Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

না, এই ছবিটি সিডিএস বিপিন রাওয়াতের ভেঙে পড়া হেলিকপ্টার নয়

বুম দেখে ভাইরাল ছবিটি ভারতীয় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার, যেটি ২০১৯ সালে জম্মুর পুঞ্চ জেলায় গোলযোগের কারণে অবতরণ করে।

By - Srijit Das | 9 Dec 2021 3:19 PM IST

ভারতীয় সেনাবহিনীর একটি হেলিকপ্টার, যেটি ২০১৯ সালে জম্মুতে জরুরি অবতরণ করে, সেটির ছবি মিথ্যা দাবি সমেত শেয়ার করা হচ্ছে। বলা হচ্ছে, এটি হল ভারতীয় বায়ুসেনার সেই হেলিকপ্টারটির ছবি যেটি ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) বিপিন রাওয়াত (Bipin Rawat) ও আরও ১৩ জন সমেত তামিলনাডুর কুন্নুরে (Coonoor) ভেঙে পড়ে।

এমআই সিরিজের হেলিকপ্টারটি তামিলনাডুর কোয়ম্বত্তু্র ও সুলুর'র মধ্যে একটি জায়গায় ভেঙে পড়ে। খবরে প্রকাশ, দুর্ঘটনার কবলে পড়ার সময়, সিডিএস বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী, প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা কমান্ডো ও ভারতীয় বায়ুসেনার একজন বিমান চালক ছিলেন হেলিকপ্টারটিতে। ভারতীয় বায়ুসেনা এক টুইটার বিবৃতিতে জানায় যে, রাওয়াত, তাঁর স্ত্রী ও আরও ১১ জনের মৃত্যু হয়েছে ওই দুর্ঘটনায়।

বায়ুসেনার তরফে জানানো হয়েছে যে, এই দুর্ঘটনারতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা আরও জানিয়েছেন যে, রাওয়াত নীলগিরি পাহাড়ে অবস্থিত ওয়েলিংটনে যাচ্ছিলেন। বুধবার সেখানে ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজের শিক্ষক ও ছাত্রদের সামনে ভাষণ দেওয়ার কথা ছিল বিপিন রাওয়াতের।

ভাইরাল ছবিটির সঙ্গে দেওয়া ক্যাপশনে বলা হয়েছে, "সিডিএস বিপিন রাওয়াতজি, তাঁর পরিবার ও যে প্রতিরক্ষা অফিসাররা সঙ্গে যাচ্ছিলেন, আমরা তাঁদের জন্য প্রর্থনা করছি।"

টুইটটি আর্কাইভ করা আছে এখানে

টুইটটি আর্কাইভ করা আছে এখানে

একই দাবি সহ আরও দুটি টুইট দেখা যাবে এখানেএখানে

আরও পড়ুন: 'ওমেক্রন' ওষুধের সঙ্গে বিভ্রান্তিকর দাবিতে জোড়া হল 'ওমিক্রন' ভাইরাস

তথ্য যাচাই

রিভার্স ইমেজ সার্চ করে বুম দেখে যে, এনডিটিভি ওই একই ছবি ২৪ অক্টোবর, ২০১৯ প্রকাশ করেছিল। ওই প্রতিবেদনে বলা হয়, যান্ত্রিক গোলমাল দেখা দেওয়ায়, ভারতীয় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ২৪ অক্টোবর, ২১০১৯ জরুরি অবতরণ করে জম্মুর পুঞ্চ জেলায়।

ওই খবরের ভিত্তিতে টুইটারে কি-ওয়ার্ড সার্চ করলে, আমরা সংবাদ সংস্থা এএনআই'র একটি টুইট দেখতে পাই। তাতে ওই দুর্ঘটনার আরও ছবি ছিল।

এএনআই'র টুইট করা ছবির বিবরণে লেখা হয়, "জম্মু ও কাশ্মীর: আজ সেনাবাহিনীর একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (এএলএইচ) পুঞ্চ জেলায় জরুরি অবতরণ করে। নরদার্ন আর্মি কমান্ডার লেফ্টানেন্ট জেনারেল রণবীর সিংহ সহ সব যাত্রীই নিরাপদে আছেন।"

আমরা "টিওআই প্লাস"-এ ২৪ অক্টোবর, ২০১৯ প্রকাশিত একটি টুইট দেখতে পাই। তাতে ওই ঘটনার একটি ভিডিও দেওয়া হয়। ভিডিওটি নীচে দেখা যাবে।

Tags:

Related Stories