চাঁদের দিকে তাক করে রেকর্ড করা এক ভিডিওতে জুম করে চন্দ্রযান-৩ (Chandrayaan 3) কে ক্যামেরাবন্দি করা হয়েছে বলে দাবি করে সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
নেটিজেনদের অনেকে ভিডিওটি সমাজ মাধ্যমে পোস্ট করে তা ক্যামেরায় বিক্রম ল্যান্ডারের ধরা পড়া মুহুর্ত বলে বর্ণনা করেছেন।
বুম যাচাই করে দেখে ভিডিওটি ক্যামেরায় ধরা পড়া চন্দ্রযান-৩ এর বিক্রম ল্যান্ডারের দৃশ্য নয়। কৃত্তিম উপায়ে সফটওয়্যারের ব্যবহার করে আদতে ভিডিওটি তৈরি করা হয়।
গত ২৩ অগাস্ট চাঁদের দক্ষিণ মেরুতে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তৈরি চন্দ্রযান-৩ এর সফল অবতরণের পর থেকেই দেশ-বিদেশ থেকে ভেসে আসে ভারতের জন্য প্রশংসা ও শুভেচ্ছাবার্তা। এরপরে চাঁদের পৃষ্ট থেকে বেশ কিছু ছবি পাঠায় চন্দ্রযান-৩। ইসরোর তরফে সেই ছবি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়। ইসরোর এই ঐতিহাসিক সাফল্যের মাঝেই নেটিজেনদের অনেকে অসম্পর্কিত ছবি ও ভিডিও চন্দ্রযান-৩ এর দাবি করে পোস্ট করেন সমাজ মাধ্যমে।
বুম ইতিমধ্যেই চন্দ্রযান-৩ সংক্রান্ত এরকমই কিছু ছবি ও ভিডিওর তথ্য যাচাই করেছে।
ভাইরাল ভিডিওটি পোস্ট করে ক্যাপশন হিসেবে লেখা হয়, "ক্যামেরা বন্দী বিক্রম লান্ডার চন্দ্র যান 3 ।।…"
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
তথ্য যাচাই
বুম প্রথমে ভিডিওটির একটি ফ্রেম রিভার্স সার্চ করে দেখতে পায় এক ইন্টারনেট ব্যবহারকারী একই ধরণের দাবি করে তা ইউটিউবে এবছরের ২৭ অগাস্ট আপলোড করেছিলেন।
ইউটিউবে আপলোড করা সেই ভিডিওটি খুঁটিয়ে লক্ষ্য করলে সেখানে এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর প্রোফাইলের জলছাপ হিসেবে "@akhilv.s" লেখা দেখতে পাওয়া যায়।
এই তথ্যকে সূত্র ধরে আমরা ইনস্টাগ্রামে সম্পর্কিত কীওয়ার্ড সার্চ করলে অখিল নামের এক কেরালার ভিএফএক্স আর্টিস্টের প্রোফাইল খুঁজে পাই যেখানে ভিডিওটি এবছরের ১৫ অগাস্ট আপলোড করা হয়েছিল।
এছাড়াও আমরা লক্ষ্য করি কেরালার ওই ভিএফএক্স আর্টিস্ট ভিডিওটি তিনি কিভাবে তৈরি করেছেন তার এক অংশ ২৫ অগাস্ট ইনস্টাগ্রামে পোস্ট করেন।
বুম এরপর অখিলকে ভিডিওটির বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি আমাদের নিশ্চিত করেন প্রযুক্তির ব্যবহার করেই ভিডিওটি তৈরি করা হয়েছে।
অখিল বলেন, "আমি একজন ফ্রিল্যান্স ভিএফএক্স আর্টিস্ট। ব্লেন্ডার ও নিউক সফটওয়্যার ব্যবহার করে ভিডিওটি আমি তৈরি করেছিলাম।"