প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) আনন্দবাজার পত্রিকায় (Anandabazar Patrika) দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর সানি লিওনের ছবি দেখতে ভালো লাগে বলেছেন দাবিতে সম্প্রতি এক গ্রাফিক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল ওই গ্রাফিকে আনন্দবাজার পত্রিকার নাম ও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদানের চিত্র ব্যবহার করে শিরোনাম হিসেবে লেখা হয়, "সানি লিওনের ছবি দেখতে ভাল লাগে", একান্ত সাক্ষাৎকারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়"।
বুম যাচাই করে দেখে ভাইরাল এই গ্রাফিকটি ভুয়ো। আনন্দবাজার পত্রিকার তরফ থেকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিষয়ে এমন কোনও খবর প্রকাশ করা হয়নি
এবছরের মার্চের ৭ তারিখে কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদারের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেন। প্রাক্তন এই বিচারপতি টেট দুর্নীতি সংক্রান্ত মামলায় বিচার করেছেন ও বাংলায় শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে একাধিকবার নিন্দা প্রকাশ করেছেন।
এরই মধ্যে ভাইরাল এই ছবি পোস্ট করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশন হিসাবে লেখেন, “এ কে বিচারক এর পদে এমন মানুষ বড় কোন ঘোটালা করেছে নারী সংক্রান্ত তাই হয়তো সাবান মাখা গ্ৰুপে বাঁচাতে গেছে”।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে ও এখানে।
এক্স (পূর্বে টুইটার)-এও একই দাবি করে এক ব্যবহারকারী এই ছবি পোস্ট করেন।
পোস্টটি দেখতে ক্লিক করুন দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম প্রথমে ভাইরাল এই আনন্দবাজার পত্রিকার প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে জানতে প্রতিবেদনে উল্লিখিত শিরোনামসমেত কীওয়ার্ড সার্চ করে। গুগলে করা সেই সার্চে আনন্দবাজার পত্রিকার তরফে প্রকাশিত এমন কোনও প্রতিবেদন আমরা খুঁজে পাইনি।
উপরন্তু, আমরা ভাইরাল সোশ্যাল মিডিয়া পোস্টে দেখতে পাওয়া গ্রাফিক্সটি আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত আসল খবরের গ্রাফিক্সের সঙ্গে তুলনা করে তাদের মধ্যে কোনও মিল খুঁজে পাইনি।
প্রথমতঃ, আমরা লক্ষ্য করি আনন্দবাজার পত্রিকা অনলাইনের উপর অংশে লাল গ্রাফিকসমেত 'আনন্দবাজার পত্রিকা অনলাইন' নামটি পুরো ব্যবহার করা হয়েছে - যার সাথে ভাইরাল হওয়া গ্রাফিকের মিল পাওয়া যায়নি। দ্বিতীয়তঃ, ভাইরাল গ্রাফিকে প্রতিবেদন প্রকাশের তারিখ ও সময় অংশে স্পষ্ট তথ্যের অভাব লক্ষ্য করা যা আনন্দবাজার পত্রিকা অনলাইনের অথবা আনন্দবাজার পত্রিকার ই-পেপারে প্রকাশিত কোনও প্রতিবেদনের দৃশ্যের সাথে মেলে না।
আনন্দবাজার পত্রিকা অনলাইন ও আনন্দবাজার পত্রিকার ই-পেপারে প্রকাশিত খবরের দৃশ্যের সাথে ভাইরাল হওয়া পোস্টটির তুলনামূলক এক চিত্র নিচে দেওয়া হল।