Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

চন্দ্রযান-৩ বহনের দৃশ্য দাবি করে ছড়াল ভিডিও গেমের অংশ

বুম যাচাই করে দেখে ভিডিওটি 'স্পিন টায়ার্স : মাড রানার' নামক একটি ভিডিও গেম থেকে নেওয়া হয়েছে।

By - BOOM FACT Check Team | 30 Aug 2023 7:05 AM GMT

কাঠের এক সেতু পার হওয়ার সময় রকেট বহনকারী একটি ট্রাকের অ্যানিমেশন ভিডিও সম্প্রতি চন্দ্রযান-৩ (Chandrayaan-3) নিয়ে যাওয়ার দৃশ্য দাবি করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বুম যাচাই করে দেখে ভিডিওটি 'স্পিন টায়ার্স : মাড রানার' নামক একটি ভিডিও গেমের অংশ। চন্দ্রযান-৩ নিয়ে যাওয়ার সাথে এই ভিডিওর কোনও সম্পর্ক নেই।

গত ২৩ অগাস্ট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তৈরি চন্দ্রযান-৩ সফল অবতরণের পর নানা বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে চাঁদের মাটিতে। ইতিমধ্যেই চাঁদের দক্ষিণ মেরুতে সফ্ট-ল্যান্ডিং করে ইতিহাস রচনা করেছে চন্দ্রযান ৩। এই সাফল্যের পরপরই ইসরো ঘোষণা করেছে এবারে তাদের লক্ষ্য সৌর-অভিযান। আগামী সেপ্টেম্বর মাসে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সূর্যের উদ্দেশ্যে রকেটে চেপে আদিত্য-এল১ রওনা দেবে বলে জানিয়েছে ইসরো।

ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, "একেই বোধহয় বলে * ভয়ংকর সুন্দর * । চন্দ্রযান 3 কে একটি অস্থায়ী সেতুর ওপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তার গন্তব্য স্থলে। ড্রাইভারের সীমাহীন চাপ ও অসম্ভব ধৈর্য আমাদের হতবাক করে দেয়। মহাকাশ বিজ্ঞানীদের পাশাপাশি এই নেপথ্যের কারিগরদেরও আমরা প্রণাম করি। জয় হিন্দ।"


পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে। 


পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে

তথ্য যাচাই 

বুম এর আগে এবছরের এপ্রিল মাসে এই একই ভিডিও ভারতীয় সেনাবাহিনীর রকেট বহনকারী ট্রাকের দৃশ্য বলে ভুয়ো দাবিতে ভাইরাল হলে তার তথ্য যাচাই করেছিল।

আমরা সেসময় ভিডিওটির কিছু ফ্রেমকে ভেঙে নিয়ে গুগলে "ট্রাক" ও "রকেট" সংক্রান্ত কিছু কীওয়ার্ড সার্চ জিম নাটেলো নামক এক ফেসবুক পেজে তা খুঁজে পাই। জিম নাটেলো অন্যের সে ফেসবুক পেজে দেখা যায় নিয়মিত সেখানে ভিডিও গেম খেলার সম্প্রচার করা হয়।

প্রায় ৫ মিনিট দৈর্ঘ্যের সেই ভিডিওতে আমরা ভাইরাল ভিডিওর সাথে দৃশ্য দেখতে পাই। ভিডিওটির শিরোনাম হিসেবে লেখা হয়, "এমন পরিস্থিতিতে জরুরী সেতু প্রযুক্তি খুবই সহায়ক"।

এছাড়াও ভিডিওটি ফেসবুকে 'স্পিন টায়ার্স : মাড রানার' খেলা হচ্ছে বলে ট্যাগ করা হয়।

এখানে ভাইরাল ভিডিওর সাথে সেই দৃশ্যের তুলনা করা হল।


ভিডিওর নিচে মন্তব্য অংশে জিম নাটেলোও নিশ্চিত করে দৃশ্যটি আসলে এক ভিডিও গেমের বলে জানান।


'স্পিন টায়ার্স : মাড রানার' হল মোবাইল, মাইক্রোসফট উইন্ডোজ, প্লেস্টেশন ৪, এবং এক্সবক্স ওয়ানে উপলব্ধ এক সিমুলেশন গেম। ওই গেমটির ফেসবুক পেজে আরও বেশ কিছু এরকম নির্মাতাদের নাম পাওয়া যারা নিয়মিত গেমটি খেলেন এবং তা অনলাইনে সরাসরি সম্প্রচার করেন।


Related Stories