ইশা ফাউন্ডেশনের (Isha Foundation) প্রতিষ্ঠাতা জগ্গি বাসুদেব, (Jaggi Basudev) যিনি সদগুরু (Sadhguru) নামে বেশি পরিচিত, ও তাঁর কোলে বসা এক অল্পবয়সী মহিলার ছবি বিভ্রান্তিকর দাবি সমেত সোশাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে।
যোগ ও আধ্যাত্মিকতার ওই গুরু, ভারতে একজন প্রভাবশালী ব্যক্তি। সোশাল মিডিয়ায় যাঁর উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। ১৯৯২ সালে তিনি তামিলনাডুতে ইশা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। তারপর থেকে ওই ফাউন্ডেশন একাধিক বিতর্কে জড়িয়ে পড়ে, বিশেষ করে পরিবেশ সংক্রান্ত নিয়ম ভাঙ্গার কারণে।
ছবিটির সঙ্গে দেওয়া ক্যাপশনে লেখা হয়েছে, “অত্যন্ত সংস্কৃতিবান বাবা জি।”
(হিন্দিতে মূল ক্যাপশন: अत्यंत संस्कारी बाबा जी...)
ফেসবুক পোস্টটি দেখুন এখানে।
টুইটটি আর্কাইভ করা আছে এখানে।
তথ্য যাচাই
বুম ছবিটিকে রিভার্স ইমেজ সার্চ করলে, ১৭ জুন, ২০১৮ সদগুরুর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট এর একই ছবি সহ একটি টুইট দেখতে পায়।
দেখা যায়, ‘ফাদার্স ডে’ উপলক্ষ্যে সদগুরু ছবিটি টুইট করেন। ছবিটির সঙ্গে দেওয়া ক্যাপশনে বলা হয়, “আমার প্রিয় পিতার সঙ্গে এক ঘন্টা কাটাতে পেরে নিজেকে ঐশ্বর্যবান মনে করছি এবং ওরা বলছে আজকে হল ফাদার্স ডে – এসজি”।
টুইটটি দেখুন এখানে।
এই সূত্র ধরে, আমরা সদগুরুর মেয়ে সম্পর্কিত কিওয়ার্ড দিয়ে সার্চ করি। তার ফলে, আমরা ডেকান হেরল্ডে প্রকাশিত একটি প্রতিবেদন দেখতে পাই। তাতে বলা হয় সদগুরুর মেয়ের নাম রাধে জগ্গি।
রাধে জগ্গির ইনস্টাগ্রাম প্রোফাইলেও আমরা একটি পোস্ট দেখতে পাই। তাতে তাঁকে তাঁর বাবা জগ্গি বাসুদেব-এর সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে।
পোস্টটি দেখুন এখানে।
ভিডিওটির ক্যাপশনে লেখা আছে, “ভ্রমণকালে তাঁর খাদ্য তালিকা মেয়ে রাধেকে জানাচ্ছেন সদগুরু।”