Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

সন্দেশখালির নির্যাতন নিয়ে মুখ ঢেকে সাক্ষাৎকার দিয়েছেন বিজেপি নেত্রী? তথ্য যাচাই

বুমকে বিজেপি নেত্রী সিরিয়া পারভিন বিবি জানান ভাইরাল পোস্টে উপস্থিত এবিপি আনন্দে সাক্ষাৎকার দেওয়া মহিলা তিনি নন।

By - Srijit Das | 16 Feb 2024 1:56 PM IST

সম্প্রতি এবিপি আনন্দ (ABP Ananda) চ্যানেলে মুখ ঢেকে এক বিজেপি নেত্রী (BJP Leader) সন্দেশখালির (Sandeshkhali) নির্যাতিতা সেজে সাক্ষাৎকার দিয়েছেন দাবিটি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল সেই পোস্টে সংবাদমাধ্যম এবিপি আনন্দ ও রিপাবলিক বাংলার দুটি সম্প্রচারের স্ক্রিনশট পোস্ট করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পাশে থাকা মহিলাকে এবিপি আনন্দ চ্যানেলে সন্দেশখালিতে নির্যাতিত মহিলা বলে উল্লেখ করা হয়।

বুম বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পাশে থাকা সেই মহিলা তথা বিজেপি নেত্রী সিরিয়া পারভিন বিবির সাথে যোগাযোগ করলে তিনি আমাদের দাবিটি ভুয়ো বলে জানান। পারভিন বিবি আমাদের নিশ্চিত করে বলেন এবিপি আনন্দে পরিচয় গোপন করে সাক্ষাৎকার দেওয়া মহিলাটি তিনি নন।

তৃণমূল নেতারা সন্দেশখালিতে স্থানীয় মহিলাদের যৌন হেনস্থা ও অত্যাচার করেছেন দাবি করে সম্প্রতি প্রতিবাদে-বিক্ষোভে উত্তাল রাজ্য রাজনীতি। আনন্দবাজার পত্রিকা অনলাইনের প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, সন্দেশখালির মহিলারা অভিযোগ করেন তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা মেয়েদের গভীর রাতে ডেকে নিয়ে যেত দলীয় কার্যালয়ে। অভিযোগের তীর ধেয়ে আসে সন্দেশখালির তৃণমূল নেতা ও ইডির করা রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত শেখ শাহজাহানের দিকেও। রাজ্য পুলিশের তরফ থেকে এবিষয়ে এক প্রতিক্রিয়ায় দাবি করা হয় কোনও ধর্ষণের মামলা সামনে আসেনি সন্দেশখালিতে। অন্যদিকে জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে দাবি করা হয় স্থানীয় মানুষদের হুমকি দিচ্ছে পুলিশ।

গোটা ঘটনায় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আন্দোলনে সরব হয়েছে বিজেপি ও অন্যান্য বিরোধী দল। 

ছবি দুটির কোলাজ পোস্ট করে তৃণমূল আইটি সেলের রাজ্য সম্পাদক রুবেল লেখেন, "রিপাবলিক বাংলায় মুখ দেখায় বিজেপি নেত্রী হয়ে। এবিপি আনন্দে মুখ লুকায় গ্রামবাসী হয়ে। সন্দেশখালীর নোংরা চিত্রনাট্য কি ধরা পরে যাচ্ছে গোদি মিডিয়া!!!"

পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে

ওই একই কোলাজ পোস্ট করে তৃণমূল রাজ্য সহ-সভাপতি মহম্মদ রিয়াজুদ্দিন লেখেন, " কি কি চেনা চেনা লাগছে তাইনা? মুখ লুকিয়ে কেনো মামনি? ঘোমটা টা খুলে মিডিয়ার সামনে বসুন।নাটক অনেক হয়েছে। কত টাকা দিল বিজেপি এই যাত্রাপালার জন্য?? গদি মিডিয়া কত নিয়েছে এই যাত্রাপালার অংশীদার হওয়ার জন্য?"

পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে

তথ্য যাচাই 

বুম প্রথমে ভাইরাল হওয়া এবিপি আনন্দের স্ক্রিনশটে মুখ ঢাকা মহিলার পিছনে 'সঙ্গে সুমন' কথাটি লক্ষ্য করে। এই তথ্যকে সূত্র হিসাবে গ্রহণ করে আমরা এবিপি আনন্দের 'ঘণ্টাখানেক সঙ্গে সুমন' ও সন্দেশখালি সংক্রান্ত কীওয়ার্ড সার্চ করায় আমরা উক্ত অনুষ্ঠানের সম্প্রচারিত অংশ এবিপি আনন্দের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে খুঁজে পাই।

আমরা দেখতে পাই অনুষ্ঠানটি ১৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে এবিপি আনন্দের ইউটিউব চ্যানেলে 'বাতিল সন্দেশখালির ১৪৪ ধারা। বাম-বিজেপির বিক্ষোভে রণক্ষেত্র বাংলা। মুখ খুললেন নির্যাতিতা' শীর্ষক শিরোনাম সমেত সরাসরি সম্প্রচার করা হয়।

Full View

এবিপি আনন্দের সেই অনুষ্ঠানে সঞ্চালক সুমন দে ভাইরাল ছবিতে দেখতে পাওয়া ওই মহিলাকে সন্দেশখালির একজন নির্যাতিতা হিসেবে বলে জানান। আইনি ও নিরাপত্তার কারণে অনুষ্ঠানে ওই মহিলার নাম, পরিচয় ও চেহারা গোপন রাখা হচ্ছে বলে উল্লেখ করেন সঞ্চালক।  

সমগ্র অনুষ্ঠানে মুখ ঢাকা দেওয়া ওই মহিলাকে সন্দেশখালিতে হওয়া মহিলাদের উপর নির্যাতনের বিষয়ে অভিযোগ করতে দেখা যায়। মহিলাটি সেই সম্প্রচারে 'আমরা কোনো পার্টির হয়ে এখানে কথা বলতে আসিনি' বলেও উল্লেখ করেন। 

এরপর আমরা ১৬ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে প্রকাশিত এবিপি আনন্দের এক ভিডিও প্রতিবেদন খুঁজে পাই। ওই প্রতিবেদনে ভাইরাল পোস্টের উল্লেখ করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পাশে থাকা মহিলাকে বিজেপি নেত্রী সিরিয়া পারভিন বিবি বলে উল্লেখ করা হয়।

Full View

এবিপি আনন্দ তাদের চ্যানেলে আসা উক্ত মহিলা বিজেপি নেত্রী সিরিয়া পারভিন বিবি নন বলে উল্লেখ করে। ভাইরাল পোস্টের দাবির প্রেক্ষিতে এবিপি আনন্দের দপ্তরে এসে সাক্ষাৎকার দেওয়া সেই মহিলা ওই রিপোর্টে আবারও পরিচয় গোপন রেখেই জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পাশে থাকা মহিলাকে তিনি চেনেন না। 

অন্যদিকে আমরা লক্ষ্য করি বসিরহাটে এসপি অফিসের সামনে বসে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও তার পাশে থাকা মহিলার ধর্না দেওয়ার দৃশ্যটি রিপাবলিক বাংলায় ১৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে প্রকাশ করা হয়।    

Full View

এরপর বুম বাংলার তরফে বিজেপি নেত্রী সিরিয়া পারভিন বিবির সাথে ভাইরাল পোস্টে থাকা দাবির বিষয়ে যোগাযোগ করা হয়। সোশ্যাল মিডিয়ায় করা এমনই দাবিসমেত এক পোস্ট দেখে পারভিন বিবি দাবিটি ভুয়ো বলে জানান।

বুম বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে পারভিন বিবি বলেন, "এটা একটা মিথ্যে অপপ্রচার চালানো হচ্ছে। সন্দেশখালির বিষয়ে আমি কোনওদিনই কোনও চ্যানেলের সামনে গিয়ে বসিনি।"

বুম বাংলাকে পাঠানো বিজেপি নেত্রী সিরিয়া পারভিন বিবির ভাইরাল দাবির বিষয়ে প্রতিক্রিয়াটি নিচে দেখতে পাওয়া যাবে।

 


Tags:

Related Stories