Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

'ভারত মাতা কি জয়' বলে ভারতীয় পতাকা হাতে মিছিলের ভাইরাল ভিডিও নেপালের নয়

বুম দেখে ভিডিওটি সিকিমের। স্বাধীনতা দিবস উদযাপনের আগে হওয়া এই মিছিলে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেম সিংহ তামাংও (গোলায়) ছিলেন।

By -  Srijit Das |

17 Sept 2025 6:19 PM IST

ভারতীয় জাতীয় পতাকা (Indian national flag) নিয়ে একটি মিছিলে হাঁটতে থাকা মানুষের ভিডিও শেয়ার করে সম্প্রতি সমাজমাধ্যমে ভুয়ো দাবি করা হয়েছে সেটিতে নেপালের (Nepal) মানুষকে ভারতের সমর্থনে হাটতে দেখা যায়।

রাজনীতিবিদদের দুর্নীতির বিরুদ্ধে হওয়া, নেপাল সরকারের পতন ঘটানো জেন-জি আন্দোলনের পর ভিডিওটি ভাইরাল হয়েছে।

বুম দেখে ভিডিওটি নেপালের নয়। ভিডিওটি ভারতের স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে সিকিমে আয়োজিত একটি মিছিলের যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেম সিংহ তামাং (গোলায়) উপস্থিত ছিলেন। 

ভাইরাল দাবি 

ভারতীয় পতাকা হাতে 'ভারত মাতা কি জয়' স্লোগান দেওয়া মিছিলের ভিডিও শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে লেখেন, "অখন্ড ভারত শুরু হোক নেপাল থেকে। নেপালে একটাই আওয়াজ ভারত মাতা কি জয়।"

পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে। 

অনুসন্ধানে আমরা কী পেলাম: ভিডিওটি সিকিমের 

১. ২০২৫ সালের অগাস্ট মাসের পোস্ট: আমরা ভিডিওটির কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে আগস্ট ২০২৫-এর সোশ্যাল মিডিয়া পোস্টে একই দৃশ্য খুঁজে পাই যেখানে ঘটনাস্থল সিকিম বলে উল্লেখ করা হয়েছে। অনলাইনে উপলব্ধ ভিডিওটির আরও একটি সংস্করণে মিছিলের এক অংশগ্রহণকারীকে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিংহ তামাং (গোলায়) হিসেবে চিহ্নিত করা যায়।

২. হর ঘর তিরঙ্গা ক্যাম্পেইন নিয়ে সিকিমের মুখ্যমন্ত্রীর পোস্ট: তামাংয়ের নিজস্ব ফেসবুক পেজে আমরা দেখি তিনি ২০২৫ সালের ১২ অগাস্টে হওয়া হর ঘর তিরঙ্গা ক্যাম্পেইনে তার অংশগ্রহণ সম্পর্কে পোস্ট করেছেন। তামাং লেখেন, তিনি তার মন্ত্রিসভার সহকর্মী, বিধায়ক, উপদেষ্টা, মুখ্য সচিব এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে স্বাধীনতা দিবসের প্রাক্কালে অনুষ্ঠিত মিছিলে যোগ দিয়েছিলেন। এই ক্যাম্পেইনটি কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অধীনে চালু করা একটি উদ্যোগের অংশ।

মিছিলটি রাজ্যের রাজধানী গ্যাংটকের এমজি মার্গ থেকে মানান কেন্দ্র পর্যন্ত চলে। ভাইরাল ভিডিওর স্ক্রীনশটের সঙ্গে ১২ আগস্ট, ২০২৫-এ তামাংয়ের শেয়ার করা ছবির একটি তুলনা নীচে দেখা যাবে।



Tags:

Related Stories