Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

বিবেক ওবেরয়ের বিশ্নোই সম্প্রদায়ের প্রশংসার পুরনো ভিডিও সাম্প্রতিক দাবিতে ছড়াল

বুম দেখে ভিডিওটি ২০২৩ সালের এবং বিশ্নোই সম্প্রদায়ের সম্পর্কে বিবেক ওবেরয়ের বর্তমান মন্তব্য নয়।

By -  Srijit Das |

20 Oct 2024 3:35 PM IST

বলিউড অভিনেতা সলমন খানকে (Salman Khan) নতুন করে হত্যার হুমকির গুজবের মধ্যে অভিনেতা বিবেক ওবেরয়ের (Vivek Oberoi) বিশ্নোই সম্প্রদায়ের মহিলাদের প্রশংসা করার একটি পুরানো ভিডিও সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে ওবেরয়কে বলতে শোনা যায়, "পৃথিবীতে কেবল একটি সম্প্রদায় রয়েছে, বিশ্নোই সম্প্রদায়... যেখানে বিশ্নোই মায়েরা তাদের নিজের সন্তানের মতো অনাথ হরিণকে স্তন্যপান করান।"

ভিডিওটি শেয়ার করে ব্যবহারকারীরা দাবি করেছেন ওবেরয় বিষ্ণোই সম্প্রদায়ের প্রশংসা করেছেন, যারা কৃষ্ণসার হরিণকে সম্মান করে এবং সলমন খানকে একটি গোপন বার্তা পাঠায়, যিনি রাজস্থানে হাম সাথ সাথ হ্যায়-এর চিত্রগ্রহণের সময় হরিণ শিকারের সাথে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। সলমন খান সেসময় থেকেই কারারুদ্ধ গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন এবং হরিণ শিকারের সঙ্গে তার কথিত সম্পর্কের জন্য হত্যার হুমকি পেয়েছেন।

১২ অক্টোবর রাতে খানের ঘনিষ্ঠ বন্ধু রাজনীতিবিদ বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যা করা হয় এবং লরেন্স বিশ্নোই গ্যাং এনসিপি (অজিত পাওয়ার গোষ্ঠী) নেতার এই হত্যার দায় স্বীকার করে। এই ঘটনার পর থেকে, মুম্বই পুলিশ খানকে হত্যার হুমকির বিষয়ে সতর্কতা অবলম্বন করছে।

ওবেরয় ২০০০-এর দশকের গোড়ার দিকে অভিনেত্রী ঐশ্বর্য রাই ও সলমন খানের পূর্ব সম্পর্ক নিয়ে খানের সাথে তিক্ত দ্বন্দ্বে জড়ানোর জন্য শিরোনামে উঠে এসেছিলেন।

বিতর্কিত চলচ্চিত্র সমালোচক কামাল আর খান ভাইরাল ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "হাহা! কাহিন পে নিগাহ, কাহিন পে নিশানা! বিবেক ওবেরয় এখনও তার শত্রকে লক্ষ্যবস্তু করছে! "


পোস্টটি দেখুন এখানে এবং আর্কাইভ দেখুন এখানে

এই ভিডিওকে কেন্দ্র করে এক ফেসবুক ব্যবহারকারী পোস্টে দাবি করেন, "সলমনের মাথার উপর মৃত্যুর খাঁড়া, বিশ্নোই সমাজের প্রশংসায় পঞ্চমুখ বিবেক ওবেরয়।"


তথ্য যাচাই

বুম যাচাই করে দেখে ওবেরয়ের ভাইরাল ভিডিওটি পুরনো এবং সাম্প্রতিক ঘটনাবলীর সাথে সম্পর্কিত নয়। ভিডিওটি ২০২৩ সালের ৪ ফেব্রুয়ারি দুবাইয়ের একটি সম্মেলনে ওবেরয়ের মন্তব্যকে তুলে ধরে যেখানে তিনি পরিবেশগত সমস্যা মোকাবিলায় বিশ্নোই সম্প্রদায়ের অবদানের কথা বলেন।

গুগলে একটি সম্পর্কিত কিওয়ার্ড সার্চের মাধ্যমে আমরা ২০২৩ সালের ৪ ফেব্রুয়ারিতে পোস্ট করা একটি ইউটিউব ভিডিও পাই যেখানে ওবেরয়কে একই মন্তব্য করতে শোনা যায়। ভিডিওটির  একটি বর্ধিত সংস্করণে, মঞ্চে দৃশ্যমান পোস্টারগুলিতে আমরা দেখি ওবেরয় "বিশ্ব পরিবেশগত সমস্যা এবং বিশ্নোই সমাজের নীতিগুলিতে তাদের প্রতিকার" নামক একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

Full View

আমরা এই সম্মেলন সম্পর্কে বেশ কয়েকটি সংবাদ প্রতিবেদনও দেখতে পাই।

দুবাইয়ের সংবাদপত্র খালিজ টাইমসের ২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের রাজস্থানের বিশ্নোই সম্প্রদায় ৪ ও ৫ ফেব্রুয়ারি দুবাইতে ৩৬৩ জন খেজারলি শহীদকে সম্মান জানাতে ও ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে পরিবেশ সংরক্ষণের গুরুত্বপূর্ণ বার্তা প্রচারের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করেছিল।

ভাইরাল ভিডিওর একই অংশটি সরাসরি সম্প্রচারের ১:০৫:০০ থেকে ১:০৫:২৮ ঘণ্টায় শোনা যাবে।

Tags:

Related Stories