ভারতীয় ধ্রুপদী নৃত্যের (Dance) একটি অনুষ্ঠানের ভিডিও ছড়িয়ে দিয়ে ভুয়ো দাবি করা হচ্ছে যে, এটি সাংহাই-এর ডিজনিল্যান্ডে (Disneyland) দুটি চিনা (China) রোবটের (Robot) কেরামতি।
বুম দেখে ভিডিওটি দুই ভারতীয় নর্তকী সোফিয়া সালিংগারোস এবং ইশা পারুপুড়ির নাচের দৃশ্য।
ভিডিওটি শেয়ার করে ক্যাপশন দেওয়া হয়েছে, “ভালো করে নাচটা দেখুন। এটা সাংহাইয়ের ডিজনিল্যান্ডে হচ্ছে। এই দুই নর্তকী মানুষ নয়, এরা চিনে তৈরি রোবট। এদের নাচের সময়কাল মাত্র ৫ মিনিট। কিন্তু সেই নাচ দেখার টিকিট কাটার লাইনে অপেক্ষা করতে হয়েছে ৪ ঘন্টা। টিকিটের দাম ৪৯৯ ইউয়ান, যা ৭৫ ডলারের সমান। নৃত্যপর রোবটদের মুখের ভাবভঙ্গি এত অভ্রান্ত যে সত্যিকারের মানুষদের থেকে তাদের আলাদা করা কঠিন। ভুয়ো হলেও এটা একটা দর্শনীয় জিনিস!”
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
বুম এর হোয়াট্স্যাপ হেল্পলাইন নম্বরেও (৭৭০০৯০৬৫৮৮) সত্যতা যাচাইয়ের অনুরোধ সহ এই ভিডিওটি আসে।
তথ্য যাচাই
বুম এই ভিডিওর মূল ফ্রেম ভেঙে নিয়ে খোঁজ করে দেখেছে, ২০১৭ সালের ১১ অগস্ট ইউটিউবে “ইন্ডিয়ান রাগ” চ্যানেলে এটি আপলোড করা হয়েছিল। এই “ইন্ডিয়ান রাগ” আমেরিকার একটি গোষ্ঠী যারা ভারতীয় ধ্রুপদী সঙ্গীত ও নৃত্যে তালিম দিয়ে থাকে।
ইউটিউব চ্যানেলটিতে আরও জানানো হয় যে, দুই ভারতীয় নর্তকী সোফিয়া সালিংগারোস এবং ইশা পারুপুড়ি এখানে ভরতনাট্যম-এর বাহন আলারিপ্পু নামের একটি নৃত্যশৈলী পরিবেশন করছেন।
এই দুই নর্তকীর ২০১৯ সালের অন্য একটি নৃত্যানুষ্ঠান আমরা “ইন্ডিয়ান রাগ”-এর আধিকারিক ইনস্টাগ্রাম পেজে আপলোড হতে দেখেছি।
২০২২ সালের আন্তর্জাতিক যোগ দিবসে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে সোফিয়া সালিংগারোসকে নৃত্যানুষ্ঠান করতে দেখা গেছে।
রাষ্ট্রপুঞ্জের সরকারি ইউ-টিউব চ্যানেলে এই সংক্রান্ত অনুষ্ঠানের ভিডিওতে ২০ মিনিটের পর থেকে সেই নৃত্য দেখা যাবে।