অভিনেত্রী অপরাজিতা আঢ্যর (Aparajita Adhya) কোলে এক শিশুর ছবি সোশাল মিডিয়ায় বিভ্রান্তিকর দাবি সহ ছড়ানো হচ্ছে।
ফেসবুকে ভাইরাল হওয়া ওই ছবিতে লাল-সাদা তোয়ালে মোড়া এক একরত্তি শিশুকে কোলে নিয়ে অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে ক্যামেরায় হাসিমুখে পোজ দিতে দেখতে যায়।
ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, "ছোট্ট মিষ্টি ছেলের সাথে অপরাজিতা আঢ্য"।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
আরও পড়ুন: জাপানের ইয়াহাগি নদী বাঁধের ভিডিও ভুয়ো দাবিতে ছড়াল ভারতের নয়া বাঁধ বলে
তথ্য যাচাই
বুম অভিনেত্রী অপরাজিতা আঢ্যর কোলে থাকা এই শিশুর বিষয়ে জানতে তাঁর সোশাল মিডিয়া প্রোফাইলে গিয়ে ছবিটি খোঁজার চেষ্টা করে।
বুম দেখে অভিনেত্রী অপরাজিতা আঢ্য তাঁর যাচাই করা ফেসবুক পেজে ৮ জুলাই, ২০২২ শিশুটির ছবিট আপলোড করেন।
ছবিটির ক্যাপশন হিসাবে লেখা হয়, "শুভ জন্মদিন ডুগডগি। আশীর্বাদ করি তোমার জীবন সত্য সুন্দর আনন্দ ময় হোক।"
এছাড়াও আমরা দেখি 'ডুগডুগি' নামের একই শিশুর ছবি আগেও অনেকবার অভিনেত্রী তাঁর যাচাই করা ইনস্টাগ্রাম প্রোফাইলে আপলোড করেছিলেন।
অপরাজিতা আঢ্য ২০১৯ সালে লক্ষ্মীপুজো উপলক্ষ্যে শিশুটিকে কোলে নিয়ে বেশ কয়েকটি মূহূর্তের একটি কোলাজ ছবি আপলোড করেন ইনস্টাগ্রামে। নিচে দেখুন ছবিটি।
বুম এই সূত্র ধরে গুগলে কিওয়ার্ড সার্চ করে আনন্দবাজার ডিজিটালে ১৫ অক্টোবর ২০১৯ প্রকাশিত এক প্রতিবেদন খুঁজে পাই। অভিনেত্রী অপরাজিতা আঢ্য ওই গণমাধ্যমকে জানান শিশুটি তাঁর গুরুদেবের এক শিষ্যার মেয়ের। তিনি আরও বলেন, শিশুটিকে 'ডুগডুগি' নাম তিনিই দেন। শিশুটির ভালো নাম গায়ত্রী বলেও জানা যায় ওই প্রতিবেদনে।
আরও পড়ুন: অমিত শাহের হায়দরাবাদ জনসভার কাটছাঁট করা পুরনো ভিডিও ভুয়ো দাবিতে ছড়াল