প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) মুখমন্ডলের রূপরেখার অনুরূপ এক দ্বীপে কিছু গাছের অবস্থানের এক ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করা হয় কর্ণাটকের গোকর্ণে ফরাসী একজন পর্যটক ক্যামেরাবন্দি করেছিলেন।
বুম দেখে ভাইরাল এই ছবি স্টেবল ডিফিউশন নামক এক সফটওয়্যার ব্যবহার করে তৈরি করা হয়েছে। স্টেবল ডিফিউশন হল এক জেনারেটিভ এআই সফ্টওয়্যার যা শব্দের বিবরণ অনুযায়ী ছবি তৈরি করতে সক্ষম।
ভাইরাল সেই ছবি পোস্ট করে ইংরেজি ক্যাপশনে লেখা হয়, "এটি গোকর্ণে ফরাসি একজন পর্যটক তোলেন। মাতা প্রকৃতি থেকে সমগ্র পৃথিবীকে পাঠানো এক বার্তা। শুধু জুম করুন ও দেখুন। আশ্চর্যজনক। সার্বজনীন চেতনার বার্তা পাঠানোর এক উপায় রয়েছে। সাইরাম।"
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
বাংলা ক্যাপশনসমেতও এই ছবি পোস্ট করে লেখা হয়, "যুগপুরুষ মোদি থাকলে সব সম্ভব আছ বিটপী লতায় জলদের গায় শশী তারকার তপনে.. হিন্দু ধর্ম রক্ষার জন্যে কিছু করে দেখান জয় শ্রী রাম"।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
তথ্য যাচাই
বুম ছবিটি রিভার্স সার্চ করে একই ছবিসমেত মাধব কোহলি নামক একজন এক্স (পূর্বে টুইটার) ব্যবহারকারীর একটি পোস্ট খুঁজে পায়।
২৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে কোহলি রহস্যময় এক ক্যাপশনসমেত ছবিটি পোস্ট করে লেখেন, "আপনিও কি তাকে দেখতে পাচ্ছেন?"
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
ছবিটি তৈরি করার জন্য তিনি কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করেছিলেন সে সম্পর্কে অন্য ব্যবহারকারীর প্রশ্নের জবাবে কোহলি 'স্টেবল ডিফিউসনে'র নাম জানান।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
ফোর্বসের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, "স্টেবল ডিফিউশন হল প্রসারণের এক মডেল যা কোন ছবিতে থাকা প্রচুর 'নয়েজ'কে ধীরে ধীরে অপসারণ করে চিত্র তৈরি করতে সক্ষম। এই প্রক্রিয়াকে বলা হয় "বিপরীত প্রসারণ" যা ভৌত পদার্থের তরল বা গ্যাসে পরিণত হওয়ার গণিতের উপর ভিত্তি করে তৈরি।"
আমরা মাধব কোহলির ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডেলটিও খুঁজে পাই যেখানে এই একই ছবি অন্যান্য এআইয়ের প্রয়োগে বানান ছবিগুলির সাথে পোস্ট করা হয়েছিল।
কোহলি তার বায়ো অংশে নিজেকে "বস্তুর স্রষ্টা" হিসেবে বর্ণনা করেছেন।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
ভাইরাল এই ছবি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য বুম কোহলির সাথে যোগাযোগ করে। কোহলি আমাদের নিশ্চিত করে বলেন ছবিটি কর্ণাটকের গোকর্ণে এক ফরাসি পর্যটকের তোলার দাবিটি ভুয়ো। তিনি জানান কৃত্তিম বুদ্ধিমত্তার প্রয়োগ করে ছবিটি তৈরি করা হয়েছে।
বুম যখন কোহলিকে এই ছবি তৈরি করতে ব্যবহৃত প্রম্পট সম্পর্কে জিজ্ঞাসা করে তখন তিনি জানান, "আমি স্টেবল ডিফিউশন নামক এক এআই সফ্টওয়্যার ব্যবহার করে ছবিটি তৈরি করেছি। এটিতে প্রম্পট করার মতো খুব বেশি কিছু করার নেই কারণ এটি এক ভিন্ন প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে যা শুধুমাত্র পটভূমির উপর ভিত্তি করে দেওয়া কিছু প্রম্পটের মাধ্যমে ছবি প্রস্তুত করে এবং বিশেষ করে বিষয়ের সাথে সম্পর্কিত নয় (এই ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদীর প্রতিকৃতি)"।