বিহারে (Bihar) বিজেপির অন্তর্দ্বন্দ্ব দাবি করে রাস্তায় প্রকাশ্যে বিজেপির (BJP) পতাকাসহ কিছু ব্যক্তির মারপিটের এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
বুম যাচাই করে দেখে ভিডিওটি আদতে ওড়িশার। ২০২৩ সালের এই ভিডিওতে ভুবনেশ্বরে পুলিশের সাথে ভারতীয় জনতা যুব মোর্চা দলের সমর্থকদের খণ্ডযুদ্ধের দৃশ্য দেখা যায়।
ভাইরাল দাবি
ফেসবুকে এক ব্যবহারকারী ভিডিওটি পোস্ট করে ক্যাপশন হিসাবে লেখেন, "বিহার বিজেপি versus বিজেপি প্রতিদ্বন্দ্বিতা"
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে ও তার আর্কাইভ দেখতে এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম: ভিডিওটি উড়িষ্যার পুরনো ঘটনা
১. ২০২৩ সালের ওড়িশার ভিডিও: বুম ভিডিওটির কিছু ফ্রেমকে ভেঙে রিভার্স সার্চ করে একই ভিডিও সমেত সাংবাদিক আনন্দ সিংহের একটি এক্স পোস্ট খুঁজে পায়। সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ানের হয়ে ২০২৩ সালের ১ মার্চ ভিডিওটি রিপোর্ট করেন আনন্দ। দ্য নিউ ইন্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী, ভিডিওটিতে সেসময় ওড়িশার ভুবনেশ্বরে এক প্রতিবাদ চলাকালীন ঘটনাস্থলে উপস্থিত পুলিশকে বিজেপির যুব মোর্চা সদস্যদের মারধরের দৃশ্য দেখা যায়।
বিজেপির যুব মোর্চা সদস্যরা বিধানসভায় ঢোকার সময় পুলিশের বাধা পাওয়ার পরই তাদের আক্রমণ করে বলে উল্লেখ করা হয় দ্য নিউ ইন্ডিয়ানের ওই রিপোর্টে।
২. ঘটনা সংক্রান্ত সংবাদ প্রতিবেদন: ২৮ মার্চ, ২০২৩ তারিখে প্রকাশিত সংবাদসংস্থা পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাসের হত্যা মামলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে সিবিআই তদন্তের দাবিতে ঐদিন বিজেপি যুব মোর্চার ব্যানারে শত শত কর্মী বিক্ষোভে অংশ নেন। পুলিশের দাবি, বিক্ষোভকারীরা তাদের দিকে জলভরা বোতল, ডিম ও পাথর নিক্ষেপ করে। এরপরই ভিড়কে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। ঘটনায় বেশ কয়েকজন নিরাপত্তাকর্মী ও রাজনৈতিক কর্মী আহত হন।
পুলিশের সাথে বিজেপি যুব মোর্চার ওই খণ্ডযুদ্ধের দৃশ্য ওড়িশা টিভির ভিডিও প্রতিবেদনেও দেখা যাবে।