কর্নাটকের (Karnataka) শিক্ষাপ্রতিষ্ঠানে যখন হিজাবের ব্যবহার নিযে তুমুল বিতর্ক চলছে, তখন বাংলাদেশের একটি পুরনো ভিডিও ভারতীয় সোশাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে, যাতে বাংলাদেশি পুলিশের (Bangladesh Police) হাতে বোরখার আড়ালে মদ চোরাচালান করতে গিযে ধরা পড়া এক ব্যক্তিকে দেখানো হয়েছে।
কর্নাটকের কিছু অংশে ক্লাসের ভিতর হিজাব পরে আসতে না দেওয়ার প্রতিবাদকে কেন্দ্র করে শিক্ষাঙ্গনে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। এই প্রতিবাদের পাল্টা প্রতিবাদে হিন্দু ছাত্ররাও গেরুয়া রঙের স্কার্ফ পরে ক্লাসে যাচ্ছে। এই প্রেক্ষিতেই বাংলাদেশের ওই পুরনো ভিডিওটিকে জিইয়ে তোলা হয়েছে।
৪৫ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে, গর্ভবতী মহিলার ছদ্মবেশে বোরখা পরা এক ব্যক্তিকে। হিন্দিতে ক্যাপশনে লেখা— "বুঝতে পারছেন কেন হিজাব আর বোরখার প্রয়োজন? সাক্ষীরাও এর সঙ্গে জড়িতI এমনকী সন্ত্রাসবাদীরাও এর পিছনে রয়েছে।"
ভিডিওটিতে একটি হিন্দি গানও জুড়ে দেওয়া হয়েছে।
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুন: কর্নাটক হিজাব বিতর্ক: জনতা দল সেকুলার সদস্যার ছবি ভুয়ো দাবি সহ ছড়াচ্ছে
তথ্য যাচাই
বুম ভিডিওতে দেখানো পুলিশের নীল উর্দির রঙ শনাক্ত করে তাদের বাংলাদেশের পুলিশ হিসাবে চিহ্নিত করেছে।
এরপর আমরা "বাংলাদেশে বোরখা পরে মহিলা সাজা পুরুষ", এই শব্দগুলি বসিযে সন্ধান চালাই। তাতে ২০২১ সালের মার্চ মাসের ওই ঘটনার বেশ কয়েকটি ভিডিও ফুটেজ ও সংবাদ-প্রতিবেদন আমাদের হাতে আসে।
স্মাইল টিভি বাংলা নামের একটি ইউটিউব চ্যানেল ১০ মার্চ ২০২১-এ একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করে। ভিডিওটির শিরোনাম ছিল, মহিলা সেজে মাদক চোরাচালান করা এক ব্যক্তি ধরা পড়েছে, যাকে জেলে পাঠানো হয়েছে।
রাওজান নিউজ নামে একটি স্থানীয সংবাদ-সংস্থাও এই ঘটনাটি রিপোর্ট করে।
সিপ্লাসটিভি বাংলা নামের অন্য একটি বাংলাদেশি সংবাদ চ্যানেল আরও বিস্তারিত রিপোর্টে জানায়, গর্ভবতী মহিলা সেজে মাদক চোরাচালান করা এক পুরুষ পুলিশের হাতে ধরা পড়েছে ৯ মার্চ, ২০২১। চট্টগ্রামের রাওজান এলাকায় ধৃত ওই পুরুষটির সঙ্গে এক মহিলাও ধরা পড়েছে। গোপন সূত্র থেকে খবর পেয়ে পুলিশ ওই দুইজনকে ধরে এবং ওদের কাছে স্যালাইনের প্যাকেটে ভরা মদও পাওযা গেছে।
বাংলাদেশে মদ্যপান ও বিক্রয় নিয়ন্ত্রিত।
সিপ্লাসটিভি বাংলা-র রিপোর্ট ধৃত দুই চোরাচালানকারীর ছবিও প্রকাশ করে এবং ওই ছবি ভাইরাল হওয়া ভিডিওর ছবির সঙ্গে মিলে যায়।
বাংলাদেশি মিডিয়া প্রথম আলো ধৃত দুই ব্যক্তিকে মহম্মদ সাগর(২০) এবং আমিনা বেগম(১৯) হিসাবে শনাক্ত করেছে। রাওজান থানার ওসি আবদুল্লা আল হারুনকে উদ্ধৃত করে রিপোর্টে বলা হয়েছে, "চেকপোস্টে যখন তাদের দুইজনকে ধরা হয, তখন দুইজনেই দাবি করে য়ে তারা গর্ভবতী। কিন্তু ওদের একজনের গলার স্বর শুনে কর্তব্যরত অফিসারদের সন্দেহ হয় এবং তল্লাশি চালিয়ে তাঁরা দেখেন যে একজন বোরখার আড়ালে আসলে পুরুষ।"
বুম ২০২১ সালের সেপ্টেম্বরেই বুম বাংলাদেশ-এর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই ভিডিওটির পর্দাফাঁস করেছিল, যখন অন্য একটি বিষয়ে মিথ্যা ও সাম্প্রদায়িক দাবি সহ সেটি ভাইরাল হয়।
আরও পড়ুন: কর্নাটক হিজাব বিতর্ক: সাংবাদিক রানা আয়ুব ও রাজনীতিক নাজমা নাজিরের ছবি ছড়াল মুসকান বলে