গাড়ি থেকে চাবি খুলে নিয়েছেন রাস্তায় থাকা একজন কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteer), আর তারই শাস্তি দিতে গাড়ির চালক ও সহযোগী তাকে কলার ধরে চলন্ত গাড়িতে টেনে নিয়ে চলেছেন - সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয় সমাজ মাধ্যমে।
অনেকেই নিজেদের প্রোফাইলে ওই ঘটনা সত্যি ভেবে ভিডিওটি পোস্ট করে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
বুম যাচাই করে দেখে ভাইরাল এই ভিডিওতে আসল কোন ঘটনা দেখতে পাওয়া যায় না। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও নিয়ে বিতর্ক তৈরি হবার পরে তার নির্মাতারা তাদের পেজ থেকে ভিডিওটি মুছে ফেলে ক্ষমা চেয়ে নেয়।
এক ইন্টারনেট ব্যবহারকারী ভিডিওটি পোস্ট করে লেখেন, "গাড়ি থেকে চাবি খুলে নেওয়ার অধিকার কে দিলো এদের। এরা নিজেদের কী ভাবে? এই ভাবে শায়েস্তা করলো..."।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
অন্য এক ইউটিউব চ্যানেলে ভিডিওটি পোস্ট করে ক্যাপশন দেওয়া হয়, "গাড়ি থেকে চাবি খুলতেই বিপাকে পড়লেন সিভিক ভলেন্টিয়ার। নেট দুনিয়ায় ভাইরাল ভিডিও।"
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
তথ্য যাচাই
বুম ঘটনাটির বিষয়ে জানতে প্রথমে কীওয়ার্ড সার্চ করে ২৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে প্রকাশিত এই সময়ের এক প্রতিবেদন খুঁজে পায়। ওই প্রতিবেদনে কমেডি প্রসেসিং ইউনিট নামের এক পেজ ভিডিওটি তৈরি করেছিল বলে উল্লেখ করা হয়।
রিপোর্টটিতে ভাইরাল ওই ভিডিওর নির্মাতারা নিজেদের পেজ থেকে ভিডিওটি মুছে দিয়েছে বলে লেখা হয়, "নিজেদের পেজ থেকে ভিডিয়ো মোছা হলেও সোশ্যাল মিডিয়ার অন্যান্য মাধ্যম ও আরও অগুন্তি পেজে এখনও রয়েছে তাদের সৃষ্টি। সেই ভিডিয়োর অংশই বাড়াচ্ছে আরও বিপদ। ওই কনটেন্ট যারা বানিয়েছেন সেই পেজ মালিকদের দাবি, তারা সমস্ত বিধিবদ্ধ সতর্কীকরণ দিয়েই বানিয়েছিলেন ভিডিয়োটা কিন্তু এখন কোনও ডিসক্লেইমার বা বিবৃতি ছাড়াই অনেক অন্যান্য পেজ ওই ভিডিয়োর বিশেষ অংশ কেটে শেয়ার করছেন। তাতে আরও বেশি বিভ্রান্তি তৈরি হচ্ছে।"
এরপরে আমরা সম্পর্কিত কীওয়ার্ড সার্চ করে দৈনন্দিন নিউজ নামের এক ইউটিউব চ্যানেলে ভিডিওটির নির্মাতাদের এক আবেদন খুঁজে পাই। ২৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে ওই ইউটিউব চ্যানেলে নির্মাতাদের আবেদনের সেই ভিডিও আপলোড করে লেখা হয়, "গাড়ির চাবি খোলা নিয়ে সিভিক ভলেন্টিয়ারের ভিডিওর আসল সত্যতা প্রকাশ্যে"।
আবেদনের উপরোক্ত ভিডিওতে ভাইরাল ভিডিওতে থাকা কলাকুশলীদের উপস্থিতিও লক্ষ্য করা যায়।
তাছাড়া আমরা কমেডি প্রসেসিং ইউনিট নামের ওই ফেসবুক পেজের ইউটিউব চ্যানেলটি খুঁজে পাই। সেখানেও মজার ভিডিও দাবিতে পোস্ট করা এধরণের নানা ভিডিও দেখতে পাওয়া যাবে।
নিচে থাকা এমনই এক ভিডিওতে সিভিক ভলেন্টিয়ারের ভূমিকায় অভিনয় করা ব্যক্তি অন্য এক চরিত্রে লক্ষ্য করা যাবে।