বাইক নিয়ে মহড়ার সময় ব্যর্থতার চারটি ভিন্ন দৃশ্যের কোলাজের এক ভিডিও পোস্ট করে সম্প্রতি দাবি করা হয় ভিডিওটিতে প্রজাতন্ত্র দিবসে (Republic Day) মহড়ার সময় ভারতীয় সেনার ব্যর্থতার দৃশ্য দেখতে পাওয়া যায়।
বুম যাচাই করে দেখে ভিডিওটিতে কৃত্তিমভাবে ভিডিও প্রস্তুতকারী টুল সোরার জলছাপ লক্ষ্য করা যায়। এছাড়াও, এআই শনাক্তকারী টুল হাইভ মডারেশন ব্যবহার করে আমরা নিশ্চিত হই ভিডিওটি কৃত্তিম বুদ্ধিমত্তার প্রয়োগে তৈরি।
ভাইরাল দাবি
ভিডিওটি পোস্ট করে ক্যাপশন হিসেবে লেখা হয়, "শুভেন্দু অধিকারীরা সপ্তাহে সপ্তাহে বাংলাদেশ দখলের হুমকি দেয়ে!! অথচ তারা পাকিস্তান ও চীনের সেনা কতৃক প্রায়ই বাম্বু খায়! তাদের প্রজাতন্ত্র দিবসে সেনাদের ডিস্পেলের নমুনা! এদিকে আমাদের দেশে মহিলারা জ্যান্ত বো*মার ওপর কাপড় কাচে, ব্রাহ্মণবাড়িয়ার কথা না-ই বললাম!"
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে ও তার আর্কাইভ দেখতে এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম: দৃশ্যগুলি কৃত্তিম বুদ্ধিমত্ত্বা দিয়ে তৈরি
১. সোরার জলছাপ: আমরা ভিডিওটি পরীক্ষা করার সময় লক্ষ্য করি ভিডিওটিতে থাকা চারটি দৃশ্যের বিভিন্ন অংশে ওপেন এআইয়ের কৃত্তিমভাবে ভিডিও তৈরি করার টুল সোরার জলছাপ ও তাকে ঝাপসা করে দেওয়ার প্রচেষ্টা লক্ষ্য করা যায়। সোরা ব্যবহার করে কৃত্তিমভাবে তৈরি ভিডিওর বিষয়ে অবগত করতে ও অন্যান্য অপব্যবহার রুখতে জলছাপ ব্যবহারের বিষয়টি ওপেন এআইয়ের ওয়েবসাইটে পড়া যাবে।
২. এআই যাচাইকারী টুলের শনাক্তকরণ: আমরা কৃত্তিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি দৃশ্য শনাক্তকারী টুল হাইভ মডারেশনে ভিডিওটি পরীক্ষা করি। ওই পরীক্ষার ফলাফলে ভিডিওতে থাকা দৃশ্যগুলিতে প্রবলভাবে এআই-জেনারেটেড অথবা কৃত্তিমভাবে তৈরি দৃশ্যের উপস্থিত থাকার সম্ভাবনার কথা উল্লেখ করা হয়।
৩. প্রজাতন্ত্র দিবসের প্যারেডের আসল ভিডিও: MyGov India ইউটিউব চ্যানেল থেকে ৭৭তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডের সম্পূর্ণ এবং সরাসরি সম্প্রচার ২৬ জানুয়ারি, ২০২৬ তারিখে করা হয়েছিল। তবে ভাইরাল ভিডিওতে থাকা প্যারেডে ব্যর্থতার দৃশ্য সেই সম্প্রচারে দেখতে পাওয়া যায়নি।






