মণিপুরে (Manipur) ভারতীয় জনতা পার্টির এক নেতা এবং তার পুত্রের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) এক অনুষ্ঠানে উপস্থিত থাকার পুরনো এক ছবি ভুয়ো ভাবে ছড়িয়ে সম্প্রতি দাবি করা হয় তারা হলেন দুই কুকি মহিলার গণধর্ষণের সাথে যুক্ত যার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ২০২৩ সালের মে মাসে থৌবাল জেলার ওই ভিডিওতে দুই কুকি মহিলাকে নগ্ন অবস্থায় হাটিয়ে জনসম্মুখে নির্যাতন করা হয়।
বুম ভাইরাল এই দাবিটির বিষয়ে জানতে থৌবাল জেলার পুলিশের সাথে যোগাযোগ করে। থৌবাল জেলার পুলিশ ভাইরাল দাবিটি খারিজ করে বলেন ছবিতে দেখতে পাওয়া দুজন ব্যক্তি এই গণধর্ষণ কাণ্ডের সাথে যুক্ত নয়।
২৬ সেকেন্ডের এই ভিডিওটি ১৯ শে জুলাই ২০২৩ এ ছড়িয়ে পরে যেখানে দেখা যায় কিছু হিংস্র জনতা মণিপুরের কুকি এবং মেইতি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার একদিন পরে অর্থাৎ ৪ মে ২০২৩ তারিখে দুজন কুকি মহিলাকে নগ্ন করে তাদেরকে ধান ক্ষেতের দিকে নিয়ে যাচ্ছে । সংবাদমাধ্যম স্ক্রলের একটি প্রতিবেদন অনুযায়ী ৮০০ থেকে ১০০০ অজানা দুষ্কৃতীদের বিরুদ্ধে সাইকুল থানায় ১৮ মে ২০২৩ তারিখে একটি জিরো এফ.আই.আর দায়ের করা হয়। এই ঘটনায় মণিপুর পুলিশ ৬ জনকে গ্রেফতার করেছে যার মধ্যে প্রধান অপরাধী হুইরেম হেরোদাসও সামিল রয়েছে।
পলিটব্যুরো ও ভারতীয় কমিউনিস্ট পার্টির সদস্য সুভাষিণী আলি ভাইরাল এই ভিডিওর সাথে যুক্ত ব্যক্তিদের ছবি এবং আরও দুজন ব্যক্তি যারা আর.এস. এস এর পোশাক পরে রয়েছেন সেই ছবি টুইট করে লেখেন,"এরা মণিপুর ঘটনায় যুক্ত, চিহ্নিত করুন এদের পোশাক দেখে"।
এই পোস্টের লিংক দেখতে এখানে ক্লিক করুন এবং আর্কাইভের জন্য এখানে|
আলী পরে চান এই ভুয়ো মন্তব্যটি করার জন্য টুইট করে ক্ষমা চাইলেও তার আগের টুইটটি ডিলিট করেননি।
ভুয়ো দাবি করে এই ছবির কোলাজ ফেসবুকেও ছড়িয়ে পড়ে।
ছবিটি দেখতে এখানে ক্লিক করুন।
তথ্য যাচাই
বুম দেখে এই দুজন ব্যক্তি, যাদের আরএসএসের একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার ছবিটি ভাইরাল হয়েছে, তারা মণিপুরের এই গণধর্ষণ কাণ্ডের সাথে যুক্ত নন। মণিপুরের রাজ্যের বিজেপির সহ-সভাপতি চিদানন্দ সিংহ এবং তার পুত্রের ছবি যে ছবি ভাইরাল হয়েছে তা আসলে ১৬ অক্টোবর ২০২৩ তারিখে মণিপুরের ইম্ফলের আরএসএসের একটি অনুষ্ঠানের ।
বুম এমন কোনো তথ্য পায়নি যেখানে বলা হয়েছে সিংহ এবং তার পুত্র এই ঘটনার সাথে যুক্ত। মণিপুর পুলিশও টুইট করে জানিয়েছে ভুয়ো এই তথ্য যারা ছড়িয়েছে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।
মণিপুর পুলিশ ২৩শে জুলাই টুইট করে জানায়," ভুয়ো এই তথ্য ছড়ানোর জন্য এফ.আই.আর দায়ের করা হয়েছে। মণিপুরের সাইবার ক্রাইম পুলিশ স্টেশন এক রিপোর্ট পেয়েছে যেখানে রাজনৈতিক দলের একটি সদস্য ও তার ছেলের একটি ছবির কোলাজ ভাইরাল এক ভিডিওর সাথে জুড়ে ভুয়ো দাবির সাথে ছড়ানো হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। এই পোস্টের ক্যাপশনে এটাও বলা হয়েছে তারা এই অপরাধমূলক কাজের সাথে সরাসরি ভাবে যুক্ত।"
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
বুম আসল পোস্টটি খুঁজে পেয়েছে যেখানে ভাইরাল এই ছবিটি উপস্থিত রয়েছে যা সিংহ পোস্ট করে ১৭ই অক্টোবর, ২০২২ তারিখে।
পোস্টটির ক্যাপশন হিসাবে লেখা হয়,"পথ সঞ্চলন, আর.এস.এস ইম্ফল জেলা, গতকাল ১৬ই অক্টোবর আমার ছেলে সচিদানন্দ এবং ভাইপো অশোকের সাথে।"
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
বুম সিংহের সাথে ভুয়ো এই দাবির বিষয়ে যোগাযোগ করাতে তিনি জানান এই ছবিটি অক্টোবর ২০২২ সালের আরএসএসের একটি অনুষ্ঠান চলাকালীন তোলা ছবি।
সিংহ বুমকে একটি অভিযোগপত্রও পাঠান যা তিনি পুলিশের কাছে দায়ের করেছিলেন ভাইরাল এই ভিডিওটির সাথে তাকে যুক্ত করার কারণে।
বুম থুবল পুলিশের এক সূত্র (যিনি নিজের নাম গোপন রাখতে চেয়েছেন) থেকে জানতে পারে ৬ জনকে এই ধর্ষণকাণ্ডের অপরাধে গ্রেফতার করা হয়েছে। তিনি ভাইরাল দাবিটি খণ্ডন করে জানান গণধর্ষণের এই ঘটনার সাথে আরএসএসের এই দুই ব্যাক্তির কোনো যোগাযাগ নেই।