তেলুগু অভিনেত্রী (Telugu actor) সঞ্জনা গলরানি (Sanjjanaa Galrani) ও তাঁর পরিবার এই মর্মে ভাইরাল হয়েছেন যে ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) সিনেমাটা দেখবার পরই তিনি ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে এক মুসলিমকে বিয়ে করেছেন। আরও দাবি করা হচ্ছে যে, এর পরেই তিনি পবিত্র হজ তীর্থযাত্রায় (Haj) বেরিয়ে পড়েছেন।
বুম দেখে এই দাবি সম্পূর্ণ বিভ্রান্তিকর গলরানি ২০২০ সালেই আজিজ পাশার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং তাঁদের আলারিক পাশা নামে একটি পুত্রসন্তানও রয়েছে।
ভারতীয় মুসলিম ফাউন্ডেশন-এর জাতীয় মুখপাত্র ডঃ শোয়েব জামাই একটি টুইটে লিখেছেন—“দ্য কেরালা স্টোরি ফিল্মের একটু সুফল: এই সিনেমা দেখবার পর দক্ষিণী চলচ্চিত্রের তারকা সঞ্জনা গলরানি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং আজিজ পাশাকে বিয়ে করে সৌদি আরবে হজ যাত্রায় বের হন। সঞ্জনা জানিয়েছেন, তিনি বর্তমানে সুখী জীবন যাপন করছেন এবং তাঁর মনে শান্তি বিরাজ করছে। এই ফিল্মটির সহ-অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য তাঁর স্বামী শাহনওয়াজ শেখ সম্পর্কে লিখেছেন— শাহনওয়াজকে বিয়ে করা তাঁর জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্ত এবং তিনি এখন বড় শান্তিতে আছেন।”
(মূল হিন্দিতে টুইট: #TheKeralaStory के सुखद परिणाम। फिल्म देखने के बाद साउथ फिल्मों की एक्ट्रेस संजना गलरानी ने #इस्लाम कुबूल करके #अजीज पाशा ने निकाह किया और सऊदी अरब हज यात्रा पर गई। संजना ने कहा की वो अब सुखी जीवन जी रही है और दिल को सुकून है। B - मंडलीय में शोक की लहर।)
পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
এই ভুয়ো দাবিটিতে টেলিভিশনের অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য সম্পর্কেও ভুয়ো তথ্য দেওয়া হয়েছে। দেবলীনা মোটেই ‘দ্য কেরালা স্টোরি’-তে অভিনয় করেননি, বুম সেটি তথ্য-যাচাই করেছে।
৫ মে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘দ্য কেরালা স্টোরি’ ধর্মান্তরণের উপর তার বিতর্কিত পরিসংখ্যান ও সংশয়পূর্ণ মতামতের জন্য সংবাদের শিরোনাম উঠে আসে। পশ্চিমবঙ্গে সিনেমাটি প্রাথমে নিষিদ্ধ করা হয় এবং তামিলনাড়ুতে বেসরকারি পর্যায়ে বয়কট করা হতে থাকে l বুম এ ব্যাপারে তথ্য যাচাই করে নিশ্চিত হয়েছে যে, সিনামাটিতে কেরলের ৩২ হাজার মহিলাকে ইসলাম ধর্মাে ধর্মান্তরিত করার যে দাবি করা হয়েছে তা ভ্রান্তিমূলক।
তথ্য যাচাই
বুম সঞ্জনা গলরানির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খতিয়ে দেখেছে, তিনি ইসলামি তীর্থদর্শনে হজে গিয়েছেন বলে যে পোস্টটি রয়েছে, সেটি কাটছাঁট করা। মূল ছবিতে সঞ্জনার পুত্র আলারিক পাশাকে দেখা যাচ্ছে। নিজের পুত্রের বেশ কয়েকটি ছবি এবং সংক্ষিপ্ত ভিডিও সঞ্জনা আপলোড করেছেন। সঞ্জনার ছেলের অ্যাকাউন্টটি এখানে দেখুন।
ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে, সঞ্জনা এ বছরেই মক্কায় তাঁর প্রথম উমরা উদযাপন করবেন।
রিপোর্টের একটি অংশে লেখা রয়েছে—“হিন্দু পরিবারে জন্মানো সঞ্জনা কয়েক বছর আগে ইসলাম ধর্মে দীক্ষা নেন এবং আজিজ পাশা নামে এক চিকিৎসককে বিয়ে করেন”। স্বামী ও সন্তানের সঙ্গে তাঁর ধর্মীয় অভিযানের একটি ভিডিও-ও সঞ্জনা পোস্ট করেছেন।