সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক কাল্পনিক ঘটনার নাট্যরূপের একটি ভিডিও (scripted video) শেয়ার করে ব্যবহারকারীরা ভুয়ো সাম্প্রদায়িক দাবি করেন ভিডিওয় এক মুসলিম (Muslim) প্রেমিককে (boyfriend) তার হিন্দু (Hindu) প্রেমিকার (girlfriend) উপর নির্যাতন (abuse) করতে দেখা যায়।
বুম যাচাই করে দেখে ভিডিওটি আসলে 'সুজিত পান্ডে' নামক একটি ইউটিউব চ্যানেল থেকে পোস্ট করা হয়। চ্যানেলটি এই ধরণের ভিডিও নিয়মিত পোস্ট করে।
ভাইরাল দাবি
ভাইরাল ভিডিওয় একজন লোককে এক মহিলাকে মারধর করতে দেখা যায়। এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে হিন্দিতে ক্যাপশনে লেখেন, "কিভাবে তার বয়ফ্রেন্ডের হাতে মার খাচ্ছে। মা বাবা জোরে বকা দিলেও হুমকি দিবে হালাত ধর্ম গুরুদের সাথে কথা বলবে। হে ভগবান আমার সংস্কৃতি কোথায় গেল"
আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
ভিডিওটি স্ক্রিপটেডঃ বুম ভাইরাল ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে দেখে ভিডিওটি আসলে সুজিত পান্ডে ইউটিউব চ্যানেলে প্রথম আপলোড করা হয়। ১ জুন, ২০২৩-এ আপলোড করা ভিডিওয়, সুজিত পান্ডে লোকটির ভূমিকায় অভিনয় করেন এবং ইউটিউবার অঙ্কিতা করোটিয়া নির্যাতিতার ভূমিকায় অভিনয় করেন। ভিডিওটির ১৫ সেকেন্ডে দৃশ্যমান একটি দাবিত্যাগে জানানো হয়, ঘটনাগুলি সম্পূর্ণ কাল্পনিক ঘটনা এবং বিনোদনের জন্য তৈরি এবং কোনও ব্যক্তিকে অপমান করা তাদের উদ্দেশ্য নয়। উপজুক্ত দাবিত্যাগ ছাড়াই আসল হিসাবে ভাইরাল হওয়া এই ধরণের স্ক্রিপটেড ভিডিও্রর মতো আরও ভিডিও এর আগেও বুম তথ্য যাচাই করেছে।