স্টেডিয়ামে বসে এক দলকে ইসলামি আয়াত পাঠ করতে দেখা যাচ্ছে। সেই ভিডিওটিকে, এই মিথ্যে দাবি সমেত শেয়ার করা হচ্ছে যে, কাতার-এ (Qatar) অনুষ্ঠিত ফিফার (FIFA) বিশ্বকাপ ২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে ওই পাঠের আয়োজন করা হয়।
বুম দেখে ভিডিওটি ২০২১ সালে কাতারের আল থুমামা স্টেডিয়ামে আয়োজিত একটি উদ্বোধনী অনুষ্ঠানে তোলা হয়।
ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার ২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠান, ২০ নভেম্বর ২০২২ অনুষ্ঠিত হয় কাতারের আল বায়াত স্টেডিয়ামে। ভাইরাল ভিডিওটিতে, স্টেডিয়ামে বসে কোরানের বাণী পাঠ করতে দেখা যায় এক দল ব্যক্তিকে।
ভিডিওটির সঙ্গে দেওয়া ক্যাপশনে লেখা হয়, "কোরানের বাণী পাঠের মধ্যে দিয়ে সুন্দর কাতার বিশ্বকাপ ২০২২ সূচনা করল। খেলার যে অনুরাগীরা এসছেন, তাঁদের সামনে শান্তির এই অসাধারণ ধর্মকে তুলে ধরার এ এক চমৎকার চেষ্টা।"
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
হিন্দি সংবাদ মাধ্যম 'জি সালাম' তাদের সংবাদ বুলেটিনে ভিডিওটি দেখায়। তারা এবিষয়ে একটি সংবাদ প্রতিবেদনও প্রকাশ করে। তাতে বলা হয়, ভিডিওটি ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের সময় তোলা হয়।
জি সালাম-এর সংবাদ বুলেটিন, যেটিতে ভাইরাল ভিডিওটি দেখানো হয়, সেটি নীচে দেওয়া হল।
ইটিভি ভারত-ও তাদের বুলেটিনে একই কথা বলে পাকিস্তানি রাজনৈতিক নেতা মহম্মদ সারওয়ারের করা টুইটের ওপর নির্ভর করে। টুইটটিতে ওই একই ভিডিও দেখানো হয়।
তথ্য যাচাই
ভাইরাল ভিডিওটির প্রধান ফ্রেমগুলি নিয়ে বুম রিভার্স ইমেজ সার্চ করে। তার ফলে আমরা ২৪ অক্টোবর, ২০২১-এ, চলতি বিশ্বকাপ শুরু হওয়ার এক বছর আগে করা, কাতারের সংবাদ সংস্থা দোহা নিউজ-এর একটি টুইট দেখতে পাই। তাতে ওই একই দৃশ্য ছিল।
টুইটটি দেখতে এখানে ক্লিক করুন।
ভিডিওটি সম্পর্কে ওই টুইটে বলা হয়, "বিশ্বকাপের আল থুমামা স্টেডিয়ামটি কাতার এই ভাবে উদ্বোধন করে। কোরান থেকে ক্ষমার ওপর বাণীগুলি পাঠ করতে দেখা যায় বাচ্চাদের।"
ভাইরাল ভিডিও ও দোহা নিউজ-এর ভিডিওটি নীচে তুলনা করা হল।
২৩ অক্টোবর, ২০২১ প্রকাশিত ফিফার সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, কাতারে বিশ্বকাপের জন্য সদ্য তৈরি জায়গা ল থুমামা স্টেডিয়াম শুক্রবার রাতে আমির কাপ ফাইনাল আয়োজন করার মধ্যে দিয়ে উদ্বোধন করা হয়।
তাতে আরও বলা হয়, "চিত্তাকর্ষক এই স্টেডিয়ামটির নক্সা তৈরি করেন কাতারি স্থপতি ইব্রাহিম এম জাইদাহ। মহামান্য আমির শেখ তামিন বিন হামাদ আল থানি'র উপস্থিতিতে সেটি উদ্বোধন করা হয়। এই ভাবে, ২০২২-এ পথে দেশটি আরও একটি মাইল ফলক পেরলো।"
আরবের আরও এক সংবাদমাধ্যম আল জাজিরা-ও খবরটি প্রকাশ করে।