Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

বিমানবন্দর নয়, ভিডিওটি খালেদা জিয়াকে রাষ্ট্রপতি ভবনে অভ্যর্থনার

বুম দেখে ভিডিওটি ২০০৬ সালে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে খালেদা জিয়াকে মনমোহন সিংহের অভ্যর্থনার দৃশ্যের।

By - Towhidur Rahman | 9 Sep 2022 1:00 PM GMT

২০০৬ সালে তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে (Khaleda Zia) তদানীন্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের (Manmohan Singh) স্বাগত জানানোর এক ভিডিও সম্প্রতি বিভ্রান্তিকর দাবিসমেত ছড়ান হচ্ছে সোশাল মিডিয়ায়।

ভিডিওটি পোস্ট করে দাবি করা হয় সেসময় ভারত সফররত বেগম খালেদা জিয়াকে বিমানবন্দরে এসে অভ্যর্থনা জানান তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহ।

বুম দেখে ভাইরাল এই দাবিটি বিভ্রান্তিকর। ভিডিওটিতে আদতে ভারতের রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের অভ্যর্থনা জানানোর দৃশ্য দেখতে পাওয়া যায়। 

২০২২ সালের ৫ সেপ্টেম্বর বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সফরে ভারতে আসলে বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা জারদোশ। প্রতিমন্ত্রীর মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানানো নিয়ে সমালোচনার ঝড় ওঠে সোশাল মিডিয়ায়। এরই প্রেক্ষিতে ভ্রান্ত দাবি করে ছড়ায় ২০০৬ সালের এই ভিডিও।

১ মিনিট ৪৬ সেকেন্ডের ভাইরাল সেই ভিডিওতে কালো রঙের এক গাড়ি থেকে বেগম খালেদা জিয়া নামলে মনমোহন সিংহকে অভ্যর্থনা জানাতে দেখা যায়। ভিডিওটির পরের অংশে দুই দেশের প্রধানমন্ত্রীকে একত্রে দাড়িয়ে ছবি তুলতে দেখার পাশাপাশি গণমাধ্যমের সঙ্গে কথা বলতেও লক্ষ্য করা যায়।

ভিডিওটি ফেসবুকে পোস্ট করে ক্যাপশন লেখা হয়, "দেখুন —২০০৬ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভারত সফর করেন। এসময় ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিমানবন্দরে স্বাগত জানান।"

এরকম কিছু ফেসবুক পোস্ট এখানে এখানে এখানে এখানে দেখতে পাওয়া যাবে।

আরও পড়ুন: ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা জনসভার ভিডিও ছড়াল সাম্প্রতিক বলে

তথ্য যাচাই

বুম প্রথমে বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভারত সফর সংক্রান্ত কিওয়ার্ড সার্চ করে ভারত সরকারের বিদেশ মন্ত্রকের ওয়েবসাইটে ২০০৬ সালে প্রকাশিত এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তি খুঁজে পায়। ওই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভ্রমণসূচি ও তিন দিনের বিভিন্ন কর্মসূচীর উল্লেখ করা হয়।

এরপর আমরা গুগলে প্রাসঙ্গিক কীওয়ার্ড সার্চ করে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস আর্কাইভের ইউটিউব চ্যানেলে ১ মিনিট ৪৬ সেকেন্ডের ওই একই ভিডিও খুঁজে পাই।

Full View

বাংলাদেশ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার সফর হিসেবে বর্ণনা করে ইউটিউবের বিবরণী অংশে ভিডিওটি ২০০৬ সালের ২১ মার্চ তোলা বলে উল্লেখ করা হয়।

প্রসঙ্গতঃ, আমরা লক্ষ্য করি, যৌথ সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী খালেদা জিয়া ভারত সফরে গিয়েছিলেন ২০ মার্চ ২০০৬। অন্যদিকে, সংবাদসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের বিবরণ অনুযায়ী ভিডিওটি ২১ মার্চ ২০০৬ অর্থাৎ খালেদা জিয়ার ভারতে আসার এক দিন পরে তোলা বলে জানতে পারা যায়। 

এছাড়াও আমরা গেটি ইমেজসের ওয়েবসাইটে খালেদা জিয়ার ওই সফরের বেশ কিছু ছবি দেখতে পাই। এরই মধ্যে থাকা এক ছবির সাথে ভাইরাল ভিডিওর ১৩ সেকেন্ড অংশে দেখতে পাওয়া দৃশ্যর মিল খুঁজে পাওয়া যায়।

নিচে ভাইরাল ভিডিওতে দেখতে পাওয়া দৃশ্য ও ২০০৬ সালের ২১ মার্চ ভারতের রাষ্ট্রপতি ভবনে খালেদা জিয়াকে মনমোহন সিংহের অভ্যর্থনা জানানোর এক ছবির তুলনা করা হল।

পাশাপাশি আমরা ২০ মার্চ খালেদা জিয়াকে নয়াদিল্লির বিমানবন্দরে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ই.আহমেদের স্বাগত জানানোর এক ছবিও গেটি ইমেজের ওয়েবসাইটে দেখতে পাই। ২০০৬ সালের ২০ মার্চ রেডিফ নিউজে এ সংক্রান্ত প্রকাশিত এক প্রতিবেদন প্রতিবেদন অনুয়ায়ী "বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রথমবারের মতো ভারত সফরে আসলে তাকে পালাম বিমানবন্দরে (ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী ই আহমেদ এবং বিদেশ সচিব শ্যাম শরণ তাঁকে স্বাগত জানান'।

গেটি ইমেজের ওয়েবসাইটে প্রকাশিত ২০ মার্চ ২০০৬ খালেদা জিয়াকে নয়াদিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের বিদেশ প্রতিমন্ত্রী ই.আহমেদের স্বাগত জানানোর ছবিটি নিচে দেখতে পাওয়া যাবে।

১৮ মার্চ, ২০০৬ প্রকাশিত বাংলাদেশের  বিডিনিউজ২৪ একটি প্রতিবেদনে এক সময়সূচিতে ২১ মার্চ ২০০৬ খালেদা জিয়াকে রাষ্ট্রপতি ভবনে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানোর কথা উল্লেখ করা হয়।

আরও পড়ুন: ইমরান খানের বিরুদ্ধে প্রতিবাদী প্ল্যাকার্ডের ছবি সম্পাদিত

Related Stories