Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

ওয়েনাড়ে কংগ্রেসের জয় পালন দাবিতে ভাইরাল অসম্পর্কিত গোহত্যার ভিডিও

বুম দেখে ভিডিওটি ২০২৪ সালের মে মাস থেকে ইন্টারনেটে রয়েছে এবং ঘটনাটি কেরলের নয়।

By -  BOOM FACT Check Team |

4 Dec 2024 7:26 PM IST

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি গরুর মাথায় গুলি করার এক বীভৎস ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে কেরল কংগ্রেসের মিডিয়া ইন-চার্জ মহম্মদ মুজাহিদ ইসলাম একটি গরু হত্যা (cow killing) করে কেরলে (Kerala) রাহুল গান্ধীর (Rahul Gandhi) জয় উদযাপন করেছেন।

বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিওটি ২০২৪ সালের মে মাস থেকে মণিপুরের ঘটনা দাবি করে ইন্টারনেটে উপস্থিত রয়েছে। প্রাণী অধিকার সংস্থা পেটা ইন্ডিয়া বিষয়টি নিয়ে মণিপুরের সাইবার ক্রাইম পুলিশের সঙ্গে কাজ করছে।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী ওয়েনাড় ও রায় বরেলি দুটি আসন থেকেই জয়লাভ করলে তিনি পরে, ওয়েনাড় আসনটি ছেড়ে দেন। এরপর, কেরলের ওয়েনাড়ের উপনির্বাচনে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা চার লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন, "ইণ্ডি জোটের সবথেকে বড় শরিক কংগ্রেস সমস্ত সীমা অতিক্রম করেছে। কেরালা কংগ্রেসের মিডিয়া ইন চার্জ মহম্মদ মুজাহিদ ইসলাম রাহুল গান্ধীর জয়ের আনন্দ উল্লাস প্রকাশ করতে এক গোমাতাকে গুলি করে হত্যা করেছে। কংগ্রেস ও অন্য সেক্যুলার প্রগতিশীল দল ও বুদ্ধিজীবী নীরব। সমস্ত দেশবাসী বিশেষত হিন্দু সমাজের কাছে এই ভয়ঙ্কর সংবাদ পৌঁছে দিয়ে সচেতন সরব ও সংগঠিত হওয়ার প্রয়াস করবেন না?* যারা যারা গোমাতা কে মারে তাদের তাদের ঠিক একই পদ্ধতিতে মারা উচিত।"


পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে। 

তথ্য যাচাইঃ ভিডিওটি ২০২৪ সালের মে মাস থেকে সোশ্যাল মিডিয়ায় রয়েছে

বুম ভাইরাল ভিডিও সম্পর্কিত কিওয়ার্ড গুগলে সার্চ করে এক্সে ৭ মে, ২০২৪-এর একটি পোস্ট পায় যেখানে দাবি করা হয় হিন্দুদের উস্কে দেওয়ার জন্য খ্রিস্টান কুকি সন্ত্রাসীরা একটি গরুর মাথায় দুবার গুলি করার ভিডিওটি তোলে।

পিপল ফর দ্য এথিকাল ট্রিটমেন্ট অফ অ্যানিমেলস (পেটা) ইন্ডিয়া লিখেছে, " পেটা ইন্ডিয়ার ক্রুয়েল্টি রেসপন্স টিম মণিপুর পুলিশের সাইবার ক্রাইম সেলের সঙ্গে কাজ করছে অপরাধের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য। একবার এটি নিশ্চিত হয়ে গেলে, সংশ্লিষ্ট জেলা পুলিশের কাছে এফআইআর দায়ের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” (ইংরেজি থেকে অনূদিত)

আর্কাইভ দেখুন এখানে

পেটা ইন্ডিয়ার প্রতিক্রিয়ার পাশাপাশি বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনেও ভিডিওটির উল্লেখ পাওয়া যায়।

ভিডিওর থাডু উপভাষায় কথোপকথন কুকি সম্প্রদায়ের সঙ্গে যোগসূত্র নিশ্চিত করেছে

আমরা এই ভিডিওটি সম্পর্কে পেটা ইন্ডিয়ার সহযোগী পরিচালক মীত আশারের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, “এই ভিডিও চলতি বছরের মে মাসে সামনে এসেছিল এবং এর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এটি মণিপুরের একটি ঘটনা। এরপরে, ক্রুয়েল্টি রেসপন্স টিম মণিপুরের ডিজিপি এবং পুলিশের সদর দফতরের সঙ্গে যোগাযোগ করে, কিন্তু ঘটনার বিষয়ে তাদের কাছে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।"

মীত আরও বলেন, "ভিডিওটি পরীক্ষা করে পুলিশ সদর দফতরের সাইবার ক্রাইম ইউনিট (সিসিইউ) জানায় ভিডিওর কথোপকথনটি থাডু উপভাষায় হয়েছে, যা কুকি সম্প্রদায়ের সাথে যুক্ত বলে জানা যায়। ভিডিওটি মণিপুরের সমস্ত জেলা সিসিইউ ইউনিটে পাঠানো হয়েছে, তবে, আমরা এখনও ঘটনাস্থল এবং এই বিষয়ে গৃহীত পদক্ষেপ সম্পর্কে পুলিশের কাছ থেকে কোনও তথ্য পাইনি।”

কেরল কংগ্রেসও এই অভিযোগ অস্বীকার করেছে

এছাড়াও, বুম কেরল প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক দীপ্তি ভার্গিসের সঙ্গে যোগাযোগ করে, যিনি ভিডিওতে করা দাবিকে সম্পূর্ণরূপে ভুয়ো বলে অভিহিত করেছেন। ভার্গিস জানান তিনি নিজেই কেরল কংগ্রেস মিডিয়ার ভারপ্রাপ্ত এবং তার দলে মহম্মদ মুজাহিদ ইসলাম নামক কোনও ব্যক্তি নেই।

যখন আমরা গুগলে মণিপুরের এক ব্যক্তির গরুকে গুলি করে হত্যার সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের একটি প্রতিবেদন পাই যেখানে একটি ভাইরাল ভিডিওতে একইভাবে গরুকে গুলি করার কথা উল্লেখ করে। ওই ঘটনাটি ঘটে মণিপুরের উখরুল জেলায়। পেটা ইন্ডিয়ার অভিযোগের ভিত্তিতে মামলাটি দায়ের করা হয়।

বুম স্বাধীনভাবে ভাইরাল ভিডিওটির অবস্থান এবং সময় নির্ধারণ করতে পারেনি। তবে, আমাদের তদন্ত থেকে এটি স্পষ্ট যে ভিডিওটি ২০২৪ সালের মে মাস থেকে ইন্টারনেটে রয়েছে এবং কেরলের সাথে সম্পর্কিত নয়।

Tags:

Related Stories