Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

বৃদ্ধ মুসলমান ব্যক্তির সাথে তার নাতবৌয়ের বিয়ের ভিডিওটি একটি নাটক

বুম দেখে ভিডিওটি ২০২২ সালের নভেম্বর মাসে বাংলাদেশের এক ইউটিউবার তৈরি করেছিল।

By -  Sachin Baghel |

13 July 2023 8:04 PM IST

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের (Bangladesh) এক নাটকের ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক বৃদ্ধ ব্যক্তির সাথে এক কম বয়েসী মেয়ের বিয়ে দিতে দেখা যায়। বেশ কয়েকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ভিডিওটি সত্যি দাবি করে শেয়ার করে বলেন ভিডিওটিতে 'হালালা' কার্য্যকলাপ হচ্ছে।

বুম দেখে শার্মিন শাকিল নামক বাংলাদেশের এক ইউটিউবার ভিডিওটি বিনোদন এবং সামাজিক সচেতনতা বাড়ানোর জন্য তৈরি করেছিলেন।

ভাইরাল ওই ভিডিওতে এক কম বয়েসী ব্যক্তিকে নিজের বৌ এবং এক বৃদ্ধ মানুষের সাথে তর্ক করতে দেখা যায় কারণ তারা ইসলামের হালালা পদ্ধতিতে বিয়ে করছিলেন। হালালা হলো এক ধরণের ইসলামের পদ্ধতি যেখানে এক মহিলাকে তিন তালাকের বিবাহ বিচ্ছেদের পরে অন্য এক ব্যক্তির সাথে বিয়ে দিয়ে দেওয়া হয়। তারপর সে আবার নিজের প্রাক্তন স্বামীর সাথে হালালা পদ্ধতির মাধ্যমে পুনঃবিবাহ করে নেয়। বাংলাদেশে হালালা বিয়েকে "হিল্লা বিয়েও" বলা হয়।

ভারত এবং সংলগ্ন দেশগুলিতে এই ধরণের নাটকীয় ভিডিও ক্রমশঃ বেড়ে চলছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ভিডিও গুলি উষ্কানীমূলক বিষয়কে কেন্দ্র করে তৈরি করা এবং সেগুলি ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে প্রচার করা হচ্ছে। ওই ভিডিওগুলির অংশবিশেষ ব্যবহার করে ক্রমশঃ কিছু সম্প্রদায়দের ব্যাপারে ভুয়ো তথ্য ছড়ানো হয়।

ভিডিওর ক্যাপশনে লেখা আছে,"হালালা; এটাই ধর্মের সৌন্দর্য...সে তার স্ত্রীর হালালা তার নিজের দাদুর কাছ থেকে করিয়েছে। দাদু এতটাই উপভোগ করেছিলেন যে তিনি তার স্ত্রীকে স্থায়ীভাবে বিয়ে করেছিলেন। দাদুর সাথে বউও বেঈমান হয়ে গেছে।"

পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে। 

এই একই দাবি করে অনেকে ফেসবুকেও ভিডিওটি শেয়ার করেন। সেগুলির আর্কাইভ দেখতে এখানে, এখানে, এবং এখানে ক্লিক করুন।


তথ্য যাচাই

বুম প্রথমে এই ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখে ভিডিওটিতে অনেক মানুষকে হাসতে দেখা যাচ্ছে। তাছাড়া, অনেক ক্ষেত্রে স্বামীর সাথে তর্কের সময় বৌটিকেও হেসে উঠতে দেখা যায়।

এরপর আমরা এই ভিডিওকে ভেঙে তার অংশগুলির ছবিকে রিভার্স সার্চ করি। তার মাধ্যমে আমরা এই ভিডিওর এক দীর্ঘ সংস্করণ খুঁজে পাই যা ২০২৩ সালের ৮ জুলাই  "গণমাধ্যম ব্লগ" নামক এক ফেসবুক পেজে আপলোড করা হয়েছিল। ওই ভিডিওটিতে ভাইরাল ভিডিওটির অংশ ৫.৫৬ মিনিট থেকে শুরু হয়।


এটা যে একটা নাটকের ভিডিও তা ক্যাপশনে উল্লেখ করা রয়েছে। সেখানে এটাও বলা রয়েছে যে ভিডিওটি একটা নাটক যেখানে সমাজের আসল সত্যকে তুলে ধরার এক প্রচেষ্টা করা হয়েছে।

তারপর কিওয়ার্ড সার্চের মাধ্যমে আমরা শার্মিন শাকিল নামক এক বাংলাদেশী ইউটিউব চ্যানেল খুঁজে পাই যেখানে এই ভিডিওর দীর্ঘ সংস্করণ উপস্থিত রয়েছে যা আপলোড করা হয়ে ২০২২ সালের ২৫ নভেম্বর।

ওই ভিডিওর শিরোনামে বাংলায় লেখা হয়,"৮০ বছরের দাদার সাথে ছোট মেয়ের হিল্লা বিয়ে দিলো জামাই | রহস্য জনক ঘটনা | Sharmin Shakil 2022"।

ভিডিওটির বিষয়ে সেখানে লেখা হয়,"এই ভিডিও বিনোদনের জন্য বানানো হয়েছে এবং এটা ভালো লাগলে চ্যানেলের অন্যান্য ভিডিওগুলিও দেখবেন।" এই পেজে অন্যান্য এরকমের আরও নাটকের ভিডিও দেখতে পাওয়া যায়।

(অতিরিক্ত রিপোর্টিং: তৌসিফ আকবর, বুম বাংলাদেশ)


Tags:

Related Stories