Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনের দরজায় লেখা 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটি নকল

বুম দেখে দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়ির গেটে লাল রঙ করা হলেও ভাইরাল ছবির লেখাটি ডিজিটাল উপায়ে বসানো হয়েছে।

By - Anmol Alphonso | 4 April 2022 12:15 PM GMT

একটি ছবিতে দেখা যাচ্ছে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বাসভবনের দরজায় লাল রঙ লাগিয়ে দেওয়া হয়েছে ও তার ওপর লেখা আছে 'দ্য কাশ্মীর ফাইলস, সেটি মিথ্যে নয়, সেটি এক ভয়ঙ্কর সত্য'।

বুম দেখে ছবিটি জোড়াতালি দিয়ে তৈরি ও লেখাটি ডিজিটাল পদ্ধতিতে বসিয়ে দেওয়া হয়েছ। আসল ছবিতে দেখা যায় যে, গেটে ভারতীয় জনতা পার্টির কর্মীরা লাল রঙ লাগিয়ে দিয়েছে। কিন্তু কিছু লেখা ছিল না।

গত বুধবার কেজরিওয়ালের বাসভবনের সামনে বিজেপির যুব মোর্চার এক বিক্ষোভ সমাবেশের পর ছবিটি ভাইরাল হয়েছে। দিল্লির বিধান সভায় বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর ফিল্ম 'দ্য কাশ্মীর ফাইলস' সংক্রান্ত মন্তব্যের প্রতিবাদ করতে গিয়ে বিক্ষোভকারীরা সুরক্ষা ব্যারিকেড ভাঙ্গেন, সিসিটিভি ক্যামেরা ভাঙ্গচুর করেন ও গেটটিতে রঙ লাগিয়ে সেটি বিকৃত করেন। 

ছবিটিতে দরজার গায়ে লেখা আছে, 'কাশ্মীর ফাইলস', ও তার পরে লেখা আছে, 'সেটি মিথ্যে নয়, সেটি এক ভয়ঙ্কর সত্য!'

ভাইরাল ছবিটির সঙ্গে দেওয়া ক্যাপশনে বলা হয়েছে, "উন্মাদ সন্ত্রাসবাদীরা যদি প্রকাশ্যে কাশ্মীরি হিন্দুদের হত্যা করে..ওই বাস্তব কাহিনিগুলিকে মানুষের সামনে নিয়ে এলে..বিশ্বের সব হিন্দুকে ঐক্যবদ্ধ করলে.. কাশ্মীর ফাইলস ফিল্ম..'একটি ফিল্ম মিথ্যে' এই বলে, বিধানসভায় যা প্রত্যক্ষ করা গেল, তাতে কাশ্মীরি হিন্দুরা আবার নিহত হলেন..কেজরিওয়ালের বাড়ির গেটে..যে ভাবে রঙ করা..তরুণ বিজেপি জাতীয়তাবাদীরা..!"


দেখার জন্য এখানে ক্লিক করুন।

চিত্রনির্মাতা ও পরিচালক বিবেক অগ্নিহোত্রীও ভাইরাল ছবিটি টুইট করেন। ক্যাপশনে লেখেন, "এটি কার গেট অনুমান করতে পারছেন কি? মিথ্যে কাহিনি নয়।"


দেখার জন্য এখানে ক্লিক করুন।

ফেসবুকে ভাইরাল

ওই মিথ্যে দাবি সমেত, একই ছবি ফেসবুকেও শেয়ার করা হচ্ছে।


আরও পড়ুন: তৃণমূল প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে? ফিরহাদ হাকিমের ভিডিও ছাঁটাই করা

তথ্য যাচাই

বুম দেখে, ছবিটি জোড়াতালি দিয়ে তৈরি করা হয়েছে। "দ্য কাশ্মীর ফাইলস: সেটি মিথ্যে নয়, সেটি এক ভয়ঙ্কর সত্য" – লেখাটি জুড়ে দেওয়া হয়েছে। আসল ছবিতে দেখা যাচ্ছে, লাল রঙ লাগিয়ে গেটটিকে বিকৃত করা হয়েছে।

বিবেক অগ্নিহোত্রীর টুইটের প্রত্যুত্তরে যে সব মতামত আসে, সেগুলি আমরা দেখি। তার মধ্যে একটি ছিল টুইটার ব্যবহারকারী আশুতোষ দুবে'র বক্তব্য। ফোটশপ-এর সাহায্যে ছবিটি তৈরি করার জন্য উনি কৃতিত্ব দাবি করেন। এবং অগ্নিহোত্রী তাঁকে ধন্যবাদ জানান।

এর আগে ২০ মার্চ, ২০২২ ফোটোশপে তৈরি ছবিটি দুবে টুইট করেছিলেন। ফটোটির ওপরের বাঁ দিকের কোণে তাঁর হ্যান্ডেলের নাম দেখা যাচ্ছে।

আপ-এর রাজ্যসভা সদস্য পদপ্রার্থী রাঘব চাড্ডাও আসল ছবিটি টুইট করেছিলেন। বেশ কিছু সংবাদ প্রতিষ্ঠান সেটিকে প্রকাশ করে। সেগুলিতে, গেটের ওপর কিছুই লেখা ছিল না।

নীচে আপ-এর টুইট করা ভিডিওতেও বিজেওয়াইএম সমর্থকদের গেটটিতে লাল রঙ লাগাতে দেখা যাচ্ছে। কিন্তু গেটটির গায়ে কিছু লেখা নেই। কিছু লেখার আগেই, পুলিশ ওই ব্যক্তিদের ধরে নিয়ে যায়।

আরও পড়ুন: মহিলাকে দর্জির অশালীন স্পর্শের নাট্যরূপের দৃশ্য ছড়াল ধর্মীয় রঙে

Related Stories