জনস্রোতে ঘেরা অযোধ্যার রাম মন্দিরের (Ayodhya Ram Mandir) মতন দেখতে এক কাঠামোর ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভুয়ো দাবিসহ পোস্ট করে বলা হয় ভিডিওটিতে উত্তরপ্রদেশে উদ্বোধন হতে চলা রাম মন্দিরের দৃশ্য দেখতে পাওয়া যায়।
বুম দেখে ভিডিওটি কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গা পূজা প্যান্ডেলের যা অযোধ্যায় তৈরি হওয়া রাম মন্দিরের অনুকরণে এবছর তৈরি করা হয়। সন্তোষ মিত্র স্কোয়ারের পূজা কমিটির ক্লাব সম্পাদক সজল ঘোষও আমাদের নিশ্চিত করেন ভিডিওটিতে তাদের তৈরি করা এবছরের দুর্গাপূজা প্যান্ডেলের দৃশ্যই দেখতে পাওয়া যায়।
২০২৪ সালের ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হবে বলে ঘোষণা করে শ্রী রাম জন্মভূমি ট্রাস্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক এক্স (প্রাক্তন টুইটার) পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন তিনি রাম মন্দির উদ্বোধনের দিন সেখানে উপস্থিত থাকবেন।
ভিডিওটি পোস্ট করে হিন্দিতে ক্যাপশন হিসেবে লেখা হয়, "অযোধ্যা রাম মন্দিরে বৈদ্যুতিক কাজ সম্পন্ন হয়েছে। দারুণ রকমের ঝকমকে। জয় শ্রী রাম"।
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
বুম তাদের হোয়াটস্যাপ হেল্পলাইন নম্বরেও (7700906588) এই ভিডিও তথ্য যাচাইয়ের আর্জিসহ পায়।
তথ্য যাচাই
বুম বাংলায় একটি কিওয়ার্ড সার্চ করে কিছু ফেসবুক ব্যবহারকারীদের দ্বারা শেয়ার করা একই ধরণের কিছু ভিডিও খুঁজে পায় যা ইঙ্গিত করে ভাইরাল ভিডিওটি সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপূজা প্যান্ডেলের।
আমরা লক্ষ্য করি একজন ফেসবুক ব্যবহারকারী ওই দুর্গাপূজা প্যান্ডেলের এমন এক ভিডিও পোস্ট করেছেন যার সাথে ভাইরাল হওয়া ভিডিওর মিল পাওয়া যায়। এছাড়াও দুটি ভিডিওতেই মন্দিরের দৃশ্যের পাশাপাশি ভগবান রামের আকার ধারণ করার এক আলোকসজ্জার দৃশ্য দেখে পাওয়া যায়।
সেই পোস্ট দেখতে এখানে ক্লিক করুন। নিচে তার তুলনা দেখতে পাওয়া যাবে।
মূলধারার সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া, দ্য হিন্দু ছাড়াও অন্যান্যরা উত্তর কলকাতার এই পূজা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত করে যেখানে উল্লেখ করা হয় কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই পুজোর উদ্বোধন করেছেন।
২৪ অক্টোবর, ২০২৩ তারিখে প্রকাশিত আউটলুক ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই দূর্গাপূজা প্যান্ডেলের বেশ কিছু ছবি উল্লেখ করে লেখা হয়,"এবছরের দুর্গোৎসবে কলকাতার সবথেকে সফল দুর্গাপূজা ছিল এক রাজনৈতিক প্রকল্প - অযোধ্যার রাম মন্দিরের অনুকরণে তৈরি সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেল যাকে ঘিরে ছিল জয় শ্রী রাম ধ্বনি। এধরণের বিখ্যাত প্রতিষ্ঠানগুলির অনুকরণ করে দূর্গা পুজো প্যান্ডেলের কাঠামো তৈরী করা পশ্চিমবঙ্গে তথা বিশেষতঃ কলকাতায় খুবই প্রচলিত।"
বুম এবিষয়ে আরও নিচিত হতে বিজেপি নেতা তথা সন্তোষ মিত্র স্কোয়ারের পূজা কমিটির সচিব সজল ঘোষের সাথে কথা বলে। সজল ঘোষ আমাদের নিশ্চিত করে জানান ভিডিওতে দেখতে পাওয়া দৃশ্য তাদেরই এবছরে রাম মন্দিরের আদলে তৈরি দূর্গাপূজা প্যান্ডেলের।
সজল ঘোষ বুমকে বলেন,"হ্যাঁ, ভিডিওটি কলকাতার সন্তোষ মিন্ত্র স্কোয়ারের দূর্গা পুজো প্যান্ডেলের।"