Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

রাহুল গান্ধী ভোটের পর তাইল্যান্ড চলে যাচ্ছেন? ছড়াল সম্পাদিত বোর্ডিং পাস

বুম দেখে মূল বোর্ডিং পাসটি অজয় আওতানির, যিনি বলেন ২০১৯ সালে তিনি দিল্লি থেকে সিঙ্গাপুর ভিস্তারার ফ্লাইটে গিয়েছিলেন।

By - Srijit Das | 3 Jun 2024 3:57 PM IST

ভিস্তারা ফ্লাইট বোর্ডিং পাসের একটি সম্পাদিত ছবি অনলাইনে ভুয়ো  দাবি সহ সম্প্রতি ভাইরাল হয়েছে। বোর্ডিং পাসটি শেয়ার করে দাবি করা হচ্ছে সেটি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) যিনি দেশ ছেড়ে চলে যাবেন ৫ জুন ২০২৪, এবছরের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার একদিন পর।

বোর্ডিং পাসটিতে টিকিটটির অধিকারী হিসাবে রাহুল গান্ধীর নাম দেখানো হয়েছে এবং ভারত থেকে তাইল্যান্ডের ব্যাংককে যাওয়ার তারিখ ৫ জুন, ২০২৪ উল্লেখ করা হয়েছে।

বুম দেখে ছবিটি ডিজিটাল পদ্ধতিতে সম্পাদনা করা হয়েছে। আমরা অজয় আওতানির সঙ্গে যোগাযোগ করি, যিনি নিশ্চিত করে আমাদের জানায় ছবির বোর্ডিং পাসটি তার এবং তিনি ২০১৯ সালে দিল্লি বিমানবন্দর থেকে সিঙ্গাপুর যাওয়ার ভিস্তারা আন্তর্জাতিক বিমানে উঠেছিলেন।

লোকসভা নির্বাচনের সাত ধাপের ভোটগ্রহণ ১ জুন, ২০২৪ তারিখে শেষ হয়েছে এবং জনসাধারণের রায় নির্ধারণ করে ফলাফল ঘোষণা হবে ৪ জুন, ২০২৪।

ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, "রাহুল গান্ধীর বিমানের টিকিট ৫ জুন-২০২৪ বিজনেস ক্লাস ভিস্তারা এয়ারলাইন্সের।" (অনূদিত)


পোস্টটি দেখুন এখানে এবং আর্কাইভ দেখুন এখানে

আরও এক এক্স ব্যবহারকারী ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "রাহুল গান্ধী ব্যাংককে পালিয়ে যাচ্ছেন ৫ জুন।"(অনূদিত)


পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে

বুম তার হোয়াটসঅ্যাপ টিপলাইন নম্বরে (+ 917700906588) যাচাইয়ের অনুরোধ সহ ছবিটি পেয়েছে।

তথ্য যাচাই

বুম ভাইরাল ছবিটি ভালো করে পর্যবেক্ষণ করে ভাইরাল বোর্ডিং পাসে একটি উল্লেখযোগ্য অসঙ্গতি লক্ষ্য করে। বোর্ডিং পাসের ফ্লাইট নম্বর দুটি জায়গায় আলাদা— এক জায়গায় এটি 'ইউকে121' আর অন্য জায়গায় 'ইউকে115' লেখা।

এরপর, আমরা ভাইরাল ছবিটির একটি রিভার্স ইমেজ সার্চ করি। আমরা 'লিভ ফ্রম এ লাউঞ্জ' নামক একটি ওয়েবসাইটে ৭ আগস্ট, ২০১৯ তারিখে প্রকাশিত একটি নিবন্ধে আসল বোর্ডিং পাসটির ছবি দেখতে পাই।

মূল ছবিতে বোর্ডিং পাসটি অজয় আওতানির যার দিল্লি থেকে সিঙ্গাপুর যাওয়ার ফ্লাইটের তারিখ ৬ আগস্ট ২০১৯ হিসাবে উল্লিখিত আছে।


নীচে ভাইরাল ছবি এবং ২০১৯ সালের নিবন্ধে প্রকাশিত মূল ছবির একটি তুলনা দেওয়া হল।


এই সুত্রধরে আমরা নিবন্ধটির লেখক এবং লিভ ফ্রম এ লাউঞ্জের প্রতিষ্ঠাতা ও সম্পাদক অজয় আওতানির সঙ্গে যোগাযোগ করি। আওতানি বুমকে নিশ্চিত করে বলেন তার ২০১৯ সালে দিল্লি থেকে সিঙ্গাপুর যাওয়ার বোর্ডিং নিবন্ধটিতে দেখা যায়।

আওতানি বুমকে বলেন, "হ্যাঁ, এটি ভিস্তারার প্রথম আন্তর্জাতিক উড়ান ছিল, এবং আমি সেখানে ছিলাম। যা মনে হয় যিনি ছবিটি সম্পাদনা করেছে সে বোর্ডিং পাসের দুটি জায়গার মধ্যে একটিতে ফ্লাইট নম্বর পরিবর্তন করতে ভুলে গেছেন।"

Tags:

Related Stories