সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একজন ব্যক্তির গরবা (Garba) করার ভিডিও ছড়িয়ে পড়ে এবং দাবি করা হয় ভিডিওতে দেখতে পাওয়া ব্যক্তি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।
বুম দেখে ভিডিওতে ব্যক্তিটি প্রধানমন্ত্রী মোদী নন, তার মতন দেখতে আরেকজন ব্যক্তি যার নাম বিকাশ মাহান্তে।
গরবা একটি গুজরাতি লোকনৃত্য এবং এটি নবরাত্রির উৎসবেই পরিবেশিত হয়।
৩০ সেকেন্ডের এই ক্লিপে কথিতভাবে দেখানো হয় প্রধানমন্ত্রী মোদী গরবা করছেন এবং এক বাংলা সংবাদমাধ্যম নিজেদের ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করে ক্যাপশন হিসেবে লেখে,"ভাইরাল হল মোদীজির "গরবা" নৃত্য.... এবার সামনে এলো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর "গরবা" নাচের একটি ভিডিও যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।"
এই ভিডিও দেখতে এখানে ক্লিক করুন। এই ভিডিওর আর্কাইভ এখানে দেখা যাবে।
এই ধরণের আরও পোস্ট দেখতে এখানে এবং এখানে ক্লিক করুন।
তথ্য যাচাই
বুম দেখে ভিডিওটিতে যাকে দেখা যাচ্ছে সে প্রধানমন্ত্রীর মতন দেখতে একজন ব্যক্তি যার নাম বিকাশ মাহান্তে। জানা যায় এই ভিডিও তোলা হয় যুক্তরাজ্যের হ্যারো লিজার সেন্টারে একটি দীপাবলি অনুষ্ঠান চলাকালীন।
আমরা ভাইরাল ভিডিওর কমেন্টগুলি লক্ষ করে দেখি কিছু ব্যবহারকারীরা লিখেছেন ব্যক্তিটি প্রধানমন্ত্রী মোদী নন, তার মতন দেখতে একজন অন্য ব্যক্তি।
এই পোস্ট দেখতে এখানে ক্লিক করুন।
এরপর বুম বিকাশ মাহান্তের সোশ্যাল মিডিয়া প্রোফাইল খুঁজে পায় যার পোস্টগুলি থেকে জানা যায় তিনি সম্প্রতি যুক্তরাজ্যে একটি দীপাবলি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তার ইনস্টাগ্রাম প্রোফাইলে ৮ নভেম্বর, ২০২৩ তারিখে একটি পোস্ট দেখা যায় যার সাথে ভাইরাল ভিডিওর মিল দেখা যায়। এই ভিডিওর ক্যাপশনে লেখা,"লন্ডন দীপাবলি মেলার প্রধান অতিথি" এবং ভিডিওতে মাহান্তেকে মঞ্চে পৌঁছে সেখানকার লোকেদের সাথে আলাপ করতে দেখা যায় এবং মঞ্চের নিচে উপস্থিত ভিড়ের দিকে হাত নাড়াতেও দেখা যায়।
ভাইরাল ভিডিও এবং মাহান্তের প্রোফাইলের ভিডিওর প্রেক্ষাপটে এবং দুটি ভিডিওতেই উপস্থিত ব্যক্তিদের পোশাকের মিল দেখা যায়। এই সংক্রান্ত একটি তুলনা নিচে দেখা যাবে:
আমরা ফেসবুকে এই অনুষ্ঠানের একটি আমন্ত্রণও খুঁজে পাই যেখানে যুক্তরাজ্যের হ্যারো লিজার সেন্টারের উল্লেখ দেখা যায়। এই আমন্ত্রনের পোস্টে বিকাশ মাহান্তের ছবি সহ পারভেজ কাজীর ছবিও উপস্থিত থাকতে দেখা যায়, যিনি পরিচিত সলমন খানের চেহারার সাথে মিল থাকার কারণে। এই অনুষ্ঠানের উদ্যোক্তা মঞ্জুলা মাধাপারিয়া ১৩ অক্টোবর, ২০২৩ তারিখে আমন্ত্রনের এই পোস্ট শেয়ার করেন।
এই পোস্ট দেখতে এখানে ক্লিক করুন।
বুম বিকাশ মাহান্তের সাথেও যোগাযোগ করে এবং তিনি আমাদের জানান,"ভাইরাল ভিডিওতে থাকা ব্যক্তি আসলে আমি। ভিডিওটি লন্ডনের এক অনুষ্ঠানের যেখানে আমি নভেম্বর ৪ এবং ৫ তারিখে অংশগ্রহণ করেছিলাম।"
বিকাশ মাহান্তে বুমের সাথে ওই অনুষ্ঠানের আরও কিছু ছবিও শেয়ার করেন।
আমরা অনুষ্ঠানের আয়োজক পঙ্কজ সোধার শেয়ার করা আরও কিছু ছবি এবং ভিডিও খুঁজে পাই, যার মধ্যে ভাইরাল ভিডিওটি উপস্থিত থাকতে দেখা যায়। এই অনুষ্ঠানের অন্যান্য কিছু পোস্ট দেখতে এখানে এবং এখানে ক্লিক করুন।