সম্প্রতি একটি রোবটের (Robot) দুজন প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যাডমিন্টন (Badminton) খেলার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
বুম দেখে দাবিগুলি ভুয়ো এবং ভিডিওটি তৈরী করা হয় কম্পিউটার জেনারেটেড ইমেজরি (CGI) ব্যবহার করে, যাতে আসল ভিডিওতে থাকা ব্যক্তিকে বদল করে রোবটের আকার দেওয়া হয়েছে।
এই ১৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় রোবটটি একই সময়ে দুজন খেলোয়াড়ের বিরুদ্ধে খুব সহজভাবেই ব্যাডমিন্টন খেলছে।
ভিডিওটি একজন ব্যবহারকারী পোস্ট করেন ফেসবুকে এবং ক্যাপশন হিসেবে লেখেন,"রোবটের অসাধারণ খেলা।"
ভিডিওটি এখানে দেখা যাবে এবং তার আর্কাইভ এখানে দেখা যাবে।
তথ্য যাচাই
বুম দেখে ভিডিওটি সিজিআই ব্যবহার করে তৈরি করা হয় এবং আসল ভিডিওতে আসল ব্যক্তিটি একজন মানুষ, কোনও রোবট না।
একটি রিভার্স সার্চ করায় আমরা অনেকগুলি পোস্ট খুঁজে পাই যেখানে এই ভিডিওটি উপস্থিত থাকতে দেখা যায়। এর মধ্যে থেকে একটি টিকটক পোস্টের উত্তর থেকে জানা যায় কিভাবে ভিডিওটিকে সিজিআই ব্যবহার করে সম্পাদনা করা হয়।
এই সূত্র ধরে, আমরা ভিডিওতে উপস্থিত দৃশ্যগুলির রিভার্স ইমেজ সার্চ করি যেগুলিতে রোবটটিকে দেখা যায়না এবং ফেলোর ব্যাডমিন্টন ক্লাব নামক একটি ফেসবুক পেজে একই রকমের একটি ভিডিও খুঁজে পাই।
এই ভিডিওর দৃশ্যগুলির সাথে ভাইরাল ভিডিওর মিল দেখা যায় কিন্তু এখানে রোবটের জায়গায় একজন ব্যক্তিকে দুই প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে দেখা যায়।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
রোবট উপস্থিত থাকা ভাইরাল ভিডিওর সাথে এই ভিডিওর একটি তুলনা নিচে দেখা যাবে:
যদিও বুম স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আসল ভিডিওটি কে তোলে এবং কবে তোলা হয়।