নন্দীগ্রামে বঙ্গ-বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বাড়ি ঘেরাও করে সাধারণ মানুষ 'চোর-চোর' স্লোগান দিচ্ছে দাবি করে সম্প্রতি ৪৪ সেকেন্ডের এক ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
বুম দেখে, অসম্পর্কিত কিছু ভিডিও জুড়ে এই ফুটেজ তৈরি করা হয়েছে। ভাইরাল ভিডিওর প্রথমভাগে থাকা মহিলা চোর বলে সম্বোধনের অংশটি আদতে কলকাতায় চাকরিহারা শিক্ষকদের প্রতিবাদের অংশ।
ভাইরাল দাবি
ভাইরাল হওয়া ভিডিওতে চারটি আলাদা দৃশ্য দেখা যায়। একটিতে একজন মহিলার চোর বলার ঘটনা, আরেকটিতে শুভেন্দু অধিকারীকে একটি ঘরে বসে থাকতে দেখা যায়। বাকি দুটি দৃশ্যে রাস্তায় আলাদা আলাদা প্রতিবাদ দেখা যায়, যার একটিতে শুভেন্দুর মুখোশ পরে তাকে চোর বলে প্রতীকী মিছিলও হতে দেখা যায়।
ভিডিওর প্রেক্ষাপটে থাকা এক নারীকণ্ঠ ঘটনাটি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে তার বিরুদ্ধে হওয়া প্রতিবাদের দৃশ্য বলে উল্লেখ করেন।
এমনই এক পোস্ট দেখতে ক্লিক করুন এখানে।
আমরা অনুসন্ধানে কী পেলাম: অসম্পর্কিত ভিডিও জুড়ে বিভ্রান্তিকর দাবি
১. কলকাতায় চাকরিহারা শিক্ষকদের প্রতিবাদ: আমরা ভিডিওতে 'তোরা চোর' বলা উত্তেজিত মহিলার সামনে লক্ষ্য করি সংবাদমাধ্যম বঙ্গ টিভির মাইক হাতে এক সাংবাদিককে লক্ষ্য করা যায়। সেই সূত্র ধরে সম্পর্কিত কীওয়ার্ড সার্চ করায় আমরা বঙ্গ টিভির ইউটিউব চ্যানেলে উক্ত প্রতিবেদনের দীর্ঘতর সংস্করণটি খুঁজে পাই। ২১ এপ্রিল ২০২৫ তারিখের ওই প্রতিবেদন থেকে জানা যায়, কলকাতায় সেসময় সরকারি আধিকারিকদের বিরুদ্ধে চাকরিহারা শিক্ষকদের প্রতিবাদের দৃশ্য দেখা যায়।
গত ১৫ জুন বঙ্গ টিভির সাংবাদিক রোজিনাও তার করা রিপোর্টটি চাকরিহারা শিক্ষকদের পর্ষদ ঘেরাওয়ের ঘটনা বলে ভুয়ো দাবিটি খণ্ডন করেন।
২. অন্যান্য অসম্পর্কিত ভিডিও: এছাড়াও আমরা লক্ষ্য করি ভাইরাল ভিডিওতে একটি ঘরে শুভেন্দু অধিকারীর বসে থাকার দৃশ্যটি আদতে ২০২৫ সালের মার্চ মাসে দিল্লিতে বঙ্গ বিজেপি নেতা সুকান্ত মজুমদারের বাসভবনে বসে থাকার দৃশ্য। সংবাদসংস্থা এএনআইয়ের তরফে সুকান্ত মজুমদারের দপ্তরকে কৃতিত্ব দিয়ে ভিডিওটি ১৭ মার্চ ২০২৫ তারিখে প্রকাশ করা হয়েছিল।
এছাড়াও ভাইরাল ওই ভিডিওতে গ্লোবাল আই নামক চ্যানেলের গত মার্চ মাসে দলিত হিন্দুদের মন্দিরে ঢুকতে না দেওয়া নিয়ে কলকাতায় প্রতিবাদের দৃশ্য এবং ২০২২ সালের ১৬ অগাস্ট কলকাতায় তৃণমূল কংগ্রেসের 'খেলা হবে' দিবস পালনের দৃশ্য দেখতে পাওয়া যায়।