুয়ারী, ২০২৫-এ ইউটিউবে পোস্ট করা ভিডিওর ক্যাপশন অনুসারে সেটিতে সামরিক বিমানের প্রথম অভিবাসী নির্বাসনের উড়ানের দৃশ্য দেখা যায়।
এরপর, আমরা ইউটিউবে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে ২৫ জানুয়ারী, ২০২৫ তারিখের এবিসি নিউজের একটি প্রতিবেদন পাই যেখানে ভাইরাল ভিডিওর অনুরূপ দৃশ্য দেখা যায়। প্রতিবেদন অনুসারে, নির্বাসিত অবৈধ অভিবাসীদের পাঠাতে এই প্রথম মার্কিন সামরিক বিমান ব্যবহার করা হচ্ছে।
এছাড়াও, নির্বাসনে পাঠানোর প্রথম বিমানের কিছু দৃশ্য প্রতিবেদনে অন্তর্ভুক্ত রয়েছে। ইউটিউব রিপোর্টটি থেকে জানা যায় টেক্সাসের ফোর্ট ব্লিস থেকে গুয়াতেমালা থেকে আসা অবৈধ অভিবাসীদের তাদের দেশে পাঠানো হয়েছিল।
ভাইরাল ভিডিওর অনুরূপ দৃশ্যের কৃতিত্ব মার্কিন প্রতিরক্ষা বিভাগকে (ডিওডি) দেওয়া হয়।
ভারতীয়দের হাতকড়া ও শিকল পরিয়ে ফেরত পাঠানো
ইউএস বর্ডার প্যাট্রোলের প্রধান মাইকেল ডব্লিউ ব্যাংক ৬ ফেব্রুয়ারি অবৈধ ভারতীয় অভিবাসীদের একটি ভিডিও শেয়ার করে লেখেন, "ইউএসবিপি এবং তার সহকারীরা সফলভাবে অবৈধ বহিরাগতদের ভারতে ফেরত পাঠিয়েছে যা সামরিক পরিবহণ ব্যবহার করে পরিচালিত দীর্ঘতম নির্বাসন ফ্লাইট ছিল। এই মিশনটি অভিবাসন আইন প্রয়োগ এবং দ্রুত অপসারণ নিশ্চিত করার জন্য আমাদের প্রতিশ্রুতি তুলে ধরে।"
মার্কিন বর্ডার প্যাট্রোল প্রধানের শেয়ার করা দৃশ্যগুলি রাতের বেলার যা দিনের বেলা তোলা ভাইরাল ভিডিওর থেকে আলাদা।
বুমকে নাম প্রকাশ না করার শর্তে পঞ্জাবের একজন স্থানীয় সাংবাদিক নিশ্চিত করেছেন পুরো যাত্রাপথে ভারতীয়দের হাত-পা বাঁধা ছিল।
জয়শঙ্করের বিবৃতি
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সংসদে বলেন, "অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো তাদের দায়িত্ব।" হাতকড়া বিতর্ক প্রসঙ্গে জয়শঙ্কর ব্যাখ্যা করেন বিমানের মাধ্যমে নির্বাসনের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতিতে বেঁধে রাখার কিছু নিয়ম রয়েছে । তিনি আরও বলেন, প্রথমবার দেশত্যাগের ঘটনা ঘটেনি এবং তার সঙ্গে গত ১৫ বছরের পরিসংখ্যানও গণনা করতে বলেন।