Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

প্যারিস অলিম্পিকের নামে ছড়াল বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ভিডিও

বুম দেখে এই ভিডিওতে ২০২৩ সালের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতীয় পুরুষ রিলে দলের প্রতিযোগিতার দৃশ্য দেখা যায়।

By - Srijit Das | 28 July 2024 2:27 PM IST

২০২৩ সালে পুরনো এশিয়ান রেকর্ড ভেঙে ২ মিনিট ৫৯.০৫ সেকেন্ডে ভারতীয় পুরুষদের রিলে দলের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত রাউন্ডের জন্য যোগ্যতা অর্জনের এক ভিডিও বর্তমানে ফ্রান্সের প্যারিসে চলা অলিম্পিকের দৃশ্য দাবিতে ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

ভিডিওটি শেয়ার করে নেটিজেনদের অনেকে দাবি করেছেন ভাইরাল ভিডিওতে প্যারিস অলিম্পিকে ৪x৪০০ মিটার রিলের যোগ্যতা অর্জন পর্বে ভারতীয় পুরুষদের দ্বিতীয় স্থান অর্জন করতে দেখা যায়।

বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিওটি প্যারিস অলিম্পিকের নয়। এই ভিডিওতে ২০২৩ সালে হাঙ্গেরির বুদাপেস্টে হওয়া বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতীয় পুরুষ রিলে দলের প্রতিযোগিতার দৃশ্য দেখা যায়।

৪ মিনিটের ১৪ সেকেন্ডের ওই ভিডিওতে ৪x৪০০ মিটার রিলে প্রতিযোগিতায় ভারতীয় পুরুষদের গ্রেট ব্রিটেন ও জাপানের মতো দলকে ছাড়িয়ে যেতে এবং মাত্র ২ মিনিট ৫৯.০৫ সেকেন্ড সময়ে দৌড় সম্পন্ন করে মার্কিন যুক্তরাষ্ট্রের ঠিক পিছনে দ্বিতীয় স্থান অর্জন করতে দেখা যায়। এছাড়াও উক্ত ভিডিওতে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের কথা উল্লেখ করে এক ধারাভাষ্যকারকে ভারতীয় পুরুষ দলের প্রশংসা করতে শোনা যায়।

এক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশন হিসেবে লেখেন, "ভারতীয় পুরুষদের 4x400 মিটার রিলে ভারত প্যারিস অলিম্পিক গেমসের যোগ্যতায় ২য় স্থান অর্জন করলো।।.. ধারাভাষ্যকাররা প্রথম 3 মিনিটে ভারতের কথাও উল্লেখ করেননি!!! ভারতীয় ছেলেদের দ্বারা কি একটি অনুপ্রেরণামূলক এবং আশ্চর্যজনক রান ভারত"।


পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে

তথ্য যাচাই 

বুম এই ভিডিও জুন মাসে অন্য এক বিভ্রান্তিকর দাবিসহ ভাইরাল হলে সেসময় তার তথ্য যাচাই করেছিল। আমরা তখন ঘটনাটির বিষয়ে লেখা সংবাদ প্রতিবেদন খুঁজতে কীওয়ার্ড সার্চ করে ২০২৩ সালের অগাস্ট মাসে প্রকাশিত ভারতীয় পুরুষ দলের সেই সাফল্য সম্পর্কিত বেশ কয়েকটি সংবাদ প্রতিবেদন খুঁজে পাই।

২৭ আগস্ট ২০২৩ তারিখের দ্য হিন্দুর প্রকাশিত এক প্রতিবেদনে এবিষয়ে লেখা হয়, "ভারতীয় পুরুষদের ৪x৪০০ মিটার রিলে দল ২৬ অগাস্ট বুদাপেস্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ফাইনাল রাউন্ডে প্রথমবার খেলার যোগ্যতা অর্জনের জন্য ২ মিনিট ৫৯.০৫ সেকেন্ড সময়ের এক অত্যাশ্চর্য দৌড় প্রতিযোগিতায় এশিয়ান রেকর্ড ভেঙে দেয়। ভারতের চার প্রতিযোগী মুহাম্মদ আনাস ইয়াহিয়া, আমজ জেকব, মুহাম্মদ আজমল ভারীযাথোডি ও রাজেশ রমেশ রবিবার অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালে জায়গা করে নেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের (২:৫৮.৪৭) পিছনে দ্বিতীয় স্থানে শেষ করে।"

আমরা এক্সেও এক কীওয়ার্ড সার্চ করে দেখতে পাই বেশ কয়েকজন সাংসদ ও মন্ত্রীরা ২০২৩ সালে ভারতীয় দলকে তাদের কৃতিত্বের জন্য অভিনন্দন জানাতে একই ফুটেজ শেয়ার করেছিলেন।

নিচে ২৭ আগস্ট, ২০২৩ তারিখে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের নেতা ডেরেক ও'ব্রায়েনের একটি পোস্ট রয়েছে যেখানে এই একই ভিডিও দেখতে পাওয়া যাবে। 

পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেসময় ভারতীয় দলকে তাদের কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়ে তার আধিকারিক এক্স হ্যান্ডেল থেকে লেখেন, "বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অবিশ্বাস্য টিমওয়ার্ক! আনাস, আমোজ, রাজেশ রমেশ এবং মুহম্মদ আজমল এম ৪x৪০০ মিটার রিলেতে নতুন এক এশিয়ান রেকর্ড স্থাপন করে ফাইনালে উঠেছিলেন। এটি একটি বিজয়ী প্রত্যাবর্তন হিসাবে মনে রাখা হবে যা ভারতীয় অ্যাথলেটিক্সের জন্য সত্যিই ঐতিহাসিক।"

পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে

২০২৩ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে ভারতীয় দল পঞ্চম স্থানে শেষ করে। অন্যদিকে আমরা দেখতে পাই, প্যারিস অলিম্পিকে পুরুষদের ৪x৪০০ মিটার রিলে প্রতিযোগিতার প্রথম রাউন্ড ৯ অগাস্ট ২০২৪ ও শেষ রাউন্ড ১১ অগাস্ট ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে।  

Tags:

Related Stories